অনলাইন ডেস্ক
কুঁজো মাছের কথা কখনো শুনেছেন? সম্ভবত না। কিন্তু আপনি না শুনলে কি হবে, এমনই এক মাছ ধরেছেন গবেষকেরা। একটি জরিপের অংশ হিসেবে এই মাছটি খুঁজে পান তাঁরা।
ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন (এফডব্লিওসি) সম্প্রতি মাছ নিয়ে এক জরিপের সময় ধরা পড়া অস্বাভাবিক এই মাছটির ছবি প্রকাশ করে। এটি একটি লং নোজ বা লম্বা নাকের গার মাছ। এটির পিঠের দিকটা এমনভাবে বেঁকে আছে দেখে কুঁজো এক মাছ বলেই মনে হবে আপনার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এফডব্লিওসির ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট জানিয়েছে, সম্প্রতি সিলভার গ্লেন স্প্রিংয়ে মাছ নিয়ে একটি জরিপ পরিচালনা করেন জীববিজ্ঞানীরা। তখনই কুঁজো পিঠের ওই লং নোজ গার মাছটি আবিষ্কার করেন তাঁরা। এটার শরীরের মাঝখানের অংশে কুঁজের মতো থাকায় একে দেখাচ্ছিল উল্টানো এক ভি-র মতো।
গবেষকেরা জানেন, এটি তাঁদের ফ্লোরিডার টিটসুভিলের কাছে বাঁকা বা কুঁজো বুল হাঙর আবিষ্কারের কথা মনে করিয়ে দিয়েছে। যেটির মেরুদণ্ডে ক্ষত ছিল বলে ধারণা করছেন তাঁরা। এই মাছটির ক্ষেত্রেও সম্ভবত একই ধরনের সমস্যা হয়েছে।
এফডব্লিউসির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সপ্তাহ কয়েক আগে আমাদের শেয়ার করা বুল শার্কের মতো এই মাছটির এমন অদ্ভুত আকৃতি পাওয়ার কারণ সম্ভবত জীবনের কোনো সময় মেরুদণ্ডে আঘাত পাওয়া।’
১০ দশমিক ৬ পাউন্ড ওজনের গার মাছটিকে অবশ্য আবার পানিতে ছেড়ে দেওয়া হয়।
‘তাদের ক্ষুরের মতো ধারালো দাঁত এবং বর্ম-সদৃশ আঁশ দেখে একে ভীতিকর দেখাতে পারে। কিন্তু মানুষের জন্য এরা মোটেই বিপজ্জনক নয়। বরং এই মাছেরা ফ্লোরিডার অনেক স্বাদু পানির বাস্তুতন্ত্রে শীর্ষ শিকারি হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
কুঁজো মাছের কথা কখনো শুনেছেন? সম্ভবত না। কিন্তু আপনি না শুনলে কি হবে, এমনই এক মাছ ধরেছেন গবেষকেরা। একটি জরিপের অংশ হিসেবে এই মাছটি খুঁজে পান তাঁরা।
ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন (এফডব্লিওসি) সম্প্রতি মাছ নিয়ে এক জরিপের সময় ধরা পড়া অস্বাভাবিক এই মাছটির ছবি প্রকাশ করে। এটি একটি লং নোজ বা লম্বা নাকের গার মাছ। এটির পিঠের দিকটা এমনভাবে বেঁকে আছে দেখে কুঁজো এক মাছ বলেই মনে হবে আপনার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এফডব্লিওসির ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট জানিয়েছে, সম্প্রতি সিলভার গ্লেন স্প্রিংয়ে মাছ নিয়ে একটি জরিপ পরিচালনা করেন জীববিজ্ঞানীরা। তখনই কুঁজো পিঠের ওই লং নোজ গার মাছটি আবিষ্কার করেন তাঁরা। এটার শরীরের মাঝখানের অংশে কুঁজের মতো থাকায় একে দেখাচ্ছিল উল্টানো এক ভি-র মতো।
গবেষকেরা জানেন, এটি তাঁদের ফ্লোরিডার টিটসুভিলের কাছে বাঁকা বা কুঁজো বুল হাঙর আবিষ্কারের কথা মনে করিয়ে দিয়েছে। যেটির মেরুদণ্ডে ক্ষত ছিল বলে ধারণা করছেন তাঁরা। এই মাছটির ক্ষেত্রেও সম্ভবত একই ধরনের সমস্যা হয়েছে।
এফডব্লিউসির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সপ্তাহ কয়েক আগে আমাদের শেয়ার করা বুল শার্কের মতো এই মাছটির এমন অদ্ভুত আকৃতি পাওয়ার কারণ সম্ভবত জীবনের কোনো সময় মেরুদণ্ডে আঘাত পাওয়া।’
১০ দশমিক ৬ পাউন্ড ওজনের গার মাছটিকে অবশ্য আবার পানিতে ছেড়ে দেওয়া হয়।
‘তাদের ক্ষুরের মতো ধারালো দাঁত এবং বর্ম-সদৃশ আঁশ দেখে একে ভীতিকর দেখাতে পারে। কিন্তু মানুষের জন্য এরা মোটেই বিপজ্জনক নয়। বরং এই মাছেরা ফ্লোরিডার অনেক স্বাদু পানির বাস্তুতন্ত্রে শীর্ষ শিকারি হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
১ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৫ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৮ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১০ দিন আগে