অনলাইন ডেস্ক
কুঁজো মাছের কথা কখনো শুনেছেন? সম্ভবত না। কিন্তু আপনি না শুনলে কি হবে, এমনই এক মাছ ধরেছেন গবেষকেরা। একটি জরিপের অংশ হিসেবে এই মাছটি খুঁজে পান তাঁরা।
ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন (এফডব্লিওসি) সম্প্রতি মাছ নিয়ে এক জরিপের সময় ধরা পড়া অস্বাভাবিক এই মাছটির ছবি প্রকাশ করে। এটি একটি লং নোজ বা লম্বা নাকের গার মাছ। এটির পিঠের দিকটা এমনভাবে বেঁকে আছে দেখে কুঁজো এক মাছ বলেই মনে হবে আপনার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এফডব্লিওসির ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট জানিয়েছে, সম্প্রতি সিলভার গ্লেন স্প্রিংয়ে মাছ নিয়ে একটি জরিপ পরিচালনা করেন জীববিজ্ঞানীরা। তখনই কুঁজো পিঠের ওই লং নোজ গার মাছটি আবিষ্কার করেন তাঁরা। এটার শরীরের মাঝখানের অংশে কুঁজের মতো থাকায় একে দেখাচ্ছিল উল্টানো এক ভি-র মতো।
গবেষকেরা জানেন, এটি তাঁদের ফ্লোরিডার টিটসুভিলের কাছে বাঁকা বা কুঁজো বুল হাঙর আবিষ্কারের কথা মনে করিয়ে দিয়েছে। যেটির মেরুদণ্ডে ক্ষত ছিল বলে ধারণা করছেন তাঁরা। এই মাছটির ক্ষেত্রেও সম্ভবত একই ধরনের সমস্যা হয়েছে।
এফডব্লিউসির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সপ্তাহ কয়েক আগে আমাদের শেয়ার করা বুল শার্কের মতো এই মাছটির এমন অদ্ভুত আকৃতি পাওয়ার কারণ সম্ভবত জীবনের কোনো সময় মেরুদণ্ডে আঘাত পাওয়া।’
১০ দশমিক ৬ পাউন্ড ওজনের গার মাছটিকে অবশ্য আবার পানিতে ছেড়ে দেওয়া হয়।
‘তাদের ক্ষুরের মতো ধারালো দাঁত এবং বর্ম-সদৃশ আঁশ দেখে একে ভীতিকর দেখাতে পারে। কিন্তু মানুষের জন্য এরা মোটেই বিপজ্জনক নয়। বরং এই মাছেরা ফ্লোরিডার অনেক স্বাদু পানির বাস্তুতন্ত্রে শীর্ষ শিকারি হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
কুঁজো মাছের কথা কখনো শুনেছেন? সম্ভবত না। কিন্তু আপনি না শুনলে কি হবে, এমনই এক মাছ ধরেছেন গবেষকেরা। একটি জরিপের অংশ হিসেবে এই মাছটি খুঁজে পান তাঁরা।
ফ্লোরিডা ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ কনজারভেশন কমিশন (এফডব্লিওসি) সম্প্রতি মাছ নিয়ে এক জরিপের সময় ধরা পড়া অস্বাভাবিক এই মাছটির ছবি প্রকাশ করে। এটি একটি লং নোজ বা লম্বা নাকের গার মাছ। এটির পিঠের দিকটা এমনভাবে বেঁকে আছে দেখে কুঁজো এক মাছ বলেই মনে হবে আপনার।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
এফডব্লিওসির ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ইনস্টিটিউট জানিয়েছে, সম্প্রতি সিলভার গ্লেন স্প্রিংয়ে মাছ নিয়ে একটি জরিপ পরিচালনা করেন জীববিজ্ঞানীরা। তখনই কুঁজো পিঠের ওই লং নোজ গার মাছটি আবিষ্কার করেন তাঁরা। এটার শরীরের মাঝখানের অংশে কুঁজের মতো থাকায় একে দেখাচ্ছিল উল্টানো এক ভি-র মতো।
গবেষকেরা জানেন, এটি তাঁদের ফ্লোরিডার টিটসুভিলের কাছে বাঁকা বা কুঁজো বুল হাঙর আবিষ্কারের কথা মনে করিয়ে দিয়েছে। যেটির মেরুদণ্ডে ক্ষত ছিল বলে ধারণা করছেন তাঁরা। এই মাছটির ক্ষেত্রেও সম্ভবত একই ধরনের সমস্যা হয়েছে।
এফডব্লিউসির বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘সপ্তাহ কয়েক আগে আমাদের শেয়ার করা বুল শার্কের মতো এই মাছটির এমন অদ্ভুত আকৃতি পাওয়ার কারণ সম্ভবত জীবনের কোনো সময় মেরুদণ্ডে আঘাত পাওয়া।’
১০ দশমিক ৬ পাউন্ড ওজনের গার মাছটিকে অবশ্য আবার পানিতে ছেড়ে দেওয়া হয়।
‘তাদের ক্ষুরের মতো ধারালো দাঁত এবং বর্ম-সদৃশ আঁশ দেখে একে ভীতিকর দেখাতে পারে। কিন্তু মানুষের জন্য এরা মোটেই বিপজ্জনক নয়। বরং এই মাছেরা ফ্লোরিডার অনেক স্বাদু পানির বাস্তুতন্ত্রে শীর্ষ শিকারি হিসেবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৩ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে