অনলাইন ডেস্ক
রেনাটা ফাধিয়ার বয়স ২৪ বছর। স্বামী বয়সে ৩৮ বছরের বড়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রেনাটা আবিষ্কার করেন ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। ঘটনাটি ইন্দোনেশিয়ার।
অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা করে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রেনাটা ফাধিয়া। দ্রুতই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে এই লোকটির (স্বামী) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ভাইরাল ক্লিপটিতে ২০০৯ সালে তাঁর স্বামীর বিয়ের একটি গ্রুপ ছবি দেখা যায়। সেখানে রেনাটা ফাধিয়াকেও দেখা যাচ্ছে। তখন তাঁর বয়স নয় বছর। বিয়ের বরের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই লোকের বয়স এখন ৬২ বছর, আর তিনিই এখন তাঁর স্বামী!
পরবর্তী একটি ভিডিওতে তিনি স্পষ্ট করেন, ওই বিয়েতে তিনি অতিথি ছিলেন। তাঁরা দূর সম্পর্কের কাজিন। তাঁর স্বামী খালার ভাগনে।
ফাধিয়া আরও বলেন, তাঁরা একে অপরকে চিনতেন না। কিন্তু ২০১৯ সালে তাঁরা একই পথের মোড়ে এসে মিলিত হন। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এর এক বছর পরে একটি সন্তানের জন্ম হয়।
২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের অ্যালবাম পরীক্ষা করার সময় কাকতালীয় ঘটনাটি লক্ষ্য করেন ফাধিয়া। তাঁর মতে, ২০১১ সালে তাঁর স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিবাহবিচ্ছেদের পেছনে তাঁর কোনো হাত ছিল না। ফাধিয়া তাঁর স্বামীর তৃতীয় স্ত্রী। প্রথম বিয়েতে একটি মাত্র সন্তান রয়েছে, দ্বিতীয়টিতে কোনো সন্তান নেই।
এই ঘটনা বর্ণনায় নেটিজেনরা চমকিত হয়েছেন। তবে অনেকে স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে খোঁচাও দিয়েছেন।
একজন মন্তব্যে লিখেছেন, ‘দেখুন, আপনার কাছে যত দিন টাকা থাকবে, ঠিক আছে, এমনকি বয়সের পার্থক্য ৩৮ বছর থাকলেও!’
রেনাটা ফাধিয়ার বয়স ২৪ বছর। স্বামী বয়সে ৩৮ বছরের বড়। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রেনাটা আবিষ্কার করেন ১৫ বছর আগে স্বামীর সঙ্গে তাঁর দেখা হয়েছিল, তখন তাঁর বয়স ছিল মাত্র নয় বছর। ঘটনাটি ইন্দোনেশিয়ার।
অদ্ভুত অভিজ্ঞতা বর্ণনা করে টিকটকে একটি ভিডিও পোস্ট করেন রেনাটা ফাধিয়া। দ্রুতই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওতে তিনি বলেন, বেশ কয়েক বছর ধরে এই লোকটির (স্বামী) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল।
ভাইরাল ক্লিপটিতে ২০০৯ সালে তাঁর স্বামীর বিয়ের একটি গ্রুপ ছবি দেখা যায়। সেখানে রেনাটা ফাধিয়াকেও দেখা যাচ্ছে। তখন তাঁর বয়স নয় বছর। বিয়ের বরের পাশেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই লোকের বয়স এখন ৬২ বছর, আর তিনিই এখন তাঁর স্বামী!
পরবর্তী একটি ভিডিওতে তিনি স্পষ্ট করেন, ওই বিয়েতে তিনি অতিথি ছিলেন। তাঁরা দূর সম্পর্কের কাজিন। তাঁর স্বামী খালার ভাগনে।
ফাধিয়া আরও বলেন, তাঁরা একে অপরকে চিনতেন না। কিন্তু ২০১৯ সালে তাঁরা একই পথের মোড়ে এসে মিলিত হন। ২০২০ সালে তাঁরা বিয়ে করেন। এর এক বছর পরে একটি সন্তানের জন্ম হয়।
২০১৯ সালে স্বামীর দ্বিতীয় বিয়ের অ্যালবাম পরীক্ষা করার সময় কাকতালীয় ঘটনাটি লক্ষ্য করেন ফাধিয়া। তাঁর মতে, ২০১১ সালে তাঁর স্বামী এবং তাঁর দ্বিতীয় স্ত্রীর বিবাহবিচ্ছেদের পেছনে তাঁর কোনো হাত ছিল না। ফাধিয়া তাঁর স্বামীর তৃতীয় স্ত্রী। প্রথম বিয়েতে একটি মাত্র সন্তান রয়েছে, দ্বিতীয়টিতে কোনো সন্তান নেই।
এই ঘটনা বর্ণনায় নেটিজেনরা চমকিত হয়েছেন। তবে অনেকে স্বামীর সঙ্গে বয়সের ব্যবধান নিয়ে খোঁচাও দিয়েছেন।
একজন মন্তব্যে লিখেছেন, ‘দেখুন, আপনার কাছে যত দিন টাকা থাকবে, ঠিক আছে, এমনকি বয়সের পার্থক্য ৩৮ বছর থাকলেও!’
দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৩ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
৬ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
৮ দিন আগেবিশ্বের সবচেয়ে ছোট হাতে তৈরি ভাস্কর্য হিসেবে নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল লেগো ব্রিক। এই ভাস্কর্য এতটাই ক্ষুদ্র যে এটি খালি চোখে দেখা সম্ভব নয়। গত বছর শেষের দিকে এটি তৈরি করেন মাইক্রো-আর্টিস্ট ডেভিড লিনডন। লেগো ব্রিকটির আকার মাত্র ০.০২৫১৭ মিলিমিটার × ০.০২১৮৪ মিলিমিটার, যা একটি শ্বেত রক্তকণিকার আকা
৯ দিন আগে