অনলাইন ডেস্ক
ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক দম্পতি বেশ ধুমধাম করে তাদের কুকুরের বিয়ে দিয়েছেন। অনুসরণ করেছে ভারতীয় বিয়ের অনুষ্ঠানের সকল রীতিনীতি। গায়েহলুদ থেকে শুরু করে, সাত পাক ঘোরা কোনোটাই বাদ যায়নি। দাওয়াত করা হয়েছিল ১ শতাধিক মানুষকে। তাঁরা এসেছিলেনও কুকুরের বিয়ের অনুষ্ঠানে। এমনই সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মর্দা কুকুরটির নাম শেরু। সেটির কনের নাম সুইটি। গুরগাঁওয়ের পালাম বিহার এক্সটেনশনের জিলে সিং কলোনির দুই দম্পতির দুই কুকুরের বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছে আজ সোমবার। সাত পাকেও ঘোরানো হয়েছে দুই কুকুরকে। বরযাত্রী হিসেবে প্রতিবেশীরাও এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে সুইটির মালিক সবিতা ওরফে রানি বলেন, ‘আমি প্রাণী পুষতে পছন্দ করি এবং আমরা দম্পতি হিসেবে পোষা প্রাণীর যত্ন নিতাম। আমার কোনো সন্তান নেই তাই সুইটিই আমাদের সন্তান। আমার স্বামী প্রায়ই মন্দিরে গিয়ে পশুদের খাওয়াতেন। একদিন একটি কুকুর তাঁকে অনুসরণ করে ৩ বছর আগে আমাদের কাছে এসেছিল। আমরা তাঁর নাম রেখেছি সুইটি। সবাই বলত সুইটির বিয়ে দেওয়া উচিত। আমরা এটি নিয়ে আলোচনা করেছি এবং অবশেষে মাত্র ৪ দিনের মধ্যে একটি প্রোগ্রাম তৈরি করা হয়েছিল। আমরা সমস্ত আচার পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ এএনাইয়ের সঙ্গে আলাপকালে সবিতা জানিয়েছেন, দুই কুকুরের জন্যই গায়েহলুদের অনুষ্ঠানও করা হয়েছিল। তিনি নিজের হাতে দেওয়া মেহেদিও দেখান প্রতিবেদককে।
এদিকে, শেরুর মালিক মনিতা বলেছেন, ‘গত আট বছর ধরে শেরু আমাদের সঙ্গে রয়েছে। আমরা সব সময় তার সঙ্গে আমাদের সন্তানের মতো আচরণ করেছি। আমরা আমাদের কুকুরের বিয়ে নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলাপ-আলোচনা করেছিলাম কিন্তু হঠাৎ করেই আমরা বিষয়টি নিয়ে সিরিয়াস হয়ে যাই।’
মনিতা আরও জানান, দুই কুকুরের মালিকেরাই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন এবং বিয়ের জন্য যা যা করণীয় তার সবকিছু করার প্রস্তুতি নিয়েছিল। তিনি বলেন, ‘আমরা ২৫টি কার্ড ছাপিয়ে ১০০ জনকে দাওয়াত করেছিলাম। এর মধ্যে অনেককেই অনলাইন দাওয়াত দেওয়া হয়েছিল।’
প্রতিবেশীরা শেরু এবং সুইটির বিয়ে নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছে এমন এক প্রশ্নের জবাবে মনিতা বলেন, ‘কিছু মানুষ এটা পছন্দ করেছে এবং কিছু মানুষ করেননি। তবে তা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। আমরা যা চেয়েছি কেবল তাই করে গিয়েছি।’ মনিতার কথার সূত্র ধরে সবিতা বলেন, ‘লোকেরা বলত যে পুলিশ আমাদের তুলে নিয়ে জেলে ঢোকাবে কিন্তু আমরা মাথা ঘামাই না। যেহেতু আমরা নিঃসন্তান দম্পতি এবং এটিই আমাদের একমাত্র সুখ তাই আজ আমার স্বামী এবং আমি সুইটির বিয়ে নিয়ে অনেক বেশি খুশি।’
ভারতের হরিয়ানা রাজ্যের গুরগাঁওয়ে এক দম্পতি বেশ ধুমধাম করে তাদের কুকুরের বিয়ে দিয়েছেন। অনুসরণ করেছে ভারতীয় বিয়ের অনুষ্ঠানের সকল রীতিনীতি। গায়েহলুদ থেকে শুরু করে, সাত পাক ঘোরা কোনোটাই বাদ যায়নি। দাওয়াত করা হয়েছিল ১ শতাধিক মানুষকে। তাঁরা এসেছিলেনও কুকুরের বিয়ের অনুষ্ঠানে। এমনই সংবাদ দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
মর্দা কুকুরটির নাম শেরু। সেটির কনের নাম সুইটি। গুরগাঁওয়ের পালাম বিহার এক্সটেনশনের জিলে সিং কলোনির দুই দম্পতির দুই কুকুরের বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছে আজ সোমবার। সাত পাকেও ঘোরানো হয়েছে দুই কুকুরকে। বরযাত্রী হিসেবে প্রতিবেশীরাও এসেছিলেন বিয়ের অনুষ্ঠানে।
ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপকালে সুইটির মালিক সবিতা ওরফে রানি বলেন, ‘আমি প্রাণী পুষতে পছন্দ করি এবং আমরা দম্পতি হিসেবে পোষা প্রাণীর যত্ন নিতাম। আমার কোনো সন্তান নেই তাই সুইটিই আমাদের সন্তান। আমার স্বামী প্রায়ই মন্দিরে গিয়ে পশুদের খাওয়াতেন। একদিন একটি কুকুর তাঁকে অনুসরণ করে ৩ বছর আগে আমাদের কাছে এসেছিল। আমরা তাঁর নাম রেখেছি সুইটি। সবাই বলত সুইটির বিয়ে দেওয়া উচিত। আমরা এটি নিয়ে আলোচনা করেছি এবং অবশেষে মাত্র ৪ দিনের মধ্যে একটি প্রোগ্রাম তৈরি করা হয়েছিল। আমরা সমস্ত আচার পালন করার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ এএনাইয়ের সঙ্গে আলাপকালে সবিতা জানিয়েছেন, দুই কুকুরের জন্যই গায়েহলুদের অনুষ্ঠানও করা হয়েছিল। তিনি নিজের হাতে দেওয়া মেহেদিও দেখান প্রতিবেদককে।
এদিকে, শেরুর মালিক মনিতা বলেছেন, ‘গত আট বছর ধরে শেরু আমাদের সঙ্গে রয়েছে। আমরা সব সময় তার সঙ্গে আমাদের সন্তানের মতো আচরণ করেছি। আমরা আমাদের কুকুরের বিয়ে নিয়ে প্রতিবেশীদের সঙ্গে আলাপ-আলোচনা করেছিলাম কিন্তু হঠাৎ করেই আমরা বিষয়টি নিয়ে সিরিয়াস হয়ে যাই।’
মনিতা আরও জানান, দুই কুকুরের মালিকেরাই বিষয়টি যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করেছেন এবং বিয়ের জন্য যা যা করণীয় তার সবকিছু করার প্রস্তুতি নিয়েছিল। তিনি বলেন, ‘আমরা ২৫টি কার্ড ছাপিয়ে ১০০ জনকে দাওয়াত করেছিলাম। এর মধ্যে অনেককেই অনলাইন দাওয়াত দেওয়া হয়েছিল।’
প্রতিবেশীরা শেরু এবং সুইটির বিয়ে নিয়ে কেমন প্রতিক্রিয়া দেখিয়েছে এমন এক প্রশ্নের জবাবে মনিতা বলেন, ‘কিছু মানুষ এটা পছন্দ করেছে এবং কিছু মানুষ করেননি। তবে তা নিয়ে আমরা মোটেও উদ্বিগ্ন নই। আমরা যা চেয়েছি কেবল তাই করে গিয়েছি।’ মনিতার কথার সূত্র ধরে সবিতা বলেন, ‘লোকেরা বলত যে পুলিশ আমাদের তুলে নিয়ে জেলে ঢোকাবে কিন্তু আমরা মাথা ঘামাই না। যেহেতু আমরা নিঃসন্তান দম্পতি এবং এটিই আমাদের একমাত্র সুখ তাই আজ আমার স্বামী এবং আমি সুইটির বিয়ে নিয়ে অনেক বেশি খুশি।’
৯১১-তে ফোন দিয়ে কত জরুরি প্রয়োজনেই তো সাহায্য চায় মানুষ। তাই বলে নিশ্চয় আশা করবেন না কেউ অঙ্ক মিলিয়ে দিতে বলবে। কিন্তু ৯১১-তে ফোন দিয়ে এ আবদারই করে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের ১০ বছরের এক বালক।
২ দিন আগেযুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ এক ফ্লাইটের যাত্রীরা অপর এক যাত্রীকে মাঝপথে চেপে ধরে হাত-পা টেপ দিয়ে আটকে দেন। অবশ্য ওই যাত্রীর বিরুদ্ধে অভিযোগ গুরুতর। তিনি উড়োজাহাজটি ৩০ হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় দরজা খুলে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।
২ দিন আগেবিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
৪ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
৪ দিন আগে