অনলাইন ডেস্ক
একটি সমুদ্রসৈকতের রং কেমন হতে পারে? যদি বলি সবুজ, তাহলে নিশ্চয় চমকে উঠবেন। সত্যি এমন সবুজ বালুর সৈকতের দেখা পাবেন মার্কিন মুলুকের হাওয়াই অঙ্গরাজ্যে।
হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের দক্ষিণ প্রান্তে আশ্চর্য সুন্দর এই সবুজ বালুর সৈকত বা গ্রিন স্যান্ড বিচের অবস্থান। সবুজ বালুর সৈকত পরিচিত নানা নামে। এর একটি পাপাকলেয়া সৈকত, অপরটি মাহানা বিচ। কলেয়া নামের একধরনের পাখিকে সৈকতের আশপাশে দেখা যাওয়ায় পাপাকলেয়া নাম পেয়েছে সৈকতটি, আর দ্বীপের সবুজ রঙের পেছনে যার মূল ভূমিকা, সেই মোচাকৃতি চূড়াটি থেকে এসেছে মাহানা বিচ নামটি।
বলা হয় পৃথিবীর চারটি সবুজ বালুর সৈকতের এটি একটি।
সৈকতের জলপাই সবুজ রঙের পেছনে আছে অলিভিন নামে আধা মূল্যবান একধরনের সবজে পাথর বা স্ফটিক। মাওনা লোয়া পর্বতের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত ৪৯ হাজার বছরের পুরোনো এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্টি হওয়া মোচাকৃতি চূড়া পুউ মাহানার ক্ষয়ের কারণে সৈকতের বালুতে অলিভিনের এই আধিক্য।
পুউ মাহানার চূড়াটি একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হয়েছে। আর এতে এই চূড়ায় উপস্থিত অলিভিন স্ফটিকগুলো ভেঙে গুঁড়া হয়ে যায় এবং তারপরে সাদা কোয়ার্টজ দানার সঙ্গে নিকটবর্তী উপকূলে জমা হয়। আর এটাই সৈকতের বালুকে সবুজ আভা দিয়েছে।
অলিভিন হাওয়াইয়ান লাভার একটি সাধারণ খনিজ উপাদান। ম্যাগমা ঠান্ডা হওয়ার ফল হিসেবে তৈরি হওয়া প্রথম স্ফটিকগুলোর মধ্যেও একটি এটি। অলিভিন সিলিকাসমৃদ্ধ একটি খনিজ, যাতে আয়রন ও ম্যাগনেশিয়ামও থাকে। অলিভিন স্থানীয়ভাবে ‘হাওয়াইয়ান হিরা’ নামেও পরিচিত।
অলিভিন কিন্তু সাধারণ বালুর স্ফটিকগুলোর তুলনায় ঘন ও শক্ত। তাই সৈকতে জমে থাকে এরা। যেখানে স্বাভাবিক আগ্নেয়গিরি সাধারণ বালু সমুদ্রে ভেসে যায়। যদিও এই অলিভিন স্ফটিকগুলোও শেষ পর্যন্ত ধুয়ে যায়। তবে আগ্নেয় পর্বতের ক্রমাগত ক্ষয় এখানে প্রতিনিয়ত আরও অলিভিনের সরবরাহ নিশ্চিত করে। অবশ্য একসময় এই সরবরাহ ফুরিয়ে যেতে পারে এবং তখন সৈকতটিকে আর দশটি সাধারণ সৈকতের মতোই দেখাবে।
গ্রিন স্যান্ড বিচ নাম পাওয়ার পেছনে থাকা এই সবুজ স্ফটিকের সঙ্গে লাভা থেকে আসা কালো বালু ও প্রবাল থেকে আসা সাদা বালু মিশে থাকে। এ কারণে জায়গাভেদে রঙের তারতম্য হয় এবং কোনো কোনো জায়গার বালু বেশি সবুজ বর্ণের হয়। যদি কখনো ওই সৈকতে যাওয়ার সুযোগ হয়, সবুজ বালু খুব কাছ থেকে দেখলে অন্য রকম এক সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন।
আগেই বলেছি, পাপাকলেয়া সৈকত বা গ্রিন স্যান্ড বিচ বিগ আইল্যান্ডের দক্ষিণ অংশে অবস্থিত। কোনা নামের একটি জায়গা থেকে হাইওয়ে ১১ ধরে রওনা দিয়ে একপর্যায়ে সাউথ পয়েন্টের দিকে মোড় ঘুরবেন। রাস্তা বিভক্ত না হওয়া পর্যন্ত সাউথ পয়েন্ট রোড ধরে গাড়ি চালাবেন। যখন পথটি দুটি শাখায় ভাগ হয়ে যায়, তখন ডান দিকেরটা সাউথ পয়েন্ট ক্লিফসে যাওয়ার পথ, আর বামেরটি আপনাকে নিয়ে যাবে সবুজ বালুর সমুদ্রসৈকতে।
পাপাকলেয়া সমুদ্রসৈকত দেখার সেরা সময় হলো দিনের প্রথম দিকে, অর্থাৎ রোদটা চড়তে শুরুর আগেই জায়গাটি ভ্রমণ করে আসা উত্তম। ভিড়ভাট্টা এড়াতে চাইলে ছুটির দিনটা এড়িয়ে চলুন।
কাজেই এমন সবুজ বালুর সৈকত দেখার সুযোগ হাতছাড়া করবেন না আশা করি। আর হাওয়াই যদি চলেই যান, কালো বালুর সৈকতসহ এখানকার বৈচিত্র্যময় সব সৈকত, মাওনা কিয়া পর্বত, জলপ্রপাতসহ দেখতে পারবেন অনেক কিছুই। তবে একটি সতর্কবাণী, এত সুন্দর সবুজ বালু দেখে স্মারক হিসেবে এর কিছুটা ভুলেও ব্যাগে বা পকেটে পুরে নিয়ে আসার কথা ভাববেন না যেন! কারণ, হাওয়াইয়ের সৈকতগুলো থেকে বালু নেওয়া নিষিদ্ধ।
সূত্র: লাভ বিগ আইল্যান্ড ডটকম, টাইমস অব ইন্ডিয়া, অ্যাকুয়ারিয়াস ট্রাভেলার ডটকম, হাওয়াই ডটকম।
একটি সমুদ্রসৈকতের রং কেমন হতে পারে? যদি বলি সবুজ, তাহলে নিশ্চয় চমকে উঠবেন। সত্যি এমন সবুজ বালুর সৈকতের দেখা পাবেন মার্কিন মুলুকের হাওয়াই অঙ্গরাজ্যে।
হাওয়াইয়ের বিগ আইল্যান্ডের দক্ষিণ প্রান্তে আশ্চর্য সুন্দর এই সবুজ বালুর সৈকত বা গ্রিন স্যান্ড বিচের অবস্থান। সবুজ বালুর সৈকত পরিচিত নানা নামে। এর একটি পাপাকলেয়া সৈকত, অপরটি মাহানা বিচ। কলেয়া নামের একধরনের পাখিকে সৈকতের আশপাশে দেখা যাওয়ায় পাপাকলেয়া নাম পেয়েছে সৈকতটি, আর দ্বীপের সবুজ রঙের পেছনে যার মূল ভূমিকা, সেই মোচাকৃতি চূড়াটি থেকে এসেছে মাহানা বিচ নামটি।
বলা হয় পৃথিবীর চারটি সবুজ বালুর সৈকতের এটি একটি।
সৈকতের জলপাই সবুজ রঙের পেছনে আছে অলিভিন নামে আধা মূল্যবান একধরনের সবজে পাথর বা স্ফটিক। মাওনা লোয়া পর্বতের দক্ষিণ-পশ্চিম অংশে অবস্থিত ৪৯ হাজার বছরের পুরোনো এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে সৃষ্টি হওয়া মোচাকৃতি চূড়া পুউ মাহানার ক্ষয়ের কারণে সৈকতের বালুতে অলিভিনের এই আধিক্য।
পুউ মাহানার চূড়াটি একটু একটু করে ক্ষয়প্রাপ্ত হয়েছে। আর এতে এই চূড়ায় উপস্থিত অলিভিন স্ফটিকগুলো ভেঙে গুঁড়া হয়ে যায় এবং তারপরে সাদা কোয়ার্টজ দানার সঙ্গে নিকটবর্তী উপকূলে জমা হয়। আর এটাই সৈকতের বালুকে সবুজ আভা দিয়েছে।
অলিভিন হাওয়াইয়ান লাভার একটি সাধারণ খনিজ উপাদান। ম্যাগমা ঠান্ডা হওয়ার ফল হিসেবে তৈরি হওয়া প্রথম স্ফটিকগুলোর মধ্যেও একটি এটি। অলিভিন সিলিকাসমৃদ্ধ একটি খনিজ, যাতে আয়রন ও ম্যাগনেশিয়ামও থাকে। অলিভিন স্থানীয়ভাবে ‘হাওয়াইয়ান হিরা’ নামেও পরিচিত।
অলিভিন কিন্তু সাধারণ বালুর স্ফটিকগুলোর তুলনায় ঘন ও শক্ত। তাই সৈকতে জমে থাকে এরা। যেখানে স্বাভাবিক আগ্নেয়গিরি সাধারণ বালু সমুদ্রে ভেসে যায়। যদিও এই অলিভিন স্ফটিকগুলোও শেষ পর্যন্ত ধুয়ে যায়। তবে আগ্নেয় পর্বতের ক্রমাগত ক্ষয় এখানে প্রতিনিয়ত আরও অলিভিনের সরবরাহ নিশ্চিত করে। অবশ্য একসময় এই সরবরাহ ফুরিয়ে যেতে পারে এবং তখন সৈকতটিকে আর দশটি সাধারণ সৈকতের মতোই দেখাবে।
গ্রিন স্যান্ড বিচ নাম পাওয়ার পেছনে থাকা এই সবুজ স্ফটিকের সঙ্গে লাভা থেকে আসা কালো বালু ও প্রবাল থেকে আসা সাদা বালু মিশে থাকে। এ কারণে জায়গাভেদে রঙের তারতম্য হয় এবং কোনো কোনো জায়গার বালু বেশি সবুজ বর্ণের হয়। যদি কখনো ওই সৈকতে যাওয়ার সুযোগ হয়, সবুজ বালু খুব কাছ থেকে দেখলে অন্য রকম এক সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন।
আগেই বলেছি, পাপাকলেয়া সৈকত বা গ্রিন স্যান্ড বিচ বিগ আইল্যান্ডের দক্ষিণ অংশে অবস্থিত। কোনা নামের একটি জায়গা থেকে হাইওয়ে ১১ ধরে রওনা দিয়ে একপর্যায়ে সাউথ পয়েন্টের দিকে মোড় ঘুরবেন। রাস্তা বিভক্ত না হওয়া পর্যন্ত সাউথ পয়েন্ট রোড ধরে গাড়ি চালাবেন। যখন পথটি দুটি শাখায় ভাগ হয়ে যায়, তখন ডান দিকেরটা সাউথ পয়েন্ট ক্লিফসে যাওয়ার পথ, আর বামেরটি আপনাকে নিয়ে যাবে সবুজ বালুর সমুদ্রসৈকতে।
পাপাকলেয়া সমুদ্রসৈকত দেখার সেরা সময় হলো দিনের প্রথম দিকে, অর্থাৎ রোদটা চড়তে শুরুর আগেই জায়গাটি ভ্রমণ করে আসা উত্তম। ভিড়ভাট্টা এড়াতে চাইলে ছুটির দিনটা এড়িয়ে চলুন।
কাজেই এমন সবুজ বালুর সৈকত দেখার সুযোগ হাতছাড়া করবেন না আশা করি। আর হাওয়াই যদি চলেই যান, কালো বালুর সৈকতসহ এখানকার বৈচিত্র্যময় সব সৈকত, মাওনা কিয়া পর্বত, জলপ্রপাতসহ দেখতে পারবেন অনেক কিছুই। তবে একটি সতর্কবাণী, এত সুন্দর সবুজ বালু দেখে স্মারক হিসেবে এর কিছুটা ভুলেও ব্যাগে বা পকেটে পুরে নিয়ে আসার কথা ভাববেন না যেন! কারণ, হাওয়াইয়ের সৈকতগুলো থেকে বালু নেওয়া নিষিদ্ধ।
সূত্র: লাভ বিগ আইল্যান্ড ডটকম, টাইমস অব ইন্ডিয়া, অ্যাকুয়ারিয়াস ট্রাভেলার ডটকম, হাওয়াই ডটকম।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪