অনলাইন ডেস্ক
নিউইয়র্কে ট্রেনে অস্বাভাবিক এক কাণ্ড হয়েছে। ভিডিও ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায় নিউইয়র্ক সিটি সাবওয়ে বা পাতাল রেলে ভ্রমণ করা এক ব্যক্তি অপর এক যাত্রী তাঁর কাঁধে ঘুমিয়ে পড়ায় ক্ষিপ্ত হয়ে যান। একপর্যায়ে ওই যাত্রীকে কনুই দিয়ে আঘাত করলে অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় ট্রেনে উত্তেজনাকর এক পরিস্থিতি সৃষ্টি হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের সূত্রে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে গত মঙ্গলবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একজন যাত্রী তাঁর পাশে বসা অপর এক যাত্রীর সঙ্গে তাঁর কাঁধে ঘুমিয়ে পড়ায় রাগারাগি করছেন। তখন সদ্য ঘুম ভাঙা ওই যাত্রী মৃদু স্বরে কিছু একটা উত্তর দেওয়ার চেষ্টা করেন। এ সময় অপর ব্যক্তিটি আরও উত্তেজিত হয়ে তাঁর মুখে কনুই দিয়ে কয়েকবার আঘাত করেন। এতে কাঁধে ঘুমিয়ে পড়েছিলেন যে যাত্রীটি, তিনি কয়েক সেকেন্ডের জন্য অচেতন হয়ে পড়েন।
কিছুক্ষণের মধ্যে অপর এক যাত্রী, যিনি সম্ভবত আক্রমণের শিকার ব্যক্তির বন্ধু, লাফিয়ে উত্তেজিত অপর যাত্রীকে ঘুষি মারেন। এমন উত্তেজনাকর পরিস্থিতি কয়েক মিনিট স্থায়ী হয়। এ সময় আশপাশে বসা অন্য যাত্রীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, ভোর সাড়ে ৫টার দিকে উত্তরের দিকে যাওয়া এক ট্রেনে ঘটনাটি ঘটে। নিজেকে কুশন হিসেবে ব্যবহার করার জন্য উত্তেজিত যাত্রীটি স্প্যানিশ এবং ইংরেজি উভয় ভাষায় চিৎকার করেছিলেন ২৭ বছর বয়সী অপর যাত্রীর উদ্দেশ্যে।
পুলিশ জানিয়েছি, লড়াইটি খুব বেশি সময় স্থায়ী হয়নি। কারণ ট্রেনটি টিউব সিস্টেমে প্রবেশ করায় আক্রান্ত ব্যক্তি এবং অন্য যাত্রীরা নেমে পড়েন। তবে আক্রমণকারী ট্রেনে ভ্রমণ চালিয়ে যান।
আক্রান্ত ব্যক্তি অবশ্য কোনো চিকিৎসাসহায়তা নিতে অস্বীকার করেন। হামলাকারীর বিরুদ্ধে একটি হামলার অভিযোগ দাখিল করা হয়েছে এবং পুলিশ এখনো তাকে খুঁজছে।
নিউইয়র্কে ট্রেনে অস্বাভাবিক এক কাণ্ড হয়েছে। ভিডিও ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায় নিউইয়র্ক সিটি সাবওয়ে বা পাতাল রেলে ভ্রমণ করা এক ব্যক্তি অপর এক যাত্রী তাঁর কাঁধে ঘুমিয়ে পড়ায় ক্ষিপ্ত হয়ে যান। একপর্যায়ে ওই যাত্রীকে কনুই দিয়ে আঘাত করলে অল্প সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ সময় ট্রেনে উত্তেজনাকর এক পরিস্থিতি সৃষ্টি হয়। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনের সূত্রে বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
এদিকে গত মঙ্গলবারের এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, একজন যাত্রী তাঁর পাশে বসা অপর এক যাত্রীর সঙ্গে তাঁর কাঁধে ঘুমিয়ে পড়ায় রাগারাগি করছেন। তখন সদ্য ঘুম ভাঙা ওই যাত্রী মৃদু স্বরে কিছু একটা উত্তর দেওয়ার চেষ্টা করেন। এ সময় অপর ব্যক্তিটি আরও উত্তেজিত হয়ে তাঁর মুখে কনুই দিয়ে কয়েকবার আঘাত করেন। এতে কাঁধে ঘুমিয়ে পড়েছিলেন যে যাত্রীটি, তিনি কয়েক সেকেন্ডের জন্য অচেতন হয়ে পড়েন।
কিছুক্ষণের মধ্যে অপর এক যাত্রী, যিনি সম্ভবত আক্রমণের শিকার ব্যক্তির বন্ধু, লাফিয়ে উত্তেজিত অপর যাত্রীকে ঘুষি মারেন। এমন উত্তেজনাকর পরিস্থিতি কয়েক মিনিট স্থায়ী হয়। এ সময় আশপাশে বসা অন্য যাত্রীরা দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।
কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসারে, ভোর সাড়ে ৫টার দিকে উত্তরের দিকে যাওয়া এক ট্রেনে ঘটনাটি ঘটে। নিজেকে কুশন হিসেবে ব্যবহার করার জন্য উত্তেজিত যাত্রীটি স্প্যানিশ এবং ইংরেজি উভয় ভাষায় চিৎকার করেছিলেন ২৭ বছর বয়সী অপর যাত্রীর উদ্দেশ্যে।
পুলিশ জানিয়েছি, লড়াইটি খুব বেশি সময় স্থায়ী হয়নি। কারণ ট্রেনটি টিউব সিস্টেমে প্রবেশ করায় আক্রান্ত ব্যক্তি এবং অন্য যাত্রীরা নেমে পড়েন। তবে আক্রমণকারী ট্রেনে ভ্রমণ চালিয়ে যান।
আক্রান্ত ব্যক্তি অবশ্য কোনো চিকিৎসাসহায়তা নিতে অস্বীকার করেন। হামলাকারীর বিরুদ্ধে একটি হামলার অভিযোগ দাখিল করা হয়েছে এবং পুলিশ এখনো তাকে খুঁজছে।
এক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৩ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৭ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
১০ দিন আগেচুরি করা এটিএম কার্ড নিয়ে লটারির টিকিট কেনেন দুই চোর। স্ক্র্যাচ-অফ লটারি টিকিটটিতে তাঁরা পেয়ে যান ৫ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৩৬ লাখ টাকা)। টাকা খুশি হলেও সেই টাকা তোলা নিয়েই বিপদ তাদের। এদিকে এটিএম কার্ডের মালিক খুঁজছেন তাঁদের। চাইছেন টাকার ভাগ। এমনই ঘটনা ঘটেছে ফ্রান্সে।
১২ দিন আগে