অনলাইন ডেস্ক
ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এতে চমৎকার সময় কাটার পাশাপাশি মগজটাও ঝালাই করা হয়ে যায়। তাই এখন থেকে নিয়মিত পাঠকদের জন্য নানা ধরনের ধাঁধা উপহার দেব আমরা। এর মধ্যে থাকবে লজিক ধাঁধা, গণিতের ধাঁধা, লোকধাঁধাসহ নানা ধরনের ধাঁধা। আজ প্রথম কিস্তিতে থাকছে চারটি ধাঁধা। উত্তর পাবেন লেখার শেষে।
লিফট রহস্য
একজন লোক কোনো একটি দালানের ১১ তলায় থাকেন। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তিনি লিফটের বোতাম চেপে এক তলায় নেমে যান। সন্ধ্যায় যখন ফেরেন, তখন যদি বৃষ্টির দিন হয় কিংবা লিফটে অন্য কেউ থাকেন, তবে সরাসরি যে তলায় থাকেন সেখানে, মানে ১১ তলাতেই ওঠেন। কিন্তু বৃষ্টি না হলে এবং একা থাকলে লিফটের ৭ নম্বর বোতাম চাপেন, অর্থাৎ আট তলায় নেমে যান। বাকি তিনটি তলা হেঁটে ওঠেন। তাঁর এমন আচরণের রহস্য কী?
কয়টি হাঁস
কয়েকটি হাঁস একটির পেছনে একটি চলছে। একটি হাঁসের সামনে দুটি হাঁস, একটি হাঁসের পেছনে দুটি হাঁস। আর মাঝখানে একটি হাঁস। বলুন তো মোট হাঁসের সংখ্যা কত?
শিক্ষার্থী সংখ্যা কত
কোনো এক স্কুলের পঞ্চম শ্রেণির একটি শাখার শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে আপনাকে। এখানে জানিয়ে রাখছি, এখন প্রতি বেঞ্চে যত জন করে বসছে, চারটি বেঞ্চ বেশি থাকলে একজন কম বসলেই চলত।
সত্যি ও মিথ্যা
হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় চলে এসেছেন যেখান থেকে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। একটি গেছে ‘সত্যি’ শহরের দিকে, যেখানে সবাই সত্যি কথা বলে। অপর পথটি গেছে ‘মিথ্যা’ শহরের দিকে, যেখানে সবাই মিথ্যা কথা বলে। দুই রাস্তার সংযোগস্থলে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার জানা নেই সে কোন শহরের বাসিন্দা। এখন ‘সত্যি’ শহরের রাস্তা কোনটি বোঝার জন্য তাকে কী প্রশ্ন করবেন?
উত্তর:
লিফট রহস্য
লোকটির উচ্চতা একটু কম। লিফটের ওপরের দিকের বাটন তিনি নাগাল পান না। তবে অন্য কেউ থাকলে তাকে দিয়ে চাপাতে পারেন কিংবা বৃষ্টির দিনে ছাতা দিয়ে চাপ দিতে পারেন।
শিক্ষার্থীর সংখ্যা কত
৪৮
কয়টি হাঁস
তিনটি। সামনের হাঁসটির পেছনে দুটি হাঁস, পেছনের হাঁসটির সামনে দুটি হাঁস। আর তিনটি হাঁসের মাঝখানে একটি হাঁস।
সত্য ও মিথ্যা
আপনি কোন দিকে থাকেন? যে শহরের লোকেরা মিথ্যা বলে সে অবশ্যই উল্টো দিকে অর্থাৎ ‘সত্যি’ শহরের দিক দেখিয়ে দেবে। অপর দিকে সত্যি বলে যে শহরের মানুষ, লোকটি যদি সেখানকার বাসিন্দা হয় তাহলে অবশ্যই ঠিক পথই দেখিয়ে দেবে।
ধাঁধা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। এতে চমৎকার সময় কাটার পাশাপাশি মগজটাও ঝালাই করা হয়ে যায়। তাই এখন থেকে নিয়মিত পাঠকদের জন্য নানা ধরনের ধাঁধা উপহার দেব আমরা। এর মধ্যে থাকবে লজিক ধাঁধা, গণিতের ধাঁধা, লোকধাঁধাসহ নানা ধরনের ধাঁধা। আজ প্রথম কিস্তিতে থাকছে চারটি ধাঁধা। উত্তর পাবেন লেখার শেষে।
লিফট রহস্য
একজন লোক কোনো একটি দালানের ১১ তলায় থাকেন। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার সময় তিনি লিফটের বোতাম চেপে এক তলায় নেমে যান। সন্ধ্যায় যখন ফেরেন, তখন যদি বৃষ্টির দিন হয় কিংবা লিফটে অন্য কেউ থাকেন, তবে সরাসরি যে তলায় থাকেন সেখানে, মানে ১১ তলাতেই ওঠেন। কিন্তু বৃষ্টি না হলে এবং একা থাকলে লিফটের ৭ নম্বর বোতাম চাপেন, অর্থাৎ আট তলায় নেমে যান। বাকি তিনটি তলা হেঁটে ওঠেন। তাঁর এমন আচরণের রহস্য কী?
কয়টি হাঁস
কয়েকটি হাঁস একটির পেছনে একটি চলছে। একটি হাঁসের সামনে দুটি হাঁস, একটি হাঁসের পেছনে দুটি হাঁস। আর মাঝখানে একটি হাঁস। বলুন তো মোট হাঁসের সংখ্যা কত?
শিক্ষার্থী সংখ্যা কত
কোনো এক স্কুলের পঞ্চম শ্রেণির একটি শাখার শিক্ষার্থীর সংখ্যা বের করতে হবে আপনাকে। এখানে জানিয়ে রাখছি, এখন প্রতি বেঞ্চে যত জন করে বসছে, চারটি বেঞ্চ বেশি থাকলে একজন কম বসলেই চলত।
সত্যি ও মিথ্যা
হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় চলে এসেছেন যেখান থেকে দুটি রাস্তা দুই দিকে চলে গেছে। একটি গেছে ‘সত্যি’ শহরের দিকে, যেখানে সবাই সত্যি কথা বলে। অপর পথটি গেছে ‘মিথ্যা’ শহরের দিকে, যেখানে সবাই মিথ্যা কথা বলে। দুই রাস্তার সংযোগস্থলে একজন মানুষ দাঁড়িয়ে আছে। কিন্তু আপনার জানা নেই সে কোন শহরের বাসিন্দা। এখন ‘সত্যি’ শহরের রাস্তা কোনটি বোঝার জন্য তাকে কী প্রশ্ন করবেন?
উত্তর:
লিফট রহস্য
লোকটির উচ্চতা একটু কম। লিফটের ওপরের দিকের বাটন তিনি নাগাল পান না। তবে অন্য কেউ থাকলে তাকে দিয়ে চাপাতে পারেন কিংবা বৃষ্টির দিনে ছাতা দিয়ে চাপ দিতে পারেন।
শিক্ষার্থীর সংখ্যা কত
৪৮
কয়টি হাঁস
তিনটি। সামনের হাঁসটির পেছনে দুটি হাঁস, পেছনের হাঁসটির সামনে দুটি হাঁস। আর তিনটি হাঁসের মাঝখানে একটি হাঁস।
সত্য ও মিথ্যা
আপনি কোন দিকে থাকেন? যে শহরের লোকেরা মিথ্যা বলে সে অবশ্যই উল্টো দিকে অর্থাৎ ‘সত্যি’ শহরের দিক দেখিয়ে দেবে। অপর দিকে সত্যি বলে যে শহরের মানুষ, লোকটি যদি সেখানকার বাসিন্দা হয় তাহলে অবশ্যই ঠিক পথই দেখিয়ে দেবে।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৭ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪