অনলাইন ডেস্ক
পশুপ্রেমীদের জন্য দারুণ খবর। ঘরে থাকা পোষ্যটির জন্য সঙ্গী খুঁজতে এখন আর খুব একটা বেগ পেতে হবে না। যদিও এই সুযোগ আমেরিকান কুকুর-বিড়ালপ্রেমীদের জন্য।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পশুপ্রেমীদের সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে খোলা হয়েছে ডেটিং সাইট। ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের উদ্যোগে তৈরি এই সাইটের নাম দেওয়া হয়েছে ‘টেন্ডার’। সাইটটিতে ঢুকলে একদল কুকুর এবং বিড়ালের দেখা মিলবে। আর কাউকে পছন্দ হলে শুধু ডান দিকে ‘সোয়াইপ’ করতে হবে।
ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের অফিস এই ওয়েবসাইটটি এনেছে। বিভিন্ন গৃহহীন কুকুর-বিড়ালকে স্থায়ী ঠিকানা দিতে এবং তাদের জন্য ভালো মালিক খুঁজে পাওয়াই এর লক্ষ্য। এই সাইট থেকে নিজের পছন্দের পোষ্যকে দত্তক নেওয়া যাবে। আর কুকুর-বিড়ালরা পাবে একজন ভালো মালিক এবং সঙ্গী।
কাউন্টি শেরিফের অফিস এক ফেসবুক পোস্টে জানায়, প্রতি সপ্তাহে ব্রেভার্ড অ্যানিম্যাল কেয়ার সেন্টারে থাকা একটি গৃহহীন কুকুর বা বিড়ালের ছবি সম্ভাব্য পরিবারগুলোর জন্য স্পটলাইটে রাখা হবে। পছন্দ হলে ডান দিকে সোয়াইপ করলেই হবে। এই সাইটটি আসলে গৃহহীন কুকুর-বিড়ালের একজন বন্ধু এবং একটা স্থায়ী ঘর খুঁজে বের করার জন্য।
এরই মধ্যে প্রশংসায় ভাসছে ব্রেভার্ড কাউন্টি শেরিফর অফিস। ‘টেন্ডার’ সাইটের খবর-সংবলিত ফেসবুক পোস্টে হাজার হাজার মানুষ লাইক দিচ্ছে এবং নতুন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে।
পশুপ্রেমীদের জন্য দারুণ খবর। ঘরে থাকা পোষ্যটির জন্য সঙ্গী খুঁজতে এখন আর খুব একটা বেগ পেতে হবে না। যদিও এই সুযোগ আমেরিকান কুকুর-বিড়ালপ্রেমীদের জন্য।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, পশুপ্রেমীদের সহায়তা দিতে যুক্তরাষ্ট্রে খোলা হয়েছে ডেটিং সাইট। ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের উদ্যোগে তৈরি এই সাইটের নাম দেওয়া হয়েছে ‘টেন্ডার’। সাইটটিতে ঢুকলে একদল কুকুর এবং বিড়ালের দেখা মিলবে। আর কাউকে পছন্দ হলে শুধু ডান দিকে ‘সোয়াইপ’ করতে হবে।
ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টি শেরিফের অফিস এই ওয়েবসাইটটি এনেছে। বিভিন্ন গৃহহীন কুকুর-বিড়ালকে স্থায়ী ঠিকানা দিতে এবং তাদের জন্য ভালো মালিক খুঁজে পাওয়াই এর লক্ষ্য। এই সাইট থেকে নিজের পছন্দের পোষ্যকে দত্তক নেওয়া যাবে। আর কুকুর-বিড়ালরা পাবে একজন ভালো মালিক এবং সঙ্গী।
কাউন্টি শেরিফের অফিস এক ফেসবুক পোস্টে জানায়, প্রতি সপ্তাহে ব্রেভার্ড অ্যানিম্যাল কেয়ার সেন্টারে থাকা একটি গৃহহীন কুকুর বা বিড়ালের ছবি সম্ভাব্য পরিবারগুলোর জন্য স্পটলাইটে রাখা হবে। পছন্দ হলে ডান দিকে সোয়াইপ করলেই হবে। এই সাইটটি আসলে গৃহহীন কুকুর-বিড়ালের একজন বন্ধু এবং একটা স্থায়ী ঘর খুঁজে বের করার জন্য।
এরই মধ্যে প্রশংসায় ভাসছে ব্রেভার্ড কাউন্টি শেরিফর অফিস। ‘টেন্ডার’ সাইটের খবর-সংবলিত ফেসবুক পোস্টে হাজার হাজার মানুষ লাইক দিচ্ছে এবং নতুন এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছে।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে