লটারিতে ৫ লাখ পাউন্ড জিতলেন পিৎজা ডেলিভারিম্যান

অনলাইন ডেস্ক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৪, ১৪: ৩৬
আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৫: ৫৯

কেউ যদি নিজের বার্ষিক বেতনের ২০ গুণের চেয়ে বেশি অর্থ লটারিতে জিতে যান, কেমন হবে বলুন তো! এমনটাই ঘটেছে যুক্তরাজ্যের এক ব্যক্তির বেলায়। এই সৌভাগ্যবান মানুষটি গাড়িতে করে পিৎজা ডেলিভারি দেওয়া মারিয়াস প্রেদা। লটারিতে তিনি জিতেছেন পাঁচ লাখ পাউন্ড বা সাত কোটি টাকা। অবশ্য হঠাৎ বড়লোক হয়ে যাওয়ার পরও চাকরি না ছাড়ার কথা জানিয়েছেন তিনি।

এসব তথ্য জানা যায় ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর এক প্রতিবেদনে। 

স্ট্যাফোর্ডশায়ারের ট্যামওয়র্থে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাস করেন প্রেদা। পিৎজার রেস্তোরাঁ চেইন পাপা জনসে ঘণ্টায় ১২ পাউন্ড বেতনে চাকরি করেন তিনি। গত মাসে বেস্ট অব দ্য বেস্ট (বিওটিবি) নামের লটারিতে পাঁচ লাখ পাউন্ড জিতেন তিনি।

হঠাৎ পাওয়া এই অর্থ দিয়ে কী করবেন এটা জানতে চাইলে মারিয়াস প্রেদা বলেন, ‘আমি এটি নিয়ে ভাবতে কিছুটা সময় নিতে যাচ্ছি। তবে একটি নতুন বাড়ি কিনতে এবং কোথাও বেড়াতে যেতে পারলে ভালো লাগবে।’ রোমানিয়ায় যাওয়ার ইচ্ছা আছে বলেও জানান তিনি। ২০১৯ সালে সেখান থেকেই যুক্তরাজ্যে আসেন তিনি।

তবে মারিয়াসের পিৎজা ডেলিভারির কাজ ছেড়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এখান থেকে সপ্তাহে প্রায় ৪৮০ পাউন্ড এবং বছরে ২৪ হাজার ৯৬০ পাউন্ড আয় করেন তিনি। এমনকি লটারি জেতার পরের দিনও কাজে যোগ দেন তিনি।

তিনি বলেন, ‘আমি লটারিটা জিতে খুব খুব আনন্দিত। বলা চলে আবেগে ভাসছি।’ এই পরিমাণ অর্থ জেতা জীবন বদলে দেওয়া একটি বিষয় বলেও মন্তব্য করেন মারিয়াস।

স্ট্যাফোর্ডশায়ারের ট্যামওয়র্থে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাস করেন প্রেদা। ছবি: বিওটিবির সৌজন্যেমারিয়াসের ব্যাংক অ্যাকাউন্টে এ খন যে পাঁচ লাখ পাউন্ড রয়েছে তা বিওটিবির দেওয়া সবচেয়ে বড় নগদ পুরস্কার। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রথম ধাপে একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। বিওটিবির একজন মুখপাত্র বলেন, ‘মারিয়াস প্রায় চার বছর ধরে পিৎজা ডেলিভারি ড্রাইভার হিসেবে কাজ করছেন। পুরস্কার জেতার পরের দিন কাজে ফেরেন তিনি। নিজের এবং পরিবারের জন্য একটি নতুন বাড়িতে অর্থ ব্যয় করার পরিকল্পনা করছেন এখন।’

বিওটিবির উপস্থাপক ক্রিশ্চিয়ান উইলিয়ামস বলেন, ‘আমাদের সর্বকালের সবচেয়ে বড় প্রতিযোগিতায় এই আশ্চর্যজনক নগদ পুরস্কার জেতার জন্য মারিয়াসকে অভিনন্দন। আমরা সব সময় লোকদের কিছু চমৎকার পুরস্কার জেতার সুযোগ করে দেওয়ার নতুন উপায় খুঁজি। আর এভাবে মারিয়াসকে চমকে দিতে পারাটা দারুণ ছিল।’

‘আমি জানি এই মুহূর্তে অনেক লোকের জন্য সময়টি কতটা কঠিন যাচ্ছে এবং পাঁচ লাখ পাউন্ড একটি জীবন বদলে দেওয়া অর্থ। এটি যেকোনো ডেলিভারি ড্রাইভারের পাওয়া সেরা টিপস হতে পারে।’ বলেন উইলিয়ামস। 

১ পাউন্ড‍= ১৪০ টাকা

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন জাতিকে উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত