ল-র-ব-য-হ ডেস্ক
শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার, বলি কি সারা বিশ্বের কিংবদন্তি লেগ স্পিনার। শুক্ররা রড মার্শের মৃত্যুতে শোক জানিয়ে নিজেই শোকের বিষয় হয়ে গেলেন। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই ক্রিকেটার মাত্র ৫২ বছর বয়েসে পাড়ি জমালেন ওপারে। শেন ওয়ার্নের আত্মজীবনী ‘নো স্পিন’। তাঁর কথার স্পিন বা ঘূর্ণিও কম ছিল না। সেরকমই কিছু স্পিন নিয়েই এই আয়োজন।
১. কেবল অনুশোচনা করেই আপনি আপনার জীবন কাটাতে পারবেন না।
২. আমি সব সময়ই দ্রুত হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি।
৩. সব সময়ই কেউ না কেউ আপনাকে অনুসরণ করছে—এমন অবস্থার সঙ্গে জীবন কাটানো সত্যিই কঠিন।
৪. কারও প্রেমে পড়া সব সময়ই চমৎকার একটি অনুভূতি।
৫. এক সময় আমার মনে হতো—আমি খুব এটা ভালো ক্রিকেটার নই। ফলে ক্রিকেট জীবনে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত।
৬. ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারে বেলায় তাঁদের উইকেট নেওয়ার চেয়ে বন্ধু হয়ে তাঁদের মুখে হাসি ফোটাতেই ভালো লাগে।
৭. হাল ছেড়ো; স্রেফ কখনোই হাল ছেড়ো না।
৮. আমার কাছে ক্রিকেট স্রেফ একটি খেলাই। সুতরাং, খেলেন এবং উপভোগ করেন।
৯. স্পিন বোলিংয়ের আর্ট হলো—ব্যাটসম্যানকে ভাবতে বাধ্য করা যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে।
শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার, বলি কি সারা বিশ্বের কিংবদন্তি লেগ স্পিনার। শুক্ররা রড মার্শের মৃত্যুতে শোক জানিয়ে নিজেই শোকের বিষয় হয়ে গেলেন। ১৯৬৯ সালের ১৩ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই ক্রিকেটার মাত্র ৫২ বছর বয়েসে পাড়ি জমালেন ওপারে। শেন ওয়ার্নের আত্মজীবনী ‘নো স্পিন’। তাঁর কথার স্পিন বা ঘূর্ণিও কম ছিল না। সেরকমই কিছু স্পিন নিয়েই এই আয়োজন।
১. কেবল অনুশোচনা করেই আপনি আপনার জীবন কাটাতে পারবেন না।
২. আমি সব সময়ই দ্রুত হতাশা কাটিয়ে ওঠার চেষ্টা করেছি।
৩. সব সময়ই কেউ না কেউ আপনাকে অনুসরণ করছে—এমন অবস্থার সঙ্গে জীবন কাটানো সত্যিই কঠিন।
৪. কারও প্রেমে পড়া সব সময়ই চমৎকার একটি অনুভূতি।
৫. এক সময় আমার মনে হতো—আমি খুব এটা ভালো ক্রিকেটার নই। ফলে ক্রিকেট জীবনে আমি যা অর্জন করেছি তা নিয়ে আমি গর্বিত।
৬. ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারে বেলায় তাঁদের উইকেট নেওয়ার চেয়ে বন্ধু হয়ে তাঁদের মুখে হাসি ফোটাতেই ভালো লাগে।
৭. হাল ছেড়ো; স্রেফ কখনোই হাল ছেড়ো না।
৮. আমার কাছে ক্রিকেট স্রেফ একটি খেলাই। সুতরাং, খেলেন এবং উপভোগ করেন।
৯. স্পিন বোলিংয়ের আর্ট হলো—ব্যাটসম্যানকে ভাবতে বাধ্য করা যে বিশেষ কিছু ঘটতে যাচ্ছে।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
২ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
৩ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে