অনলাইন ডেস্ক
জবাই করার জন্য প্রায় এক হাজার বিড়াল নিয়ে কসাইখানার দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেই ট্রাককে আটক করেছে চীনা পুলিশ। তাঁরা জানিয়েছে, মূলত বিড়ালের মাংসকে পর্ক বা মাটন হিসেবে বিক্রি করার লক্ষ্যেই বিড়ালগুলোকে কসাইখানায় নেওয়া হচ্ছিল। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি মাসের শুরুর দিকে প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা একটি সংস্থার কাছ থেকে খবর পেয়ে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংশুর ঝ্যাংজিয়াগ্যাংয়ের পুলিশ কর্মকর্তারা ওই ট্রাকটি আটক করে। পুলিশ জানিয়েছে, এই বিড়ালগুলোকে হত্যা করার পর হয়তো দেশের দক্ষিণাঞ্চলে পাঠানো হতো এবং সেখানে সেগুলোকে পর্ক বা মাটন হিসেবে বিক্রি করা হতো।
এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি। পাশাপাশি বিড়ালগুলো বেওয়ারাশি নাকি পালিত সে বিষয়েও কোনো তথ্য দেয়নি চীনা কর্তৃপক্ষ। তবে পুলিশ জানিয়েছে, বিড়ালগুলোকে নিকটস্থ একটি বিড়াল আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে এবং এই চালানটি ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে অন্তত ২০ হাজার ৫০০ ডলারের সমপরিমাণ চোরাচালান বাঁচানো গিয়েছে।
চীনা সংবাদমাধ্যম দ্য পেপারের প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোরস্থানের কাছে থামানো একটি ট্রাকের ভেতরে থাকা কাঠের বাক্স থেকে তাঁরা একসঙ্গে অনেকগুলো বেড়ালের ডাক শুনতে পান। তাঁরা টানা ছয় দিন ধরে ট্রাকটিকে অনুসরণ করেন। পরে ট্রাকটি থেকে যখন বিড়ালগুলোকে একটি কসাইখানায় নামানো শুরু হয় তখন তাঁরা পুলিশকে খবর দেন।
প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা একজন বলেন, সাধারণত বিড়ালের এক পাউন্ড মাংস প্রায় ৪ ডলারে বিক্রি করা হয়। গং জিয়ান নামে ওই কর্মী আরও বলেন, কিছু মানুষ অনেক বেশি মুনাফার লোভে এই কাজ করে থাকে। বিশেষ করে তাঁরা বেওয়ারিশ বিড়ালগুলোকে ধরে এনে কসাইখানায় বিক্রি করে দেয়।
জবাই করার জন্য প্রায় এক হাজার বিড়াল নিয়ে কসাইখানার দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেই ট্রাককে আটক করেছে চীনা পুলিশ। তাঁরা জানিয়েছে, মূলত বিড়ালের মাংসকে পর্ক বা মাটন হিসেবে বিক্রি করার লক্ষ্যেই বিড়ালগুলোকে কসাইখানায় নেওয়া হচ্ছিল। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চলতি মাসের শুরুর দিকে প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা একটি সংস্থার কাছ থেকে খবর পেয়ে চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ জিয়াংশুর ঝ্যাংজিয়াগ্যাংয়ের পুলিশ কর্মকর্তারা ওই ট্রাকটি আটক করে। পুলিশ জানিয়েছে, এই বিড়ালগুলোকে হত্যা করার পর হয়তো দেশের দক্ষিণাঞ্চলে পাঠানো হতো এবং সেখানে সেগুলোকে পর্ক বা মাটন হিসেবে বিক্রি করা হতো।
এই ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা জানা যায়নি। পাশাপাশি বিড়ালগুলো বেওয়ারাশি নাকি পালিত সে বিষয়েও কোনো তথ্য দেয়নি চীনা কর্তৃপক্ষ। তবে পুলিশ জানিয়েছে, বিড়ালগুলোকে নিকটস্থ একটি বিড়াল আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে এবং এই চালানটি ব্যর্থ করে দেওয়ার মাধ্যমে অন্তত ২০ হাজার ৫০০ ডলারের সমপরিমাণ চোরাচালান বাঁচানো গিয়েছে।
চীনা সংবাদমাধ্যম দ্য পেপারের প্রতিবেদনে বলা হয়েছে, একটি গোরস্থানের কাছে থামানো একটি ট্রাকের ভেতরে থাকা কাঠের বাক্স থেকে তাঁরা একসঙ্গে অনেকগুলো বেড়ালের ডাক শুনতে পান। তাঁরা টানা ছয় দিন ধরে ট্রাকটিকে অনুসরণ করেন। পরে ট্রাকটি থেকে যখন বিড়ালগুলোকে একটি কসাইখানায় নামানো শুরু হয় তখন তাঁরা পুলিশকে খবর দেন।
প্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা একজন বলেন, সাধারণত বিড়ালের এক পাউন্ড মাংস প্রায় ৪ ডলারে বিক্রি করা হয়। গং জিয়ান নামে ওই কর্মী আরও বলেন, কিছু মানুষ অনেক বেশি মুনাফার লোভে এই কাজ করে থাকে। বিশেষ করে তাঁরা বেওয়ারিশ বিড়ালগুলোকে ধরে এনে কসাইখানায় বিক্রি করে দেয়।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২১ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪