অনলাইন ডেস্ক
মার্কিন পপ গায়িকা ম্যাডোনার ভক্তের অভাব নেই বিশ্বে। তবে এত এত ম্যাডোনাভক্তের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রের টারা বেরির নাম আলাদাভাবে বলতে হবে আপনাকে। কারণ নিজের শরীরে ম্যাডোনার একটি-দুটি নয়, ১৮টি উল্কি বা ট্যাটু আঁকিয়েছেন তিনি।
এর মাধ্যমে একই শিল্পীর সর্বোচ্চসংখ্যক উল্কি শরীরে ধারণ করা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এই টারা বেরি। এর আগে নারীদের মধ্যে এই রেকর্ড ছিল ব্রিটিশ নিকি প্যাটারসনের। তাঁর শরীরে আছে বিখ্যাত র্যাপার এমিনেমের ১৫টি উল্কি।
ক্যানসাসের টপেকা শহরে বাস টারা বেরির। তিনি জানান, ২০১৬ সালে শরীরে প্রথম ম্যাডোনার উল্কি আঁকান তিনি। তখন তিনি শুনেছিলেন যে একটি মিউজিক ভিডিওতে উপস্থিত হওয়ার জন্য ট্যাটু করা ভক্তদের খুঁজছেন ম্যাডোনা।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘অধিকাংশ উল্কি ছয় মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে করা। যখন মার্কিন র্যাপার এমিনেমের উল্কি আঁকিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো ব্যক্তির সম্পর্কে পড়ি, তখন আমার শরীরে ম্যাডোনার কেবল দুটি ট্যাটু ছিল।’ বেরি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘আমি সেই রাতে সিদ্ধান্ত নিই রেকর্ডটি নিজের করে নেওয়ার চেষ্টা করার। উল্কি আঁকেবন যিনি, তাঁর সঙ্গে যোগাযোগ করলে বললেন, “দারুণ, চলো তাহলে কাজ শুরু করি”।’
ম্যাডোনার ক্যারিয়ার জুড়ে স্মরণীয় বিভিন্ন ঘটনাকে চিত্রিত করা উল্কি স্থান পেয়েছে টারা বেরির শরীরে। এর মধ্যে আছে ২০০৩ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে ম্যাডোনা এবং ব্রিটনি স্পিয়ার্সের সেই বিখ্যাত চুমুর উল্কি।
‘অনেকেই আমার বাহুর ছবি তোলার এবং ভিডিও করার অনুমতি চান। আমি খুশিমনেই রাজি হই।’ বলেন বেরি।
বেরি জানিয়েছেন, উল্কিগুলো করাতে তাঁর ৯ হাজার ৮০০ ডলারের (১১ লাখ ৪৮ হাজার টাকার বেশি) মতো খরচ হয়েছে।
প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার জন্য পরিচিতদের থেকে অর্থ সাহায্য নেওয়া এমনকি ধারকর্জও করতে হয়েছে বলে জানান এই নারী।
মার্কিন পপ গায়িকা ম্যাডোনার ভক্তের অভাব নেই বিশ্বে। তবে এত এত ম্যাডোনাভক্তের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রের টারা বেরির নাম আলাদাভাবে বলতে হবে আপনাকে। কারণ নিজের শরীরে ম্যাডোনার একটি-দুটি নয়, ১৮টি উল্কি বা ট্যাটু আঁকিয়েছেন তিনি।
এর মাধ্যমে একই শিল্পীর সর্বোচ্চসংখ্যক উল্কি শরীরে ধারণ করা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এই টারা বেরি। এর আগে নারীদের মধ্যে এই রেকর্ড ছিল ব্রিটিশ নিকি প্যাটারসনের। তাঁর শরীরে আছে বিখ্যাত র্যাপার এমিনেমের ১৫টি উল্কি।
ক্যানসাসের টপেকা শহরে বাস টারা বেরির। তিনি জানান, ২০১৬ সালে শরীরে প্রথম ম্যাডোনার উল্কি আঁকান তিনি। তখন তিনি শুনেছিলেন যে একটি মিউজিক ভিডিওতে উপস্থিত হওয়ার জন্য ট্যাটু করা ভক্তদের খুঁজছেন ম্যাডোনা।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘অধিকাংশ উল্কি ছয় মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে করা। যখন মার্কিন র্যাপার এমিনেমের উল্কি আঁকিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো ব্যক্তির সম্পর্কে পড়ি, তখন আমার শরীরে ম্যাডোনার কেবল দুটি ট্যাটু ছিল।’ বেরি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘আমি সেই রাতে সিদ্ধান্ত নিই রেকর্ডটি নিজের করে নেওয়ার চেষ্টা করার। উল্কি আঁকেবন যিনি, তাঁর সঙ্গে যোগাযোগ করলে বললেন, “দারুণ, চলো তাহলে কাজ শুরু করি”।’
ম্যাডোনার ক্যারিয়ার জুড়ে স্মরণীয় বিভিন্ন ঘটনাকে চিত্রিত করা উল্কি স্থান পেয়েছে টারা বেরির শরীরে। এর মধ্যে আছে ২০০৩ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে ম্যাডোনা এবং ব্রিটনি স্পিয়ার্সের সেই বিখ্যাত চুমুর উল্কি।
‘অনেকেই আমার বাহুর ছবি তোলার এবং ভিডিও করার অনুমতি চান। আমি খুশিমনেই রাজি হই।’ বলেন বেরি।
বেরি জানিয়েছেন, উল্কিগুলো করাতে তাঁর ৯ হাজার ৮০০ ডলারের (১১ লাখ ৪৮ হাজার টাকার বেশি) মতো খরচ হয়েছে।
প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার জন্য পরিচিতদের থেকে অর্থ সাহায্য নেওয়া এমনকি ধারকর্জও করতে হয়েছে বলে জানান এই নারী।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১৩ ঘণ্টা আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
১৯ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৩ দিন আগে