অনলাইন ডেস্ক
মার্কিন পপ গায়িকা ম্যাডোনার ভক্তের অভাব নেই বিশ্বে। তবে এত এত ম্যাডোনাভক্তের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রের টারা বেরির নাম আলাদাভাবে বলতে হবে আপনাকে। কারণ নিজের শরীরে ম্যাডোনার একটি-দুটি নয়, ১৮টি উল্কি বা ট্যাটু আঁকিয়েছেন তিনি।
এর মাধ্যমে একই শিল্পীর সর্বোচ্চসংখ্যক উল্কি শরীরে ধারণ করা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এই টারা বেরি। এর আগে নারীদের মধ্যে এই রেকর্ড ছিল ব্রিটিশ নিকি প্যাটারসনের। তাঁর শরীরে আছে বিখ্যাত র্যাপার এমিনেমের ১৫টি উল্কি।
ক্যানসাসের টপেকা শহরে বাস টারা বেরির। তিনি জানান, ২০১৬ সালে শরীরে প্রথম ম্যাডোনার উল্কি আঁকান তিনি। তখন তিনি শুনেছিলেন যে একটি মিউজিক ভিডিওতে উপস্থিত হওয়ার জন্য ট্যাটু করা ভক্তদের খুঁজছেন ম্যাডোনা।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘অধিকাংশ উল্কি ছয় মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে করা। যখন মার্কিন র্যাপার এমিনেমের উল্কি আঁকিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো ব্যক্তির সম্পর্কে পড়ি, তখন আমার শরীরে ম্যাডোনার কেবল দুটি ট্যাটু ছিল।’ বেরি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘আমি সেই রাতে সিদ্ধান্ত নিই রেকর্ডটি নিজের করে নেওয়ার চেষ্টা করার। উল্কি আঁকেবন যিনি, তাঁর সঙ্গে যোগাযোগ করলে বললেন, “দারুণ, চলো তাহলে কাজ শুরু করি”।’
ম্যাডোনার ক্যারিয়ার জুড়ে স্মরণীয় বিভিন্ন ঘটনাকে চিত্রিত করা উল্কি স্থান পেয়েছে টারা বেরির শরীরে। এর মধ্যে আছে ২০০৩ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে ম্যাডোনা এবং ব্রিটনি স্পিয়ার্সের সেই বিখ্যাত চুমুর উল্কি।
‘অনেকেই আমার বাহুর ছবি তোলার এবং ভিডিও করার অনুমতি চান। আমি খুশিমনেই রাজি হই।’ বলেন বেরি।
বেরি জানিয়েছেন, উল্কিগুলো করাতে তাঁর ৯ হাজার ৮০০ ডলারের (১১ লাখ ৪৮ হাজার টাকার বেশি) মতো খরচ হয়েছে।
প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার জন্য পরিচিতদের থেকে অর্থ সাহায্য নেওয়া এমনকি ধারকর্জও করতে হয়েছে বলে জানান এই নারী।
মার্কিন পপ গায়িকা ম্যাডোনার ভক্তের অভাব নেই বিশ্বে। তবে এত এত ম্যাডোনাভক্তের মধ্যে অবশ্যই যুক্তরাষ্ট্রের টারা বেরির নাম আলাদাভাবে বলতে হবে আপনাকে। কারণ নিজের শরীরে ম্যাডোনার একটি-দুটি নয়, ১৮টি উল্কি বা ট্যাটু আঁকিয়েছেন তিনি।
এর মাধ্যমে একই শিল্পীর সর্বোচ্চসংখ্যক উল্কি শরীরে ধারণ করা নারী হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন এই টারা বেরি। এর আগে নারীদের মধ্যে এই রেকর্ড ছিল ব্রিটিশ নিকি প্যাটারসনের। তাঁর শরীরে আছে বিখ্যাত র্যাপার এমিনেমের ১৫টি উল্কি।
ক্যানসাসের টপেকা শহরে বাস টারা বেরির। তিনি জানান, ২০১৬ সালে শরীরে প্রথম ম্যাডোনার উল্কি আঁকান তিনি। তখন তিনি শুনেছিলেন যে একটি মিউজিক ভিডিওতে উপস্থিত হওয়ার জন্য ট্যাটু করা ভক্তদের খুঁজছেন ম্যাডোনা।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে।
‘অধিকাংশ উল্কি ছয় মাসের কিছুটা বেশি সময়ের মধ্যে করা। যখন মার্কিন র্যাপার এমিনেমের উল্কি আঁকিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানো ব্যক্তির সম্পর্কে পড়ি, তখন আমার শরীরে ম্যাডোনার কেবল দুটি ট্যাটু ছিল।’ বেরি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বলেন, ‘আমি সেই রাতে সিদ্ধান্ত নিই রেকর্ডটি নিজের করে নেওয়ার চেষ্টা করার। উল্কি আঁকেবন যিনি, তাঁর সঙ্গে যোগাযোগ করলে বললেন, “দারুণ, চলো তাহলে কাজ শুরু করি”।’
ম্যাডোনার ক্যারিয়ার জুড়ে স্মরণীয় বিভিন্ন ঘটনাকে চিত্রিত করা উল্কি স্থান পেয়েছে টারা বেরির শরীরে। এর মধ্যে আছে ২০০৩ সালের এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে ম্যাডোনা এবং ব্রিটনি স্পিয়ার্সের সেই বিখ্যাত চুমুর উল্কি।
‘অনেকেই আমার বাহুর ছবি তোলার এবং ভিডিও করার অনুমতি চান। আমি খুশিমনেই রাজি হই।’ বলেন বেরি।
বেরি জানিয়েছেন, উল্কিগুলো করাতে তাঁর ৯ হাজার ৮০০ ডলারের (১১ লাখ ৪৮ হাজার টাকার বেশি) মতো খরচ হয়েছে।
প্রক্রিয়াটি এগিয়ে নেওয়ার জন্য পরিচিতদের থেকে অর্থ সাহায্য নেওয়া এমনকি ধারকর্জও করতে হয়েছে বলে জানান এই নারী।
ওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
৩ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
৮ দিন আগেদক্ষিণ আফ্রিকান একটি নিরাপত্তাপ্রতিষ্ঠান সেখানকার একটি বাড়ি থেকে বিপৎসংকেত বা সতর্কতামূলক অ্যালার্ম পায়। প্রতিষ্ঠানটি দেরি না করে সেখানে একটি দল পাঠায়। তখনই ফাঁস হয় রহস্য। এই অ্যালার্ম বাজিয়েছিল ওই বাড়ির বাসিন্দারা নয়, বরং একটি বানর।
২০ দিন আগেমাত্র ৫ কিলোমিটার দূরে বাসা। রাত হয়ে যাওয়ায় রাইড শেয়ারিং অ্যাপ উবারই ভরসা। ২০ মিনিটেই চলে যাওয়া যায়। তবে যানজটে সময় লাগল ২ ঘণ্টা। গন্তব্যে পৌঁছে সোফি দেখলেন ৫ কিলোমিটার রাস্তার জন্য তাঁর বিল এসেছে ৩২১ ডলার (বাংলাদেশি মুদ্রায় ৩৮১৯৭ টাকা)। উবার বুক করার সময় দেখানো প্রাথমিক বিলের প্রায় চার গুণ!
২২ ডিসেম্বর ২০২৪