অর্ণব সান্যাল
সারা বিশ্বে আবার ফণা তুলেছে করোনাভাইরাস। নিত্য নতুন রূপে বারংবার ফিরে আসছে এই ভাইরাস। এবার হয়েছে ওমিক্রন। তাতেই পশ্চিম থেকে পুবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে পূর্ণ গতিতে। এরই মধ্যে গোদের ওপর বিষফোড়ার মতো নতুন সমস্যার মুখোমুখি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আর এই সমস্যার মূলে আছি আমরা। বাংলাদেশেও করোনায় সংক্রমণ পরিস্থিতি আগের চেয়ে খারাপ। মৃত্যু ও আক্রান্ত—দুই-ই বাড়ছে। কিন্তু যে রোগ বহুকাল ধরে একই স্ট্রেইনে আছে, সেটি নিয়েই এবার বিশ্বমঞ্চে কাঁপুনি জাগিয়েছে আমাদের দেশের মানুষ। আগে যা শুধু এ দেশের মাটিকে ভেজাত, তা এখন বিশ্বের মাথাব্যথার কারণ। এই গ্যালাক্সির তাবৎ বিশেষজ্ঞরা এখন ‘ছ্যাপাক্রান্ত’দের নিয়ে ব্যাপক টেনশনে।
আর এই ছ্যাপাক্রান্তদের পাওয়া গেছে বঙ্গ দেশের মাটিতে। না, না, কোনো আরটিপিসিআর করতে হয়নি। সার্চলাইট দিয়ে খুঁজতেও হয়নি। এমনিতেই পাওয়া গেছে। শুধু চক্ষু খুলিয়া ঘর হইতে দুই পা ফেলিলেই ছ্যাপাক্রান্তদের দেখা যাচ্ছে। তাদের রোগের চিহ্নও পাওয়া যাচ্ছে যেখানে-সেখানে।
এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের নাম না জানা এক মুখপাত্র জানিয়েছেন, ছ্যাপাক্রান্তদের এত বিপুল সংখ্যা দেখে তাঁরা আতঙ্কিত। গবেষণায় তাঁরা জানতে পেরেছেন, এ দেশের আমজনতা মুখ নিঃসৃত লালা বা থুতুকে সোজা বাংলায় ‘ছ্যাপ’ বলেন। এবং এই ছ্যাপকে যেকোনো চিপায় বা প্রকাশ্য স্থানে ছুড়ে ফেলতে দক্ষ স্থানীয় অনেক কর্মবীর। সেই বীরেরাই ‘ছ্যাপাক্রান্ত’ বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞেরা। ছ্যাপ ও আক্রান্ত এই দুই শব্দের সন্ধি করা হয়েছে এ প্রক্রিয়ায়। ইংরেজি বানানেও এ শব্দটিই রাখার ইচ্ছে আছে বিশেষজ্ঞ দলের। কারণ, এতে নাকি ছ্যাপাক্রান্তদের ‘জোশ’ ও নিস্পৃহ ভঙ্গিমা উত্তমরূপে প্রতিফলিত হয়!
বিশেষজ্ঞ দলের ওই মুখপাত্র বলেছেন, করোনার বাড়বাড়ন্তের মধ্যে এ ধরনের ‘স্বভাব’ খুবই ভয়ংকর। এতে করে করোনার সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। যেখানে-সেখানে ছ্যাপ ফেলার এই বিষয়টি অনেক বঙ্গসন্তান খুব স্বাভাবিকভাবেই দেখে থাকেন। তাঁরা মাস্ক খুলে থুতু ফেলেই আবার মাস্ক পরে নেন এবং বিষয়টি এত দ্রুততার সঙ্গে করেন যে, আলোর গতিবেগ মাঝে মাঝে হার মানতে বাধ্য। কেউ কেউ তো মাস্ক পরেনই না। কেউ আবার মাস্ককে থুতনিতে বাড়ি বানানোর জন্য জমি কিনে দিয়েছেন। সব মিলিয়ে এক নানামুখী কারবার।
বিশেষজ্ঞ দলের সঙ্গে ছ্যাপাক্রান্ত কয়েকজনের একান্ত আলাপচারিতায় এক নিদারুণ আশঙ্কা স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি-বেসরকারি পর্যায়ে হাজারো উপায়ে সচেতন করার চেষ্টা চললেও বাংলার ঢের মানুষ এ বিষয়ে পুরোপুরি নির্বিকার। তাঁদের কারও কারও সঙ্গে কথা বলে মনে হয়েছে, যেখানে-সেখানে রকেট উৎক্ষেপণের মতো শব্দ উদ্গিরণ করে ছ্যাপ না ফেললে তাঁদের মনের শান্তি নষ্ট হয়!
এ থেকে বিশেষজ্ঞ দলের ধারণা হয়েছে, দেশের অনেক মানুষের মনোদৈহিক কোনো সমস্যা হয়েছে। এটি ‘ছ্যাপ’ নামের নতুন কোনো ভাইরাসের কারণে হয়েছে কিনা, তা এখন বিস্তৃত তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিচিত কোনো ভাইরাসের প্রতিক্রিয়ার সঙ্গে ছ্যাপাক্রান্তদের আচরণের মিল খুঁজে পাওয়া যায়নি। যদিও অনুসন্ধান অব্যাহত আছে। ওই নাম না জানা মুখপাত্র হতাশ কণ্ঠে বলেছেন, ‘এক করোনায় রক্ষা নেই, ছ্যাপ হয়েছে দোসর। আমরা তো পাগল হয়ে যাব!’
এদিকে সংশ্লিষ্ট খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, আপাতত ছ্যাপাক্রান্তদের বাংলাদেশেই সীমাবদ্ধ রাখার চেষ্টা চলছে। এ বিষয়ে উচ্চমহলে জোর আলোচনা চলছে। সেই সঙ্গে জোর অনুসন্ধান চলছে ছ্যাপাক্রান্তদের লক্ষণ ও নিরাময় নিয়ে। বলা হচ্ছে, আক্রান্ত হওয়ার পর ছ্যাপাক্রান্তদের দৈহিক পরিবর্তন খুব একটা হয় না। তাঁদের দেখে বোঝার উপায় নেই যে, কখন থুতু উদ্গিরণ করতে থাকবেন। তবে হ্যাঁ, কিছু ‘ভালো’ মানুষ রকেট ইগনিশনের মতো আওয়াজ দিয়ে থাকেন বটে। তবে ঠোঁট যদি ভেজা থাকে এবং চিপা জায়গার সন্ধানে ইতিউতি তাকানো কাউকে রাস্তায় অনুসন্ধানী রূপে দেখা যায়, সে ক্ষেত্রে সাবধান হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিরাময়ের উপায় অবশ্য এখনো সুনির্দিষ্ট করা যায়নি। সচেতন করে যেহেতু কোনো ফল মিলছে না, সে ক্ষেত্রে উপযুক্ত টিকা পেলে তা ছ্যাপাক্রান্তদের মাথায় ইনজেকশন দিয়ে পুশ করার কথা ভাবা হচ্ছে। এর বাইরে আপাতত আক্রান্তদের গলায় দড়ি দিয়ে বেঁধে বেসিন ঝুলিয়ে দেওয়ার কথা ভাবনায় আছে। তবে এত বেসিন কোথা থেকে আসবে এবং গলায় ঝোলানো সেই বেসিনের পাইপ কোথায় যুক্ত করা হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে বিশেষজ্ঞ দল।
যদিও ছ্যাপাক্রান্তদের মধ্যে এতসব উদ্বেগ নিয়ে কোনো চিন্তাই নেই। সাম্প্রতিক জরিপে ছ্যাপাক্রান্তদের জলকণা উদ্গিরণে উৎসাহের কোনো অভাব লক্ষ্য করা যায়নি। ধারণা করা হচ্ছে, ছ্যাপাক্রান্তরা আক্রান্ত হওয়ার একটি নির্দিষ্ট সময় পর চোখ থাকতেও অন্ধ ও কার্যকর কান থাকতেও বধির হয়ে যান!
সারা বিশ্বে আবার ফণা তুলেছে করোনাভাইরাস। নিত্য নতুন রূপে বারংবার ফিরে আসছে এই ভাইরাস। এবার হয়েছে ওমিক্রন। তাতেই পশ্চিম থেকে পুবে আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে পূর্ণ গতিতে। এরই মধ্যে গোদের ওপর বিষফোড়ার মতো নতুন সমস্যার মুখোমুখি হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
আর এই সমস্যার মূলে আছি আমরা। বাংলাদেশেও করোনায় সংক্রমণ পরিস্থিতি আগের চেয়ে খারাপ। মৃত্যু ও আক্রান্ত—দুই-ই বাড়ছে। কিন্তু যে রোগ বহুকাল ধরে একই স্ট্রেইনে আছে, সেটি নিয়েই এবার বিশ্বমঞ্চে কাঁপুনি জাগিয়েছে আমাদের দেশের মানুষ। আগে যা শুধু এ দেশের মাটিকে ভেজাত, তা এখন বিশ্বের মাথাব্যথার কারণ। এই গ্যালাক্সির তাবৎ বিশেষজ্ঞরা এখন ‘ছ্যাপাক্রান্ত’দের নিয়ে ব্যাপক টেনশনে।
আর এই ছ্যাপাক্রান্তদের পাওয়া গেছে বঙ্গ দেশের মাটিতে। না, না, কোনো আরটিপিসিআর করতে হয়নি। সার্চলাইট দিয়ে খুঁজতেও হয়নি। এমনিতেই পাওয়া গেছে। শুধু চক্ষু খুলিয়া ঘর হইতে দুই পা ফেলিলেই ছ্যাপাক্রান্তদের দেখা যাচ্ছে। তাদের রোগের চিহ্নও পাওয়া যাচ্ছে যেখানে-সেখানে।
এ ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের নাম না জানা এক মুখপাত্র জানিয়েছেন, ছ্যাপাক্রান্তদের এত বিপুল সংখ্যা দেখে তাঁরা আতঙ্কিত। গবেষণায় তাঁরা জানতে পেরেছেন, এ দেশের আমজনতা মুখ নিঃসৃত লালা বা থুতুকে সোজা বাংলায় ‘ছ্যাপ’ বলেন। এবং এই ছ্যাপকে যেকোনো চিপায় বা প্রকাশ্য স্থানে ছুড়ে ফেলতে দক্ষ স্থানীয় অনেক কর্মবীর। সেই বীরেরাই ‘ছ্যাপাক্রান্ত’ বলে প্রাথমিকভাবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞেরা। ছ্যাপ ও আক্রান্ত এই দুই শব্দের সন্ধি করা হয়েছে এ প্রক্রিয়ায়। ইংরেজি বানানেও এ শব্দটিই রাখার ইচ্ছে আছে বিশেষজ্ঞ দলের। কারণ, এতে নাকি ছ্যাপাক্রান্তদের ‘জোশ’ ও নিস্পৃহ ভঙ্গিমা উত্তমরূপে প্রতিফলিত হয়!
বিশেষজ্ঞ দলের ওই মুখপাত্র বলেছেন, করোনার বাড়বাড়ন্তের মধ্যে এ ধরনের ‘স্বভাব’ খুবই ভয়ংকর। এতে করে করোনার সংক্রমণ আরও বেড়ে যেতে পারে। যেখানে-সেখানে ছ্যাপ ফেলার এই বিষয়টি অনেক বঙ্গসন্তান খুব স্বাভাবিকভাবেই দেখে থাকেন। তাঁরা মাস্ক খুলে থুতু ফেলেই আবার মাস্ক পরে নেন এবং বিষয়টি এত দ্রুততার সঙ্গে করেন যে, আলোর গতিবেগ মাঝে মাঝে হার মানতে বাধ্য। কেউ কেউ তো মাস্ক পরেনই না। কেউ আবার মাস্ককে থুতনিতে বাড়ি বানানোর জন্য জমি কিনে দিয়েছেন। সব মিলিয়ে এক নানামুখী কারবার।
বিশেষজ্ঞ দলের সঙ্গে ছ্যাপাক্রান্ত কয়েকজনের একান্ত আলাপচারিতায় এক নিদারুণ আশঙ্কা স্পষ্ট হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারি-বেসরকারি পর্যায়ে হাজারো উপায়ে সচেতন করার চেষ্টা চললেও বাংলার ঢের মানুষ এ বিষয়ে পুরোপুরি নির্বিকার। তাঁদের কারও কারও সঙ্গে কথা বলে মনে হয়েছে, যেখানে-সেখানে রকেট উৎক্ষেপণের মতো শব্দ উদ্গিরণ করে ছ্যাপ না ফেললে তাঁদের মনের শান্তি নষ্ট হয়!
এ থেকে বিশেষজ্ঞ দলের ধারণা হয়েছে, দেশের অনেক মানুষের মনোদৈহিক কোনো সমস্যা হয়েছে। এটি ‘ছ্যাপ’ নামের নতুন কোনো ভাইরাসের কারণে হয়েছে কিনা, তা এখন বিস্তৃত তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো পর্যন্ত পরিচিত কোনো ভাইরাসের প্রতিক্রিয়ার সঙ্গে ছ্যাপাক্রান্তদের আচরণের মিল খুঁজে পাওয়া যায়নি। যদিও অনুসন্ধান অব্যাহত আছে। ওই নাম না জানা মুখপাত্র হতাশ কণ্ঠে বলেছেন, ‘এক করোনায় রক্ষা নেই, ছ্যাপ হয়েছে দোসর। আমরা তো পাগল হয়ে যাব!’
এদিকে সংশ্লিষ্ট খাতের আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন, আপাতত ছ্যাপাক্রান্তদের বাংলাদেশেই সীমাবদ্ধ রাখার চেষ্টা চলছে। এ বিষয়ে উচ্চমহলে জোর আলোচনা চলছে। সেই সঙ্গে জোর অনুসন্ধান চলছে ছ্যাপাক্রান্তদের লক্ষণ ও নিরাময় নিয়ে। বলা হচ্ছে, আক্রান্ত হওয়ার পর ছ্যাপাক্রান্তদের দৈহিক পরিবর্তন খুব একটা হয় না। তাঁদের দেখে বোঝার উপায় নেই যে, কখন থুতু উদ্গিরণ করতে থাকবেন। তবে হ্যাঁ, কিছু ‘ভালো’ মানুষ রকেট ইগনিশনের মতো আওয়াজ দিয়ে থাকেন বটে। তবে ঠোঁট যদি ভেজা থাকে এবং চিপা জায়গার সন্ধানে ইতিউতি তাকানো কাউকে রাস্তায় অনুসন্ধানী রূপে দেখা যায়, সে ক্ষেত্রে সাবধান হওয়ার আহ্বান জানানো হয়েছে।
নিরাময়ের উপায় অবশ্য এখনো সুনির্দিষ্ট করা যায়নি। সচেতন করে যেহেতু কোনো ফল মিলছে না, সে ক্ষেত্রে উপযুক্ত টিকা পেলে তা ছ্যাপাক্রান্তদের মাথায় ইনজেকশন দিয়ে পুশ করার কথা ভাবা হচ্ছে। এর বাইরে আপাতত আক্রান্তদের গলায় দড়ি দিয়ে বেঁধে বেসিন ঝুলিয়ে দেওয়ার কথা ভাবনায় আছে। তবে এত বেসিন কোথা থেকে আসবে এবং গলায় ঝোলানো সেই বেসিনের পাইপ কোথায় যুক্ত করা হবে, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে বিশেষজ্ঞ দল।
যদিও ছ্যাপাক্রান্তদের মধ্যে এতসব উদ্বেগ নিয়ে কোনো চিন্তাই নেই। সাম্প্রতিক জরিপে ছ্যাপাক্রান্তদের জলকণা উদ্গিরণে উৎসাহের কোনো অভাব লক্ষ্য করা যায়নি। ধারণা করা হচ্ছে, ছ্যাপাক্রান্তরা আক্রান্ত হওয়ার একটি নির্দিষ্ট সময় পর চোখ থাকতেও অন্ধ ও কার্যকর কান থাকতেও বধির হয়ে যান!
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
১ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
২ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে