অনলাইন ডেস্ক
ভারতে সুঠাম দেহ পেতে শরীরে জিঙ্কের পরিমাণ বাড়াতে ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক গিলে ফেলেছেন এক যুবক। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা তাঁর পেট থেকে কয়েন ও চুম্বকগুলো বের করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে, ২৬ বছর বয়সী ওই যুবক প্রায় ২০ দিন ধরে পেটব্যথায় ভুগছিলেন ও বারবার বমি করছিলেন। তিনি কিছু খেতেও পারছিলেন না। যুবকের স্বজনেরা চিকিৎসককে জানান, তিনি দুই থেকে তিন সপ্তাহ ধরে কয়েন ও চুম্বক খাচ্ছিলেন।
চিকিৎসকেরা প্রথমে পেটের এক্স-রে করে সেখানে কয়েন ও চুম্বকের আকৃতির কিছু দেখতে পেয়ে সিটি স্ক্যান করেও অনেকগুলো কয়েন ও চুম্বক দেখতে পান। এগুলো তাঁর অন্ত্রে বাধা তৈরি করে রেখেছিল।
সিটি স্ক্যান দেখে চিকিৎসকেরা তাৎক্ষণিক তাঁর অস্ত্রোপচার করে কয়েনগুলো বের করার চেষ্টা করেন। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা চুম্বক ও কয়েনগুলো দুটি ভিন্ন প্যাঁচে আটকে থাকতে দেখেন। চৌম্বক ধর্মের কারণে এ দুটি প্যাঁচ একত্রে জোড়া লেগেছিল।
যুবকের পেট থেকে এক, দুই ও পাঁচ টাকার ৩৯টি কয়েন এবং বিভিন্ন আকৃতির ৩৭টি চুম্বক বের করেন। সুঠাম দেহ পেতে সাহায্য করবে ভেবেই চুম্বক ও কয়েন গিলেছিলেন বলে জানান ওই যুবক।
কয়েনগুলোতে জিঙ্ক ছিল, যা বডি বিল্ডিংয়ে সহায়তা করে। তাঁর ধারণা ছিল, চুম্বক খেলে কয়েনগুলো ক্ষুদ্রান্ত্রেই থাকবে আর জিঙ্ক শোষণে সাহায্য করবে।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের পরই যুবককে ছাড়পত্র দেওয়া হয়। তবে তাঁদের দাবি, ওই যুবকের আগে মানসিক রোগ ছিল এবং তিনি এর জন্য অতীতে চিকিৎসাও নিয়েছেন।
ভারতে সুঠাম দেহ পেতে শরীরে জিঙ্কের পরিমাণ বাড়াতে ৩৯টি কয়েন ও ৩৭টি চুম্বক গিলে ফেলেছেন এক যুবক। দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালের চিকিৎসকেরা তাঁর পেট থেকে কয়েন ও চুম্বকগুলো বের করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে, ২৬ বছর বয়সী ওই যুবক প্রায় ২০ দিন ধরে পেটব্যথায় ভুগছিলেন ও বারবার বমি করছিলেন। তিনি কিছু খেতেও পারছিলেন না। যুবকের স্বজনেরা চিকিৎসককে জানান, তিনি দুই থেকে তিন সপ্তাহ ধরে কয়েন ও চুম্বক খাচ্ছিলেন।
চিকিৎসকেরা প্রথমে পেটের এক্স-রে করে সেখানে কয়েন ও চুম্বকের আকৃতির কিছু দেখতে পেয়ে সিটি স্ক্যান করেও অনেকগুলো কয়েন ও চুম্বক দেখতে পান। এগুলো তাঁর অন্ত্রে বাধা তৈরি করে রেখেছিল।
সিটি স্ক্যান দেখে চিকিৎসকেরা তাৎক্ষণিক তাঁর অস্ত্রোপচার করে কয়েনগুলো বের করার চেষ্টা করেন। অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা চুম্বক ও কয়েনগুলো দুটি ভিন্ন প্যাঁচে আটকে থাকতে দেখেন। চৌম্বক ধর্মের কারণে এ দুটি প্যাঁচ একত্রে জোড়া লেগেছিল।
যুবকের পেট থেকে এক, দুই ও পাঁচ টাকার ৩৯টি কয়েন এবং বিভিন্ন আকৃতির ৩৭টি চুম্বক বের করেন। সুঠাম দেহ পেতে সাহায্য করবে ভেবেই চুম্বক ও কয়েন গিলেছিলেন বলে জানান ওই যুবক।
কয়েনগুলোতে জিঙ্ক ছিল, যা বডি বিল্ডিংয়ে সহায়তা করে। তাঁর ধারণা ছিল, চুম্বক খেলে কয়েনগুলো ক্ষুদ্রান্ত্রেই থাকবে আর জিঙ্ক শোষণে সাহায্য করবে।
চিকিৎসকেরা জানান, অস্ত্রোপচারের পরই যুবককে ছাড়পত্র দেওয়া হয়। তবে তাঁদের দাবি, ওই যুবকের আগে মানসিক রোগ ছিল এবং তিনি এর জন্য অতীতে চিকিৎসাও নিয়েছেন।
বিষধর মাকড়সা হিসেবে আলাদা পরিচিতি আছে ট্যারানটুলার। কাজেই একে এড়িয়ে চলাটাই স্বাভাবিক। ট্যারানটুলা একই সঙ্গে বেশ দুষ্প্রাপ্য এক প্রাণীও। তবে সম্প্রতি পেরুতে এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে ৩২০টি ট্যারানটুলা মাকড়সাসহ আরও কিছু দুষ্প্রাপ্য প্রাণী শরীরের সঙ্গে বেঁধে দেশ থেকে পালানোর চেষ্টা...
২ দিন আগেপাঠকেরা পড়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে লাইব্রেরিতে বই ফেরত দিয়ে দেবেন এটাই নিয়ম। কারও কারও সময়মতো বই ফেরত না দেওয়ার অভ্যাসও আছে। তবে তাই বলে আপনি নিশ্চয় আশা করবেন না অর্ধ শতাব্দী পর কেউ বই ফেরত দেবেন। কিন্তু সত্যি মার্কিন মুলুকে এমন একটি কাণ্ড হয়েছে।
২ দিন আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চলছে নানা জল্পনা-কল্পনা। শুধু আমেরিকায় নয়, বিশ্বজুড়েই আলোচনায় এখন ট্রাম্প। তবে তাঁর পুনরায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ইতালির সার্দানিয়া দ্বীপের একটি গ্রামে একেবারেই ভিন্ন এক সম্ভাবনার দুয়ার উন্মোচন হিসেবে।
৩ দিন আগেটাইটানিকের ৭০০-র বেশি যাত্রী এবং ক্রুকে উদ্ধার করেছিল একটি জাহাজ। ওই জাহাজের ক্যাপ্টেনকে উপহার দেওয়া একটি সোনার ঘড়ি নিলামে বিক্রি হয়েছে ১৫ কোটি ৬০ লাখ পাউন্ড অর্থাৎ ১৯ কোটি ৭০ লাখ ডলারে।
৪ দিন আগে