ফুচকা খেল কুকুরছানা, সমালোচনায় মাতল নেটিজেনরা 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ নভেম্বর ২০২২, ১৪: ১৭
Thumbnail image

ঝাল ঝাল ফুচকা, সঙ্গে টক—শুনেই জিভে জল আসবে অনেক মানুষের। তাই বলে কুকুরেরও যে ভালো লাগবে এই টক-ঝাল স্বাদ, তা কে জানত! সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা গেল এই মজার কাণ্ড।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কুকুরের ফুচকা খাওয়ার ভিডিওটি। সেখানে দেখা যাচ্ছে, এক নারী তাঁর পোষা কুকুরছানাকে কোলে নিয়ে ফুচকার দোকানে এসেছেন। এরপর কুকুরটিকে ফুচকা খেতে দিলেন তিনি। অমনি কড়মড় শব্দে চিবিয়ে ফুচকা খেল ছানাটি। এরপর টকজল দিলে তা-ও একেবারে চেটে খেয়ে নিল। ফুচকাওয়ালাকেও বেশ উপভোগ করতে দেখা গেছে নতুন কাস্টমারের ফুচকা খাওয়া।

ভিডিওর শেষে যিনি ভিডিওটি ধারণ করছেন বলে মনে হচ্ছে, তিনি রসিকতা করে বিক্রেতাকে বলেন, ‘ওরিওর (কুকুরছানাটির নাম) কাছ থেকে ফুচকার দাম নেবেন কিন্তু!’
 
ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করার পরই সাড়া পড়ে যায়। এরই মধ্যে ৮ লাখেরও বেশি ভিউ হয়েছে। লাইক পড়েছে ৬০ হাজারের বেশি। আর সেই সঙ্গে মজার সব মন্তব্য করছেন ব্যবহারকারীরা।

যদিও নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কুকুরছানার দীর্ঘায়ু কামনার পাশাপাশি মজার সব মন্তব্য করেছেন অনেকে। তবে সমালোচনাও করেছেন কেউ কেউ। কিছু ব্যবহারকারী কমেন্ট বিভাগে লিখেছেন, এমন খাবার পশুর স্বাস্থ্যের জন্য ভালো নয়। অপর একজন লিখেছেন, ‘এরা পড়ালেখা জানা মূর্খ।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘দয়া করে পোষা প্রাণীটির অভ্যাস খারাপ করবেন না।’

এর আগেও ওরিও নামের এই কুকুরছানার বিভিন্ন মজার কাণ্ডের ভিডিও শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। তবে ফুচকা খাওয়ার ভিডিওটি একটু বেশিই সাড়া ফেলেছে নেটিজেনদের মধ্যে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত