নারী দিবসে অনন্যাদের আয়োজন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ কার্নিভাল। ‘ইন্টারন্যাশনাল উইম্যানস ডে–২০২৪’ শিরোনামের এই প্রদর্শনীটি আগামী ৮ ও ৯ মার্চ অনুষ্ঠিত হবে ধানমন্ডির সীমান্ত সম্ভারের বিজিবি ব্যাংকুয়েট হলে।

দুই দিন ব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য নারীর ক্ষমতায়নকে সমৃদ্ধ করা। এখানে ১৫০ জনেরও বেশি জাতীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তা অংশগ্রহণ করবেন। এ আয়োজনে অংশগ্রহণকারীরা নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবেন।

আয়োজনটি উদ্বোধন করবেন বাংলাদেশের চলচ্চিত্রাভিনেতা ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। সারা দিন ব্যাপী এ আয়োজনে থাকবে বিভিন্ন কর্মকাণ্ড। অংশগ্রহণকারীরা সকাল থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারীশ হকের লাইভ স্ট্রিমিংয়ে অংশগ্রহণের সুযোগ পাবেন। এ ছাড়া থাকবে একটি নেটওয়ার্কিং সেশন এবং মানসিক ও মাসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ে আলোচনা। সন্ধ্যায় একটি বিশেষ আলোচনা অনুষ্ঠিত হবে।

 ‘স্বপ্ন ও আকাঙ্ক্ষা’ শিরোনামের এই আলোচনায় উপস্থিত থাকবেন সাংবাদিক ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের পরিচালক মিথিলা ফারজানা, অভিনেত্রী, উদ্যোক্তা ও সমাজকর্মী সারা যাকের, নির্মাতা চয়নিকা চৌধুরীসহ আরও অনেকে। এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইবেন মাশা ইসলাম এবং নৃত্য পরিবেশন করবেন নাদিয়া আহমেদ।

আয়োজনের দ্বিতীয় দিনে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হবে। সেদিনও লাইভ স্ট্রিমিংয়ের সুযোগ থাকবে মিতু আহসানের সঙ্গে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত