মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)
নদীর দুই পাশে বাড়ি, বাড়ির ওপর ফুলের গাছ। নদী থেকে দূরে বাঁশবনের ওপর সূর্য উঠছে। নদীতে বাঁধা নৌকা, ফুটে আছে পদ্ম ফুল। এর পাশেই ভাসছে সাদা পাতিহাঁস। হঠাৎ দেখলে কোনো দক্ষ শিল্পীর আঁকা গ্রামবাংলার দৃশ্য বলে ভুল হতে পারে। ভালো করে দেখলে বোঝা যাবে, রং-তুলি নয়—এ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে কাপড়ের ওপর সুই ও সুতার নিপুণ ব্যবহারে। সুই-সুতায় এই দারুণ দৃশ্যকল্প যিনি তৈরি করেছেন, তাঁর নাম সাগরিকা খাতুন।
তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের সুলাইমান দফাদারের মেয়ে ছোটবেলায় ইচ্ছা ছিল চিত্রশিল্পী হওয়ার। রং-তুলি দিয়ে মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকার। সে ইচ্ছা পূরণ হয়নি সাগরিকার। তবে রং-তুলিতে ক্যানভাসে না হলেও তিনি চিত্রই ফুটিয়ে তোলেন মনের মাধুরী মিশিয়ে। তবে তা সুই-সুতায়। তাঁর ক্যানভাস পোশাক ও শোভাবর্ধনকারী আসবাব। এই সুই-সুতার কাজ বা সূচিশিল্পই তাঁকে এনে দিয়েছে জীবিকার সন্ধান। বনে গেছেন উদ্যোক্তা। দেখা পেয়েছেন সাফল্যের।
এসএসসি পরীক্ষার দুই মাস আগে পারিবারিকভাবে সাগরিকার বিয়ে হয়। পরে এইচএসসি পাস করেন তিনি। এরপর আর পড়াশোনা হয়নি। দাম্পত্যজীবনে এক কন্যাসন্তানের জননী। কিন্তু স্বামী বেকার থাকায় সংসারের জোয়াল কাঁধে তুলে নিতে হয়েছে সাগরিকাকে। সে দায়িত্ব পালন করতে গিয়েই তিনি সূচিশিল্পী হয়ে ওঠেন।
সাগরিকা সুই-সুতায় ফুটিয়ে তোলেন গ্রামবাংলার দৃশ্য, করেন হোপ আর্ট। পাশাপাশি আছে হ্যান্ড পেইন্ট ও ব্লকের কাজ। তবে এসব কাজেও তাঁর উপজীব্য গ্রামবাংলার দৃশ্য। ২০২০ সালে করোনাকালে পৃথিবী যখন থমকে যায়, সাগরিকা তখন মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। শখের বশে শেখা হাতের কাজ করতে শুরু করেন তিনি। সে সময় মাত্র এক হাজার টাকা নিয়ে শুরু করেন সুই-সুতা, হ্যান্ড পেইন্ট ও ব্লকের ডিজাইনের কাজ। সে কাজ আর বন্ধ করা হয়নি তাঁর। ধীরে ধীরে বেড়েছে কাজের পরিধি। একপর্যায়ে এসে সেটিকেই বেছে নেন পেশা হিসেবে। কামিজ, নকশিকাঁথা, শাড়ি, বেডশিট, ওয়ালম্যাট, টেবিল ম্যাট, বেবি সেট, টেবিল রানার, চাদর, পাঞ্জাবি ইত্যাদিতে তিনি সুই-সুতা আর ব্লক ও হ্যান্ড পেইন্টে তৈরি করতে থাকেন দারুণ সব নকশা।
সাগরিকার ফেসবুক পেজের নাম ‘জলছাপ’। এই পেজের নকশি মসলিন শাড়ি ও পাঞ্জাবি সবার নজর কাড়ে। একসময় তিনি এগুলো বিভিন্ন দামে বিক্রি শুরু করেন। এই পেজ থেকে তিনি ১০ হাজার টাকা দামেও শাড়ি বিক্রি করেন। নিজের পেজের বাইরে ঝিকরগাছার একটি নারী উদ্যোক্তা সংগঠনের মাধ্যমে অনলাইন ও অফলাইনে পণ্য বিক্রি করতে থাকেন। এখন সাগরিকার সঙ্গে কাজ করেন ২০ জন নারী। বাড়িতে বসেই তিনি এখন প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা আয় করছেন।
সাগরিকা বলেন, ‘সুই-সুতায় শিল্পকর্মে মানুষ যেমন প্রকৃতির রূপ দেখতে পান, তেমনি আমিও এ কাজে জীবিকার সন্ধান পেয়েছি। গত বছর অসুস্থতার জন্য আমার শরীরে একটি অপারেশন করতে হয়েছিল। সেটা চিকিৎসার জন্য কারও কাছে অর্থের জন্য দ্বারস্থ হতে হয়নি। এটা আমার কাজের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দিয়েছে।’
নদীর দুই পাশে বাড়ি, বাড়ির ওপর ফুলের গাছ। নদী থেকে দূরে বাঁশবনের ওপর সূর্য উঠছে। নদীতে বাঁধা নৌকা, ফুটে আছে পদ্ম ফুল। এর পাশেই ভাসছে সাদা পাতিহাঁস। হঠাৎ দেখলে কোনো দক্ষ শিল্পীর আঁকা গ্রামবাংলার দৃশ্য বলে ভুল হতে পারে। ভালো করে দেখলে বোঝা যাবে, রং-তুলি নয়—এ দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে কাপড়ের ওপর সুই ও সুতার নিপুণ ব্যবহারে। সুই-সুতায় এই দারুণ দৃশ্যকল্প যিনি তৈরি করেছেন, তাঁর নাম সাগরিকা খাতুন।
তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের সুলাইমান দফাদারের মেয়ে ছোটবেলায় ইচ্ছা ছিল চিত্রশিল্পী হওয়ার। রং-তুলি দিয়ে মনের মাধুরী মিশিয়ে ছবি আঁকার। সে ইচ্ছা পূরণ হয়নি সাগরিকার। তবে রং-তুলিতে ক্যানভাসে না হলেও তিনি চিত্রই ফুটিয়ে তোলেন মনের মাধুরী মিশিয়ে। তবে তা সুই-সুতায়। তাঁর ক্যানভাস পোশাক ও শোভাবর্ধনকারী আসবাব। এই সুই-সুতার কাজ বা সূচিশিল্পই তাঁকে এনে দিয়েছে জীবিকার সন্ধান। বনে গেছেন উদ্যোক্তা। দেখা পেয়েছেন সাফল্যের।
এসএসসি পরীক্ষার দুই মাস আগে পারিবারিকভাবে সাগরিকার বিয়ে হয়। পরে এইচএসসি পাস করেন তিনি। এরপর আর পড়াশোনা হয়নি। দাম্পত্যজীবনে এক কন্যাসন্তানের জননী। কিন্তু স্বামী বেকার থাকায় সংসারের জোয়াল কাঁধে তুলে নিতে হয়েছে সাগরিকাকে। সে দায়িত্ব পালন করতে গিয়েই তিনি সূচিশিল্পী হয়ে ওঠেন।
সাগরিকা সুই-সুতায় ফুটিয়ে তোলেন গ্রামবাংলার দৃশ্য, করেন হোপ আর্ট। পাশাপাশি আছে হ্যান্ড পেইন্ট ও ব্লকের কাজ। তবে এসব কাজেও তাঁর উপজীব্য গ্রামবাংলার দৃশ্য। ২০২০ সালে করোনাকালে পৃথিবী যখন থমকে যায়, সাগরিকা তখন মাধ্যমিক স্তরের শিক্ষার্থী। শখের বশে শেখা হাতের কাজ করতে শুরু করেন তিনি। সে সময় মাত্র এক হাজার টাকা নিয়ে শুরু করেন সুই-সুতা, হ্যান্ড পেইন্ট ও ব্লকের ডিজাইনের কাজ। সে কাজ আর বন্ধ করা হয়নি তাঁর। ধীরে ধীরে বেড়েছে কাজের পরিধি। একপর্যায়ে এসে সেটিকেই বেছে নেন পেশা হিসেবে। কামিজ, নকশিকাঁথা, শাড়ি, বেডশিট, ওয়ালম্যাট, টেবিল ম্যাট, বেবি সেট, টেবিল রানার, চাদর, পাঞ্জাবি ইত্যাদিতে তিনি সুই-সুতা আর ব্লক ও হ্যান্ড পেইন্টে তৈরি করতে থাকেন দারুণ সব নকশা।
সাগরিকার ফেসবুক পেজের নাম ‘জলছাপ’। এই পেজের নকশি মসলিন শাড়ি ও পাঞ্জাবি সবার নজর কাড়ে। একসময় তিনি এগুলো বিভিন্ন দামে বিক্রি শুরু করেন। এই পেজ থেকে তিনি ১০ হাজার টাকা দামেও শাড়ি বিক্রি করেন। নিজের পেজের বাইরে ঝিকরগাছার একটি নারী উদ্যোক্তা সংগঠনের মাধ্যমে অনলাইন ও অফলাইনে পণ্য বিক্রি করতে থাকেন। এখন সাগরিকার সঙ্গে কাজ করেন ২০ জন নারী। বাড়িতে বসেই তিনি এখন প্রতি মাসে প্রায় ২০ হাজার টাকা আয় করছেন।
সাগরিকা বলেন, ‘সুই-সুতায় শিল্পকর্মে মানুষ যেমন প্রকৃতির রূপ দেখতে পান, তেমনি আমিও এ কাজে জীবিকার সন্ধান পেয়েছি। গত বছর অসুস্থতার জন্য আমার শরীরে একটি অপারেশন করতে হয়েছিল। সেটা চিকিৎসার জন্য কারও কাছে অর্থের জন্য দ্বারস্থ হতে হয়নি। এটা আমার কাজের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দিয়েছে।’
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
২ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
২ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
২ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
২ দিন আগে