নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সে অনেককাল আগের কথা। যখন নারীরা সোনার পালঙ্কে শুয়ে ঘুমিয়ে থাকত বছরের পর বছর। তারপর কোনো এক রাজকুমার এসে তাদের ঘুম ভাঙাত। নারীদের জীবনে রূপকথা ছিল না কোনোকালেই। বাস্তবতাও ছিল প্রতিকূল। বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশে নারীদের চলার পথ পুরোপুরি মসৃণ নয় আজও। তবে সব প্রতিকূলতা জয় করে নারীরা করে যাচ্ছেন তাঁদের কাজ। বছরজুড়ে নারীরা নিজের কাজ ও সাফল্য দিয়ে বিশ্বদরবারে উজ্জ্বল করেছেন দেশের নাম। প্রতিবারের মতো এ বছরও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে বছরজুড়ে আলোচনায় ছিলেন নারীরা।সেঁজুতি সাহা
দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞানী সেঁজুতি সাহা লাইফ সায়েন্সে ভূমিকা রাখায় বৈশ্বিকভাবে আলোচিত হয়েছেন এ বছর। বৈশ্বিক স্বাস্থ্য গবেষণায় সমতা অর্জনে চ্যাম্পিয়ন হিসেবে ভূমিকা রাখছেন তিনি। তাঁর দলই প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাসের জিন নকশা উন্মোচন করে। এ ছাড়া চিকুনগুনিয়া ভাইরাস যে শুধু রক্তে নয়, শিশুদের মস্তিষ্কে ছড়িয়ে মেনিনজাইটিস রোগ সৃষ্টি করতে পারে, তা-ও উন্মোচন করেছেন সেঁজুতি সাহা।
গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী
এ বছর এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী। তিনি প্লাস্টিকের দূষণ এবং প্রকৃতি ও মানুষের জীবনে তার ক্ষতিকর প্রভাব নিয়ে একাধিক গবেষণা করেছেন। এ ছাড়া তিনি কাজ করেছেন উপকূলীয় নারীদের বিকল্প কর্মসংস্থান নিয়ে।
জাহ্নবী রহমান
২০২৩ সালের ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ ক্যাটাগরিতে এশিয়া অঞ্চলের উদীয়মান তরুণের তালিকায় নাম উঠে আসে জাহ্নবী রহমানের। কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর জাহ্নবী ‘রিলাক্সি’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। এই প্ল্যাটফর্ম মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ফোর্বসের থার্টি আন্ডার থার্টি তালিকায় সামাজিক প্রভাব শ্রেণিতে স্থান পেয়েছেন জাহ্নবী।
জান্নাতুল ফেরদৌস আইভি
জান্নাতুল ফেরদৌস আইভি এ বছর বিবিসির তালিকাভুক্ত বিশ্বের ১০০ প্রভাবশালী নারীদের একজন নির্বাচিত হয়েছেন। তিনি একাধারে চলচ্চিত্র নির্মাতা, লেখক ও মানবাধিকারকর্মী। এক অগ্নিদুর্ঘটনায় তাঁর শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। এই মর্মান্তিক ঘটনা থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, লেখক ও অধিকারকর্মীর ভূমিকায় অবতীর্ণ হন। আইভি ‘ভয়েস অ্যান্ড ভিউস’ নামে একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা। সংস্থাটি অগ্নিদুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসা নারীদের অধিকার নিয়ে কাজ করে। এ পর্যন্ত ৫টি শর্টফিল্ম নির্মাণ করেন তিনি। এ ছাড়া তাঁর লেখা ৩টি উপন্যাসও প্রকাশিত হয়েছে।
নাজলী হোসেন
নাজলী হোসেন বাংলাদেশে পরিবেশবান্ধব ভবন নকশার পথিকৃৎ হিসেবে পরিচিত। চলতি বছর এশিয়ার শীর্ষ ১০ নারী স্থপতির তালিকায় স্থান পান তিনি। গত ফেব্রুয়ারিতে ভারতীয় পত্রিকা ‘উইমেন এন্ট্রাপ্রেনিউর ইন্ডিয়া’ এই সম্মাননা দেয়।
ড. রুম্মান চৌধুরী
এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বসেরা ১০০ জনের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন টাইম। এই তালিকায় স্থান পান বাংলাদেশি বংশোদ্ভূত ড. রুম্মান চৌধুরী। তিনি ডেটা সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের সমন্বয়ে ‘অ্যাপ্লাইড অ্যালগরিদমিক এথিকস’ নিয়ে কাজ করেন। রুম্মান মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা ও মেশিন লার্নিং বিষয়ে গবেষণার কাজ করেন।
রূপালী চৌধুরী
রূপালী চৌধুরী বাংলাদেশের প্রথম নারী হিসেবে বহুজাতিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। দেশের শীর্ষস্থানীয় পেইন্টস সলিউশন ব্র্যান্ড বার্জারের ব্যবস্থাপনা পরিচালক। বিখ্যাত টাইম ম্যাগাজিনের চলতি বছরের প্রথম সংখ্যায় একজন সফল বিজনেস লিডার হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
সে অনেককাল আগের কথা। যখন নারীরা সোনার পালঙ্কে শুয়ে ঘুমিয়ে থাকত বছরের পর বছর। তারপর কোনো এক রাজকুমার এসে তাদের ঘুম ভাঙাত। নারীদের জীবনে রূপকথা ছিল না কোনোকালেই। বাস্তবতাও ছিল প্রতিকূল। বাংলাদেশের মতো উন্নয়নশীল একটি দেশে নারীদের চলার পথ পুরোপুরি মসৃণ নয় আজও। তবে সব প্রতিকূলতা জয় করে নারীরা করে যাচ্ছেন তাঁদের কাজ। বছরজুড়ে নারীরা নিজের কাজ ও সাফল্য দিয়ে বিশ্বদরবারে উজ্জ্বল করেছেন দেশের নাম। প্রতিবারের মতো এ বছরও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জন করে বছরজুড়ে আলোচনায় ছিলেন নারীরা।সেঁজুতি সাহা
দেশের অন্যতম শীর্ষ বিজ্ঞানী সেঁজুতি সাহা লাইফ সায়েন্সে ভূমিকা রাখায় বৈশ্বিকভাবে আলোচিত হয়েছেন এ বছর। বৈশ্বিক স্বাস্থ্য গবেষণায় সমতা অর্জনে চ্যাম্পিয়ন হিসেবে ভূমিকা রাখছেন তিনি। তাঁর দলই প্রথমবারের মতো বাংলাদেশে করোনাভাইরাসের জিন নকশা উন্মোচন করে। এ ছাড়া চিকুনগুনিয়া ভাইরাস যে শুধু রক্তে নয়, শিশুদের মস্তিষ্কে ছড়িয়ে মেনিনজাইটিস রোগ সৃষ্টি করতে পারে, তা-ও উন্মোচন করেছেন সেঁজুতি সাহা।
গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী
এ বছর এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর তালিকায় জায়গা করে নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক গাউসিয়া ওয়াহিদুন্নেসা চৌধুরী। তিনি প্লাস্টিকের দূষণ এবং প্রকৃতি ও মানুষের জীবনে তার ক্ষতিকর প্রভাব নিয়ে একাধিক গবেষণা করেছেন। এ ছাড়া তিনি কাজ করেছেন উপকূলীয় নারীদের বিকল্প কর্মসংস্থান নিয়ে।
জাহ্নবী রহমান
২০২৩ সালের ফোর্বসের ‘থার্টি আন্ডার থার্টি’ ক্যাটাগরিতে এশিয়া অঞ্চলের উদীয়মান তরুণের তালিকায় নাম উঠে আসে জাহ্নবী রহমানের। কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর জাহ্নবী ‘রিলাক্সি’ নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা। এই প্ল্যাটফর্ম মানসিক স্বাস্থ্যসেবা দিয়ে থাকে। ফোর্বসের থার্টি আন্ডার থার্টি তালিকায় সামাজিক প্রভাব শ্রেণিতে স্থান পেয়েছেন জাহ্নবী।
জান্নাতুল ফেরদৌস আইভি
জান্নাতুল ফেরদৌস আইভি এ বছর বিবিসির তালিকাভুক্ত বিশ্বের ১০০ প্রভাবশালী নারীদের একজন নির্বাচিত হয়েছেন। তিনি একাধারে চলচ্চিত্র নির্মাতা, লেখক ও মানবাধিকারকর্মী। এক অগ্নিদুর্ঘটনায় তাঁর শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়। এই মর্মান্তিক ঘটনা থেকে ঘুরে দাঁড়িয়ে তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, লেখক ও অধিকারকর্মীর ভূমিকায় অবতীর্ণ হন। আইভি ‘ভয়েস অ্যান্ড ভিউস’ নামে একটি মানবাধিকার সংস্থার প্রতিষ্ঠাতা। সংস্থাটি অগ্নিদুর্ঘটনা থেকে বেঁচে ফিরে আসা নারীদের অধিকার নিয়ে কাজ করে। এ পর্যন্ত ৫টি শর্টফিল্ম নির্মাণ করেন তিনি। এ ছাড়া তাঁর লেখা ৩টি উপন্যাসও প্রকাশিত হয়েছে।
নাজলী হোসেন
নাজলী হোসেন বাংলাদেশে পরিবেশবান্ধব ভবন নকশার পথিকৃৎ হিসেবে পরিচিত। চলতি বছর এশিয়ার শীর্ষ ১০ নারী স্থপতির তালিকায় স্থান পান তিনি। গত ফেব্রুয়ারিতে ভারতীয় পত্রিকা ‘উইমেন এন্ট্রাপ্রেনিউর ইন্ডিয়া’ এই সম্মাননা দেয়।
ড. রুম্মান চৌধুরী
এ বছর কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে অবদানের জন্য বিশ্বসেরা ১০০ জনের নাম ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রভাবশালী ম্যাগাজিন টাইম। এই তালিকায় স্থান পান বাংলাদেশি বংশোদ্ভূত ড. রুম্মান চৌধুরী। তিনি ডেটা সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের সমন্বয়ে ‘অ্যাপ্লাইড অ্যালগরিদমিক এথিকস’ নিয়ে কাজ করেন। রুম্মান মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা ও মেশিন লার্নিং বিষয়ে গবেষণার কাজ করেন।
রূপালী চৌধুরী
রূপালী চৌধুরী বাংলাদেশের প্রথম নারী হিসেবে বহুজাতিক কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। দেশের শীর্ষস্থানীয় পেইন্টস সলিউশন ব্র্যান্ড বার্জারের ব্যবস্থাপনা পরিচালক। বিখ্যাত টাইম ম্যাগাজিনের চলতি বছরের প্রথম সংখ্যায় একজন সফল বিজনেস লিডার হিসেবে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি।
দেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে গত বছর। বছরটি নারীর জন্য ছিল অম্ল-মধুর। যে বিষয়টি বলার তা হলো, বিভিন্ন পদক্ষেপ, আইন, শাস্তি—কোনো কিছুই নারীর প্রতি সহিংসতা আর নির্যাতন বন্ধ করতে পারছে না।
৪ দিন আগেজামেলা খাতুনের বয়স ৮০ পেরিয়ে গেছে। অনেক আগেই কর্মশক্তি হারিয়েছেন তিনি। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। কোটরাগত দুচোখ তাঁর সর্বস্ব হারানোর বিশদ উপাখ্যান। স্বামী সমেজ মিয়াকে হারিয়েছেন এক যুগ আগে। যমুনার ভাঙনে হারিয়েছেন ঘরবাড়ি। মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে নিয়ে ছিল তাঁর সংসার। স্বামী মারা যাওয়ার..
৪ দিন আগেআমার বয়স ১৮ বছর, স্বামীর ৪৫। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছিল দেড় বছর আগে। আমার ননদ বিয়ের সূত্রে অন্য জেলায় থাকে এবং পারিবারিক ব্যাপারে নাক গলায়। নানা রকম মানসিক নির্যাতন সহ্য করেছি গত দেড় বছরে। আমার ভরণপোষণও ঠিকমতো দেয়নি তারা। বাড়ির একটি রুম নিয়ে পারলার দিয়েছিলাম...
৪ দিন আগেএকজন বন্দী কারাগারে থেকে কিসের বিনিময়ে ভালো সেবা পেতে পারেন? অনেকের মনে ঘুরতে পারে এর অনেক উত্তর। কিন্তু যদি শোনেন, এই ‘বিনিময়’ সেই বন্দীর পরিবারকে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করার প্রস্তাব! অনেকে হোঁচট খাবেন। তেমনই এক ঘটনার কথা আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস করেছেন
৪ দিন আগে