নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ২৫টি জেলা এবং ১২টি সিটি করপোরেশনের এক লাখ নারী ও শিশুকে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেবে ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘সুবর্ণরেখা’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রমটি চলছে। আজ সোমবার বিকেলে কার্যক্রমটি বরিশাল জেলায় শুরু হয়েছে।
বরিশাল নগরীর ব্র্যাক সেন্টারে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরেন ইউনিসেফের শিশু নিরাপত্তা শাখার প্রকল্প সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি জানান, ইউনিসেফ নারী ও শিশুদের নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রান্তিক ও দুর্বল শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা সহিংসতা প্রতিরোধে আরও বেশি সক্ষম হয়ে উঠবে।
সানজিদা ইসলাম বলেন, বাংলাদেশে শিশু ও নারী ওপর নির্যাতন এবং সহিংসতা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্যাতন ও সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে এই আত্মরক্ষামূলক কৌশল নারীদের কাজে আসবে। এই প্রকল্পের উদ্দেশ্য নারী শিশুদের বিভিন্ন আত্মরক্ষার কৌশল শেখানো যাতে তারা আক্রমণকারীদের প্রতিহত করতে পারে এবং নিজেদের রক্ষা করতে পারে।
সুবর্ণরেখা জেলা প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা সারা বাংলাদেশ একটি মাইলফলক তৈরি করতে চাই। বাংলাদেশের এক লাখ শিশুদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে চাই। যাতে তারা যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে পারে।’
বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম শুভ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে যে উদ্ভাবনী কর্মসূচি চালু করেছে, তা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, আমরা বাংলাদেশে একটি মাইলফলক তৈরি করতে পারব।’
বরিশাল বিভাগের টিওটি ট্রেনিংয়ে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী ও বরগুনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাফকতুল ইসলাম, মাস্টার ট্রেইনার কাজল দাস, প্রকল্প সমন্বয়ক মিটুন শর্মা প্রমুখ।
নারী ও শিশু সহিংসতা প্রতিরোধে ২৫টি জেলা এবং ১২টি সিটি করপোরেশনের এক লাখ নারী ও শিশুকে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ দেবে ইউনিসেফ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ‘সুবর্ণরেখা’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনায় আত্মরক্ষা প্রশিক্ষণ কার্যক্রমটি চলছে। আজ সোমবার বিকেলে কার্যক্রমটি বরিশাল জেলায় শুরু হয়েছে।
বরিশাল নগরীর ব্র্যাক সেন্টারে প্রশিক্ষণের বিস্তারিত তুলে ধরেন ইউনিসেফের শিশু নিরাপত্তা শাখার প্রকল্প সমন্বয়ক সানজিদা ইসলাম। তিনি জানান, ইউনিসেফ নারী ও শিশুদের নিয়ে কাজ করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রান্তিক ও দুর্বল শিশু ও কিশোর-কিশোরীদের আত্মরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এতে তারা সহিংসতা প্রতিরোধে আরও বেশি সক্ষম হয়ে উঠবে।
সানজিদা ইসলাম বলেন, বাংলাদেশে শিশু ও নারী ওপর নির্যাতন এবং সহিংসতা বন্ধে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্যাতন ও সহিংসতা থেকে নিজেদের রক্ষা করতে এই আত্মরক্ষামূলক কৌশল নারীদের কাজে আসবে। এই প্রকল্পের উদ্দেশ্য নারী শিশুদের বিভিন্ন আত্মরক্ষার কৌশল শেখানো যাতে তারা আক্রমণকারীদের প্রতিহত করতে পারে এবং নিজেদের রক্ষা করতে পারে।
সুবর্ণরেখা জেলা প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন বলেন, ‘আমরা সারা বাংলাদেশ একটি মাইলফলক তৈরি করতে চাই। বাংলাদেশের এক লাখ শিশুদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসতে চাই। যাতে তারা যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতন থেকে নিজেদের রক্ষা করতে পারে।’
বরিশাল জেলা ক্রীড়া কর্মকর্তা সাইদুল ইসলাম শুভ বলেন, ‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে যে উদ্ভাবনী কর্মসূচি চালু করেছে, তা আগামীতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, আমরা বাংলাদেশে একটি মাইলফলক তৈরি করতে পারব।’
বরিশাল বিভাগের টিওটি ট্রেনিংয়ে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী ও বরগুনা জেলা ক্রীড়া কর্মকর্তা মো. শাফকতুল ইসলাম, মাস্টার ট্রেইনার কাজল দাস, প্রকল্প সমন্বয়ক মিটুন শর্মা প্রমুখ।
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
৫ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
৫ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
৫ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
৫ দিন আগে