Ajker Patrika

নারীদের নিয়ে চিঠি সংকলন ‘তুমি যেমন’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ০৭: ৫২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

একটি চিঠি সংকলন বই প্রকাশের মাধ্যমে নারী দিবসকে ভিন্নভাবে উদ্‌যাপন করেছে বেসরকারি সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সমাজে নারীদের অসামান্য অবদানকে সম্মান জানিয়ে ‘তুমি যেমন’ শিরোনামের এই সংকলন প্রকাশিত হয়েছে ১৭ মার্চ। এই প্রকাশনার মাধ্যমে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শ্রদ্ধা জানিয়েছে বিশ্বের প্রত্যেক নারীকে, যাঁরা অসমতাপূর্ণ পৃথিবীর মধ্যে বসবাস করেও মানবসভ্যতাকে পরিপূর্ণতা এনে দিয়েছেন।

নারীরা পরিবার ও সমাজে যে চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হন এবং যা তাঁদের অগ্রগতি ও অধিকার রক্ষার পথে বাধা হয়ে দাঁড়ায়, সে বিষয়গুলো নিয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচনা করেন অতিথিরা। অতিথিরা বিশেষভাবে নারীদের প্রতি সহিংসতা বন্ধে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডিয়ান হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (ডেভেলপমেন্ট-জেন্ডার ইকুয়ালিটি) স্টেফানি সেন্ট-লরেন্ট ব্রাসার্ড। তিনি বলেন, ‘ন্যায়বিচারের পক্ষে কথা বলা এবং যাঁরা নিজেদের কথা বলতে পারেন না, তাঁদের জন্য আওয়াজ তোলা আমাদের সবার দায়িত্ব। জেন্ডার সমতায় স্থায়ী পরিবর্তন আনতে হলে নারীদের অর্জন উদ্‌যাপন করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

বইটি সম্পর্কে বাংলাদেশ নেদারল্যান্ডস দূতাবাসের মিশনপ্রধান আন্দ্রে কার্স্টেন্স বলেন, এই বই একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এখানে তরুণ ও প্রান্তিক জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে জেন্ডার সমতা আরও বিকশিত হয়। শিক্ষা এবং নারী ক্ষমতায়নের ক্ষেত্রে নারীরা তাঁদের দক্ষতা অসাধারণভাবে প্রমাণ করেছেন, বইটিতে সেই প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর ওপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার

ভারত নিয়ে পশ্চিমবঙ্গে রিকশাচালকের সঙ্গে তর্ক, বাংলাদেশিকে ফেরত

আকরামদের প্রথম খবর দেওয়া হয়েছিল, তামিম আর নেই

‘মদের বোতল’ হাতে বৈষম্যবিরোধী নেতা-নেত্রীর ভিডিও, সদস্যপদ স্থগিত

চীনের আগে ভারত সফরে যেতে চেয়েছিলেন ড. ইউনূস: দ্য হিন্দুকে প্রেস সচিব

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত