Ajker Patrika

এক মাসে নির্যাতনের শিকার ২৪৯ জন নারী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক মাসে নির্যাতনের শিকার ২৪৯ জন নারী

বাংলাদেশ মহিলা পরিষদের এক পরিসংখ্যানে উঠে এসেছে, গত মার্চ মাসে ২৪৯ জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদে সংরক্ষিত ১৩টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়।

 প্রতিবেদনে আরও জানা যায়, মার্চ মাসে নির্যাতনের শিকার হওয়া নারীদের মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৩৭ জন কন্যাসহ ৫৪ জন। তার মধ্যে ৫ জন কন্যাসহ ১০ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, ৫ জন কন্যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ছাড়া ৭ জন কন্যাসহ ৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

এ ছাড়া নিপীড়নের শিকার হয়েছেন ৭ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন ৬ জন কন্যাসহ ৭ জন। এর মধ্যে উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছেন ২ জন। নারী ও কন্যা পাচারের ঘটনা ঘটেছে ৩ জন কন্যাসহ ৪টি। অগ্নিদগ্ধের শিকার হয়েছে ১ জন কন্যাসহ ৩ জন। এর মধ্যে ১ জনের অগ্নিদগ্ধের কারণে মৃত্যুর হয়েছে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছেন ৪ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন কন্যাসহ ৪৩ জন। ১ জন গৃহকর্মীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিভিন্ন কারণে ৬ জন কন্যাসহ ৪০ জনকে হত্যা করা হয়েছে। ৬ জন কন্যাসহ ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে মার্চ মাসে। ৫ জন কন্যাসহ ১৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে ১ জন কন্যাসহ ৪ জন আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছেন। এ ছাড়া ২ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। ৯ জন কন্যাসহ ১১ জন অপহরণের শিকার হয়েছেন এবং ১ জনকে অপহরণের চেষ্টা করা হয়েছে। পুলিশী নির্যাতনের শিকার হয়েছেন ৩ জন। ২ জন কন্যাসহ ৪ জন সাইবার অপরাধের শিকার হয়েছেন মার্চ মাসে। ৯ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন। এ ছাড়া সে মাসে বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছে ৬টি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত