নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চট্টগ্রামের সদরঘাটের পাহাড় আর নদীঘেরা এলাকায় জন্ম স্বস্তিকার। কর্ণফুলী নদীর পাশেই বাড়ি। তার পাশেই একুশে পদকে ভূষিত বরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিমের আবাস। ছোটবেলায় তাঁর কাছেই কাগজ, পেনসিল নিয়ে আঁকিবুঁকি করতে বসে যেত ছোট্ট স্বস্তিকা। সবাই বলত, সে নাকি লিখতে শেখার আগেই আঁকতে শিখেছে। পুরো নাম স্বস্তিকা ঘোষ।
ছোট্ট স্বস্তিকা বড় হয়ে পড়তে গেলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে। সেখানে হাতখরচ জোগাড়ে বেছে নিলেন আঁকিবুঁকিকেই। মায়ের কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নিয়ে কেনা রং আর কাঠ দিয়েই শুরু হলো তাঁর প্রতিষ্ঠান অনূঢ়া। নকশা করা কাঠের গয়না ছিল স্বস্তিকার প্রথম পণ্য। তবে অল্প দিনেই অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনূঢ়াকে আলাদা করার বিষয়টি মাথায় আসে তাঁর। শুরু হলো চিরুনি অভিযান—খুঁজতে হবে পরিবেশবান্ধব কাঠ।
কিন্তু কী এই পরিবেশবান্ধব কাঠ? অল্প সময়ে পরিবেশবিজ্ঞানে পড়ালেখা করা স্বস্তিকা উত্তরও পেয়ে গেলেন। আমরাও জানতে চাইলাম, পরিবেশবান্ধব কাঠ বিষয়টি কী? স্বস্তিকা জানালেন, হার্ডবোর্ডের সঙ্গে কাগজ, কাঠের গুঁড়ি, বিভিন্ন কাজে ব্যবহার করা কাঠের অবশিষ্টাংশের মিশ্রণে তৈরি হয় পরিবেশবান্ধব কাঠ। এটি যথেষ্ট ভালো ও টেকসই হয় বিভিন্ন মিশ্রণের জন্য। শুধু পরিবেশবান্ধব কাঠই নয়, স্বস্তিকার পণ্যের প্যাকেজিংও ইকো-ফ্রেন্ডলি। বাবল র্যাপ না করে পাটের কাপড়ে মোড়ানো হয় অনূঢ়ার বিভিন্ন পণ্য। আর যে বাক্সে ডেলিভারি করা হয়, সেটিও বায়োডিগ্রেডেবল।
কাঠের ব্যাগের ভেতরে পণ্য সুরক্ষার জন্য ব্যবহার করা হয় ফেল্ট নামের একধরনের উপকরণ। স্বস্তিকা জানান, পুরোপুরি পরিবেশবান্ধব একটি ব্যবসা দাঁড় করাতে চান।
২০১৯ সাল থেকে গয়না দিয়ে শুরু করলেও এখন ঘর সাজানোর বিভিন্ন পণ্য তৈরি করে তাঁর প্রতিষ্ঠান। সঙ্গে কাজ করছেন বেশ কয়েকজন জুনিয়র আর্টিস্ট। স্বস্তিকা জানান, বর্তমান ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে পুরোনো দিনের ফ্যাশনের ফিউশন করেন তিনি। কাজের অভিজ্ঞতা থেকে স্বস্তিকা জানান, নান্দনিক জিনিসের চাহিদা এতটুকু কমেনি। দেশের ক্রেতারা তো বটেই, প্রবাসী বাঙালিরাও অনূঢ়ার পণ্য কেনেন।
চট্টগ্রামের পোস্ট অফিস লেনে একটি আউটলেট রয়েছে অনূঢ়ার। সেখান থেকে প্রতিষ্ঠানটির পরিচিতি আরও বেড়েছে। দেশের ঐতিহ্য পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হবে অনূঢ়া—এমন স্বপ্ন দেখেন স্বস্তিকা।
চট্টগ্রামের সদরঘাটের পাহাড় আর নদীঘেরা এলাকায় জন্ম স্বস্তিকার। কর্ণফুলী নদীর পাশেই বাড়ি। তার পাশেই একুশে পদকে ভূষিত বরেণ্য চিত্রশিল্পী মনসুর উল করিমের আবাস। ছোটবেলায় তাঁর কাছেই কাগজ, পেনসিল নিয়ে আঁকিবুঁকি করতে বসে যেত ছোট্ট স্বস্তিকা। সবাই বলত, সে নাকি লিখতে শেখার আগেই আঁকতে শিখেছে। পুরো নাম স্বস্তিকা ঘোষ।
ছোট্ট স্বস্তিকা বড় হয়ে পড়তে গেলেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে। সেখানে হাতখরচ জোগাড়ে বেছে নিলেন আঁকিবুঁকিকেই। মায়ের কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নিয়ে কেনা রং আর কাঠ দিয়েই শুরু হলো তাঁর প্রতিষ্ঠান অনূঢ়া। নকশা করা কাঠের গয়না ছিল স্বস্তিকার প্রথম পণ্য। তবে অল্প দিনেই অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনূঢ়াকে আলাদা করার বিষয়টি মাথায় আসে তাঁর। শুরু হলো চিরুনি অভিযান—খুঁজতে হবে পরিবেশবান্ধব কাঠ।
কিন্তু কী এই পরিবেশবান্ধব কাঠ? অল্প সময়ে পরিবেশবিজ্ঞানে পড়ালেখা করা স্বস্তিকা উত্তরও পেয়ে গেলেন। আমরাও জানতে চাইলাম, পরিবেশবান্ধব কাঠ বিষয়টি কী? স্বস্তিকা জানালেন, হার্ডবোর্ডের সঙ্গে কাগজ, কাঠের গুঁড়ি, বিভিন্ন কাজে ব্যবহার করা কাঠের অবশিষ্টাংশের মিশ্রণে তৈরি হয় পরিবেশবান্ধব কাঠ। এটি যথেষ্ট ভালো ও টেকসই হয় বিভিন্ন মিশ্রণের জন্য। শুধু পরিবেশবান্ধব কাঠই নয়, স্বস্তিকার পণ্যের প্যাকেজিংও ইকো-ফ্রেন্ডলি। বাবল র্যাপ না করে পাটের কাপড়ে মোড়ানো হয় অনূঢ়ার বিভিন্ন পণ্য। আর যে বাক্সে ডেলিভারি করা হয়, সেটিও বায়োডিগ্রেডেবল।
কাঠের ব্যাগের ভেতরে পণ্য সুরক্ষার জন্য ব্যবহার করা হয় ফেল্ট নামের একধরনের উপকরণ। স্বস্তিকা জানান, পুরোপুরি পরিবেশবান্ধব একটি ব্যবসা দাঁড় করাতে চান।
২০১৯ সাল থেকে গয়না দিয়ে শুরু করলেও এখন ঘর সাজানোর বিভিন্ন পণ্য তৈরি করে তাঁর প্রতিষ্ঠান। সঙ্গে কাজ করছেন বেশ কয়েকজন জুনিয়র আর্টিস্ট। স্বস্তিকা জানান, বর্তমান ফ্যাশন ট্রেন্ডের সঙ্গে পুরোনো দিনের ফ্যাশনের ফিউশন করেন তিনি। কাজের অভিজ্ঞতা থেকে স্বস্তিকা জানান, নান্দনিক জিনিসের চাহিদা এতটুকু কমেনি। দেশের ক্রেতারা তো বটেই, প্রবাসী বাঙালিরাও অনূঢ়ার পণ্য কেনেন।
চট্টগ্রামের পোস্ট অফিস লেনে একটি আউটলেট রয়েছে অনূঢ়ার। সেখান থেকে প্রতিষ্ঠানটির পরিচিতি আরও বেড়েছে। দেশের ঐতিহ্য পৃথিবীব্যাপী ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হবে অনূঢ়া—এমন স্বপ্ন দেখেন স্বস্তিকা।
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
৪ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
৪ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
৪ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
৪ দিন আগে