ফিচার ডেস্ক
বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ছয় দফা সুপারিশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গত সোমবার সংগঠনটি এই সুপারিশপত্র জমা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করাসহ এসব ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে দেখা করে এ সুপারিশপত্র হস্তান্তর করে।
বাংলাদেশ মহিলা পরিষদের ছয়টি সুপারিশের মধ্যে প্রথমটি হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে প্রতিটি অনুষদে কমিটি গঠন করা। অন্য তিনটি সুপারিশ করা হয়েছে ২০০৯ সালের হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে। সেগুলো হলো, রায়ের নির্দেশনায় যেসব বিষয়কে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা আছে, সেগুলো শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভায় আলোচনা করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধির যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে সেই নির্দেশনার বিষয়গুলো যুক্ত করা এবং এ ধরনের ঘটনার জন্য অভিযোগ কমিটি গঠন ও কমিটির কার্যক্রম বিষয়ে অংশীজনের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করা।
এ ছাড়া অন্য দুটি সুপারিশ হলো, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করা এবং সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।
বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ছয় দফা সুপারিশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গত সোমবার সংগঠনটি এই সুপারিশপত্র জমা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করাসহ এসব ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে দেখা করে এ সুপারিশপত্র হস্তান্তর করে।
বাংলাদেশ মহিলা পরিষদের ছয়টি সুপারিশের মধ্যে প্রথমটি হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে প্রতিটি অনুষদে কমিটি গঠন করা। অন্য তিনটি সুপারিশ করা হয়েছে ২০০৯ সালের হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে। সেগুলো হলো, রায়ের নির্দেশনায় যেসব বিষয়কে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা আছে, সেগুলো শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভায় আলোচনা করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধির যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে সেই নির্দেশনার বিষয়গুলো যুক্ত করা এবং এ ধরনের ঘটনার জন্য অভিযোগ কমিটি গঠন ও কমিটির কার্যক্রম বিষয়ে অংশীজনের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করা।
এ ছাড়া অন্য দুটি সুপারিশ হলো, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করা এবং সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
৪ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
৪ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
৪ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
৪ দিন আগে