ইউজিসিতে মহিলা পরিষদের ছয় দফা সুপারিশ

ফিচার ডেস্ক 
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৮: ০২

বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে ছয় দফা সুপারিশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। গত সোমবার সংগঠনটি এই সুপারিশপত্র জমা দেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি)। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা প্রতিরোধ ও প্রতিকারে মনিটরিং কার্যক্রম আরও জোরদার করাসহ এসব ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। 

বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ইউজিসি চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীরের সঙ্গে দেখা করে এ সুপারিশপত্র হস্তান্তর করে। 

বাংলাদেশ মহিলা পরিষদের ছয়টি সুপারিশের মধ্যে প্রথমটি হলো, বিশ্ববিদ্যালয়গুলোতে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে প্রতিটি অনুষদে কমিটি গঠন করা। অন্য তিনটি সুপারিশ করা হয়েছে ২০০৯ সালের হাইকোর্টের দেওয়া রায়ের আলোকে। সেগুলো হলো, রায়ের নির্দেশনায় যেসব বিষয়কে যৌন হয়রানি ও নিপীড়ন বলে উল্লেখ করা আছে, সেগুলো শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন সভায় আলোচনা করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের চাকরিবিধির যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধে সেই নির্দেশনার বিষয়গুলো যুক্ত করা এবং এ ধরনের ঘটনার জন্য অভিযোগ কমিটি গঠন ও কমিটির কার্যক্রম বিষয়ে অংশীজনের সঙ্গে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কর্মশালা বা প্রশিক্ষণের আয়োজন করা।

এ ছাড়া অন্য দুটি সুপারিশ হলো, বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধকল্পে গঠিত অভিযোগ কমিটির কার্যক্রম গতিশীল করা এবং সুপারিশ বাস্তবায়নে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি চাকরিজীবীরা সম্পদের হিসাব না দিলে যেসব শাস্তির মুখোমুখি হতে পারেন

শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম সাখাওয়াতের বিস্ফোরক মন্তব্য, কী বলেছেন এই উপদেষ্টা

শিক্ষকের নতুন ২০ হাজার পদ, প্রাথমিকে আসছে বড় পরিবর্তন

লক্ষ্মীপুরে জামায়াত নেতাকে অতিথি করায় মাহফিল বন্ধ করে দেওয়ার অভিযোগ

শ্রীপুরে পিকনিকের বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যু, আহত ৩

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত