ফিচার ডেস্ক
সালটা ১৯১৯। সে সময় উন্নত বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল টেলিফোন। কিন্তু তার অপারেটরদের অবস্থা ছিল করুণ। কাজের অস্বাভাবিক চাপসহ ছিল নিরাপত্তার অভাব এবং ছিল না সম্মানজনক বেতন। এ থেকে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে প্রায় আট হাজার টেলিফোন অপারেটরের অংশগ্রহণে হয়েছিল ছয় দিনের এক ধর্মঘট বা কর্মবিরতি। শ্রমিক আন্দোলনের ইতিহাসে অন্যতম এই আন্দোলনের ডাক দিয়েছিলেন এক নারী। নাম রোজ ফিঙ্কেলস্টেইন।
ত্রিশ ও চল্লিশের দশকের আমেরিকান শ্রম আন্দোলনের বিশিষ্ট সংগঠক ছিলেন রোজ ফিঙ্কেলস্টেইন। তাঁর জন্ম ১৮৯০ সালের ১০ সেপ্টেম্বর তৎকালীন রাশিয়ান সাম্রাজ্যের অন্তর্গত কিয়েভ শহরে। রোজ মা-বাবার সঙ্গে চলে আসেন আমেরিকার নিউ ইংল্যান্ড অঞ্চলে।
দাম্পত্য জীবনে তাঁর পরিবার ছিল চার সদস্যের। স্বামী ডেভিড ফিঙ্কেলস্টেইন ছিলেন ব্যবসায়ী। তাঁদের দুটি সন্তানের একটি ছেলে, অন্যটি মেয়ে। পরিবারের সদস্যরা রোজের আন্দোলন এবং কাজকে সব সময় সমর্থন জুগিয়ে গেছেন।
শ্রমিকনেতা, সংগঠক এবং সমাজবাদী আন্দোলনকারী হিসেবে পরিচিত ছিলেন রোজ। তাঁর পেশা ছিল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া এবং শ্রমিকদের অধিকারের জন্য সংগ্রাম করা।
১৯১৯ সালে নিউ ইংল্যান্ডের টেলিফোন অপারেটরদের ধর্মঘটের কারণে রোজের নাম আলোচনায় আসে। তবে তাঁর নেতৃত্ব কেবল ধর্মঘটেই সীমাবদ্ধ ছিল না; তিনি নারী শ্রমিকদের কাজের সুষ্ঠু পরিবেশ এবং সমান বেতন নিশ্চিতের জন্য আন্দোলন করেছেন। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা শ্রমিকদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ কারণে শ্রমিকদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করেছেন তিনি। আয়োজন করেছেন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচির, যাতে শ্রমিকেরা তাঁদের দক্ষতা বাড়াতে পারে। রোজ কারখানায় কাজের অবস্থার উন্নতির জন্য সচেতনতা সৃষ্টির পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন প্রণয়ন এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য আন্দোলন করেছেন।
অধিকারকর্মী হিসেবে কাজ করার ক্ষেত্রে তিনি প্রথমে বাণিজ্যিক টেলিগ্রাফার্স ইউনিয়নের জন্য, তারপর লন্ড্রি শ্রমিক ইউনিয়নের জন্য কাজ করেছেন। সে কারণে তিনি বোস্টন এলাকায় সফল ধর্মঘটের ডাক দিয়েছিলেন। চল্লিশের দশকে তিনি ইন্টারন্যাশনাল লেডিস গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন, ইন্টারন্যাশনাল জুয়েলারি ওয়ার্কার্স ইউনিয়ন এবং আমেরিকান ফেaডারেশন অব স্টেট, কাউন্টি এবং মিউনিসিপ্যালিটি গ্রন্থাগারিকদের সংগঠক হিসেবে কাজ করেছিলেন। তিনি পোর্টল্যান্ডের শিপইয়ার্ডে বয়লার প্রস্তুতকারক ইউনিয়নের একটি সংগঠিত আন্দোলনেরও নেতৃত্ব দেন। পঞ্চাশের দশকে তিনি ক্লার্কস ইন্টারন্যাশনাল ইউনিয়ন এবং বিল্ডিং সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়নের সংগঠক ছিলেন।
রোজ শুধু যে শ্রমিকদের জন্য আন্দোলন করেছেন, তা নয়; সমাজতান্ত্রিক রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।
রোজ ফিঙ্কেলস্টেইনের জীবন এবং কাজ তাঁর সময়ের সামাজিক আন্দোলনকে এক নতুন দিশা দিয়েছিল। তাঁর নেতৃত্ব ও দৃঢ়তার কারণে সে সময়ের শ্রমিকেরা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছিলেন। যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী রোজ ফিঙ্কেলস্টেইন ১৯৮০ সালের ২৫ সেপ্টেম্বর ৯০ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
সালটা ১৯১৯। সে সময় উন্নত বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্রে যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল টেলিফোন। কিন্তু তার অপারেটরদের অবস্থা ছিল করুণ। কাজের অস্বাভাবিক চাপসহ ছিল নিরাপত্তার অভাব এবং ছিল না সম্মানজনক বেতন। এ থেকে উত্তরণের জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড অঞ্চলে প্রায় আট হাজার টেলিফোন অপারেটরের অংশগ্রহণে হয়েছিল ছয় দিনের এক ধর্মঘট বা কর্মবিরতি। শ্রমিক আন্দোলনের ইতিহাসে অন্যতম এই আন্দোলনের ডাক দিয়েছিলেন এক নারী। নাম রোজ ফিঙ্কেলস্টেইন।
ত্রিশ ও চল্লিশের দশকের আমেরিকান শ্রম আন্দোলনের বিশিষ্ট সংগঠক ছিলেন রোজ ফিঙ্কেলস্টেইন। তাঁর জন্ম ১৮৯০ সালের ১০ সেপ্টেম্বর তৎকালীন রাশিয়ান সাম্রাজ্যের অন্তর্গত কিয়েভ শহরে। রোজ মা-বাবার সঙ্গে চলে আসেন আমেরিকার নিউ ইংল্যান্ড অঞ্চলে।
দাম্পত্য জীবনে তাঁর পরিবার ছিল চার সদস্যের। স্বামী ডেভিড ফিঙ্কেলস্টেইন ছিলেন ব্যবসায়ী। তাঁদের দুটি সন্তানের একটি ছেলে, অন্যটি মেয়ে। পরিবারের সদস্যরা রোজের আন্দোলন এবং কাজকে সব সময় সমর্থন জুগিয়ে গেছেন।
শ্রমিকনেতা, সংগঠক এবং সমাজবাদী আন্দোলনকারী হিসেবে পরিচিত ছিলেন রোজ। তাঁর পেশা ছিল শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দেওয়া এবং শ্রমিকদের অধিকারের জন্য সংগ্রাম করা।
১৯১৯ সালে নিউ ইংল্যান্ডের টেলিফোন অপারেটরদের ধর্মঘটের কারণে রোজের নাম আলোচনায় আসে। তবে তাঁর নেতৃত্ব কেবল ধর্মঘটেই সীমাবদ্ধ ছিল না; তিনি নারী শ্রমিকদের কাজের সুষ্ঠু পরিবেশ এবং সমান বেতন নিশ্চিতের জন্য আন্দোলন করেছেন। তিনি বিশ্বাস করতেন, শিক্ষা শ্রমিকদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এ কারণে শ্রমিকদের শিক্ষার সুযোগ বাড়াতে কাজ করেছেন তিনি। আয়োজন করেছেন বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও শিক্ষামূলক কর্মসূচির, যাতে শ্রমিকেরা তাঁদের দক্ষতা বাড়াতে পারে। রোজ কারখানায় কাজের অবস্থার উন্নতির জন্য সচেতনতা সৃষ্টির পাশাপাশি কর্মীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আইন প্রণয়ন এবং স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য আন্দোলন করেছেন।
অধিকারকর্মী হিসেবে কাজ করার ক্ষেত্রে তিনি প্রথমে বাণিজ্যিক টেলিগ্রাফার্স ইউনিয়নের জন্য, তারপর লন্ড্রি শ্রমিক ইউনিয়নের জন্য কাজ করেছেন। সে কারণে তিনি বোস্টন এলাকায় সফল ধর্মঘটের ডাক দিয়েছিলেন। চল্লিশের দশকে তিনি ইন্টারন্যাশনাল লেডিস গার্মেন্টস ওয়ার্কার্স ইউনিয়ন, ইন্টারন্যাশনাল জুয়েলারি ওয়ার্কার্স ইউনিয়ন এবং আমেরিকান ফেaডারেশন অব স্টেট, কাউন্টি এবং মিউনিসিপ্যালিটি গ্রন্থাগারিকদের সংগঠক হিসেবে কাজ করেছিলেন। তিনি পোর্টল্যান্ডের শিপইয়ার্ডে বয়লার প্রস্তুতকারক ইউনিয়নের একটি সংগঠিত আন্দোলনেরও নেতৃত্ব দেন। পঞ্চাশের দশকে তিনি ক্লার্কস ইন্টারন্যাশনাল ইউনিয়ন এবং বিল্ডিং সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়নের সংগঠক ছিলেন।
রোজ শুধু যে শ্রমিকদের জন্য আন্দোলন করেছেন, তা নয়; সমাজতান্ত্রিক রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি।
রোজ ফিঙ্কেলস্টেইনের জীবন এবং কাজ তাঁর সময়ের সামাজিক আন্দোলনকে এক নতুন দিশা দিয়েছিল। তাঁর নেতৃত্ব ও দৃঢ়তার কারণে সে সময়ের শ্রমিকেরা নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করেছিলেন। যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলনের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মী রোজ ফিঙ্কেলস্টেইন ১৯৮০ সালের ২৫ সেপ্টেম্বর ৯০ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
৩ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
৩ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
৩ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
৩ দিন আগে