Ajker Patrika

উজ্জ্বলার নতুন পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উজ্জ্বলার নতুন পদক্ষেপ

বিউটি ও গ্রুমিং সেক্টরে উদ্যোক্তা তৈরির মাধ্যমে নারীকে স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করে তুলতে উদ্যোগ নিয়েছে বিউটি অ্যান্ড গ্রুমিং সেক্টরের পথপ্রদর্শক প্রতিষ্ঠান উজ্জ্বলা। সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ফান্ডের (এনএইচআরডিএফ) অর্থায়নে এবং ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির (এনএসডিএ) তত্ত্বাবধানে একটি চুক্তি স্বাক্ষর করেছে প্রতিষ্ঠানটি। চুক্তির মাধ্যমে বিউটি প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থাও করবে উজ্জ্বলা।

উজ্জ্বলার সহ-প্রতিষ্ঠাতা আফরোজা পারভীন বলেছেন, ‘এই উদ্যোগে অংশ নিতে ২৫৩টি প্রতিষ্ঠান আবেদন করে। এগুলোর মধ্যে ৭টি প্রতিষ্ঠানকে অনুমোদন দেওয়া হয়। উজ্জ্বলা তার একটি।’ নারী ক্ষমতায়নে উজ্জ্বলার ওপর আস্থা রেখে পাশে থাকার সুযোগ দেওয়ার জন্য এনএইচআরডিএফকে ধন্যবাদ জানিয়েছেন আফরোজা পারভীন।

এর আগে বাংলাদেশ মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত প্রতিষ্ঠান ‘জয়িতা ফাউন্ডেশন’-এর সঙ্গে যৌথ উদ্যোগে বিউটি প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে সারা দেশে কাজ করেছে উজ্জ্বলা। আফরোজা পারভীন জানিয়েছেন, নারীকে স্বাবলম্বী করে তার স্বপ্নপূরণের পথে এগিয়ে নিতে কাজ করছে তাঁর প্রতিষ্ঠান। নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য বলে জানিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত