আনোয়ার হোসেন শামীম, গাইবান্ধা
প্রকাশ ঝা পরিচালিত একটি হিন্দি চলচ্চিত্র। নাম ‘রাজনীতি’। ২০১০ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, রাজনীতির অন্দর ও বাহির থাকে। অন্দরে থাকে একটি রাজনৈতিক পরিবারের উত্থান-পতন এবং একান্ত কষ্ট আর সংগ্রামের গল্প। বাইরে থাকে তাদের সাফল্য কিংবা ব্যর্থতার গল্প। সেই চলচ্চিত্রের চেয়ে কোনো অংশেই কম নয় আব্দুল্লাহ নাহিদ নিগারের গল্প। তিনি মাত্র ২১ দিনে নিজের পুরো নির্বাচনী এলাকা চষে বেড়িয়ে ছিনিয়ে এনেছেন বিজয়।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একেবারে ‘নির্বাচনী মাঠ গরম করে’ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ নাহিদ নিগার। সংসদে তিনি একেবারে নতুন মুখ। অথচ তিনি এসেছিলেন এবারের নির্বাচনে তাঁর মা আফরুজা বারীকে সহায়তা করার জন্য। আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন তাঁর মা। কিন্তু রাজনীতি ও নির্বাচনের ছকের খেলায় তাঁর মনোনয়ন বাতিল করা হলে মঞ্চে আসেন আব্দুল্লাহ নাহিদ নিগার, ভোটের মাত্র ২১ দিন আগে। এই অল্প সময়ে দলীয় নেতা-কর্মীদের আগ্রহ ও ইচ্ছার কারণে আর ফিরে যাওয়া হয়নি তাঁর। বদলে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিপক্ষকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করে তিনি এখন সংসদ সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জননী। তাঁর স্বামী প্রকৌশলী ড. তারিকুল ইসলাম।
নিগার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে যান। তিনি যুক্তরাজ্য থেকে অর্থনীতি ও আন্তর্জাতিক অর্থ বিষয়ে স্নাতকোত্তর এবং কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে লেখাপড়া শেষ করেন। মা আফরুজা বারীর ব্যবসাপ্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড দেখাশোনা করতেন নিগার। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে। থাকতেন যুক্তরাষ্ট্রে। এবার ভোটের আগে তিনি দেশে আসেন মূলত মাকে নির্বাচনী প্রচারে সহায়তা করতে। কিন্তু তিনি যে নিজেই নির্বাচনের অংশ হয়ে যাবেন, ভাবেননি ঘুণাক্ষরেও।
‘সেখান থেকে রাজনীতির জন্য অনেক অভিজ্ঞতা অর্জন করছি।’ আমরা যখন তাঁর সঙ্গে কথা বলতে যাই, তখন তিনি নির্বাচনী প্রচারে ভীষণ ব্যস্ত। দ্রুত কথা বলতে হচ্ছিল। নিগারের এই কথার ‘সেখান থেকে’ শব্দবন্ধ বেশ গুরুত্বপূর্ণ। নিজে রাজনীতি না করলেও নিগার আসলে একটি রাজনৈতিক পরিবারের মানুষ। তাঁর নানা আশরাফ আলী, নানি আলতাফুন্নেছা, মামা শহীদ এমপি মঞ্জুরুল ইসলাম লিটন এবং মা আফরুজা বারী ছিলেন সরাসরি মাঠের রাজনীতির মানুষ। ফলে ছোটবেলা থেকে রাজনীতি ও রাজনৈতিক পরিবেশে তিনি বেড়ে ওঠেন। সেটাই ছিল তাঁর হঠাৎ করে রাজনীতিতে আসার পেছনের চালিকা শক্তির গল্প। সে কারণে মাত্র ২১ দিনের তৎপরতায় তিনি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য।
২১ দিনের হিসাবটা আসলে সরল। নিগারের মা আফরুজা বারী বাংলাদেশ আওয়ামী লীগের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হন। কিন্তু গত ১৭ ডিসেম্বর রাজনৈতিক দলটির কেন্দ্রীয় নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরদিন থেকে পরিবার, স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় মানুষদের অনুপ্রেরণায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ময়দানে নামেন। সব প্রক্রিয়া শেষে বরাদ্দ পান ঢেঁকি প্রতীক। সেই প্রতীক নিয়ে তিনি ৭ জানুয়ারি নির্বাচনে জিতে যান।
নির্বাচনের রাজনীতি এক দারুণ বিষয়। সেখানে ছক কষে চলতে না পারলে টিকে থাকা বেশ কঠিন। রাজনৈতিক পরিবারের মানুষ হিসেবে নিগার বিষয়টি জানেন। আর জেনেশুনেই তিনি রাজনীতির কঠিন পথে পা বাড়িয়েছেন। নিগার বলেছেন, ‘১৮ ডিসেম্বর থেকে প্রতীক বরাদ্দ পেয়ে আমি রাজনীতির পথে পা বাড়াই। ঠিক ওই দিন থেকেই সক্রিয় রাজনীতিতে আমার যাত্রা শুরু হয়। পরে তফসিল অনুযায়ী মাত্র ১৮ দিন সময়ে পুরো উপজেলায় জনসংযোগ ও উঠান বৈঠক করি। এতেই সাধারণ মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়ে ঢেঁকি প্রতীকে ৬৬ হাজার ৪৯ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন।’ তিনি বারবার যে বিষয়ে জোর দিয়েছেন, তা হলো ‘জনগণের ভালোবাসা’। তিনি মনে করেন, পরিবারের দীর্ঘ রাজনৈতিক পরিচয় তাঁকে এগিয়ে দিয়েছে অনেকখানি। এখন বাকিটা তিনি অর্জন করে নিতে চান।
প্রকাশ ঝা পরিচালিত একটি হিন্দি চলচ্চিত্র। নাম ‘রাজনীতি’। ২০১০ সালে মুক্তি পাওয়া চলচ্চিত্রটি যাঁরা দেখেছেন, তাঁরা জানেন, রাজনীতির অন্দর ও বাহির থাকে। অন্দরে থাকে একটি রাজনৈতিক পরিবারের উত্থান-পতন এবং একান্ত কষ্ট আর সংগ্রামের গল্প। বাইরে থাকে তাদের সাফল্য কিংবা ব্যর্থতার গল্প। সেই চলচ্চিত্রের চেয়ে কোনো অংশেই কম নয় আব্দুল্লাহ নাহিদ নিগারের গল্প। তিনি মাত্র ২১ দিনে নিজের পুরো নির্বাচনী এলাকা চষে বেড়িয়ে ছিনিয়ে এনেছেন বিজয়।
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একেবারে ‘নির্বাচনী মাঠ গরম করে’ সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ নাহিদ নিগার। সংসদে তিনি একেবারে নতুন মুখ। অথচ তিনি এসেছিলেন এবারের নির্বাচনে তাঁর মা আফরুজা বারীকে সহায়তা করার জন্য। আসনটিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন তাঁর মা। কিন্তু রাজনীতি ও নির্বাচনের ছকের খেলায় তাঁর মনোনয়ন বাতিল করা হলে মঞ্চে আসেন আব্দুল্লাহ নাহিদ নিগার, ভোটের মাত্র ২১ দিন আগে। এই অল্প সময়ে দলীয় নেতা-কর্মীদের আগ্রহ ও ইচ্ছার কারণে আর ফিরে যাওয়া হয়নি তাঁর। বদলে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিপক্ষকে বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করে তিনি এখন সংসদ সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং তিন সন্তানের জননী। তাঁর স্বামী প্রকৌশলী ড. তারিকুল ইসলাম।
নিগার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাস করে উচ্চতর ডিগ্রির জন্য বিদেশে যান। তিনি যুক্তরাজ্য থেকে অর্থনীতি ও আন্তর্জাতিক অর্থ বিষয়ে স্নাতকোত্তর এবং কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিষয়ে লেখাপড়া শেষ করেন। মা আফরুজা বারীর ব্যবসাপ্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড দেখাশোনা করতেন নিগার। তিনি ছিলেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে। থাকতেন যুক্তরাষ্ট্রে। এবার ভোটের আগে তিনি দেশে আসেন মূলত মাকে নির্বাচনী প্রচারে সহায়তা করতে। কিন্তু তিনি যে নিজেই নির্বাচনের অংশ হয়ে যাবেন, ভাবেননি ঘুণাক্ষরেও।
‘সেখান থেকে রাজনীতির জন্য অনেক অভিজ্ঞতা অর্জন করছি।’ আমরা যখন তাঁর সঙ্গে কথা বলতে যাই, তখন তিনি নির্বাচনী প্রচারে ভীষণ ব্যস্ত। দ্রুত কথা বলতে হচ্ছিল। নিগারের এই কথার ‘সেখান থেকে’ শব্দবন্ধ বেশ গুরুত্বপূর্ণ। নিজে রাজনীতি না করলেও নিগার আসলে একটি রাজনৈতিক পরিবারের মানুষ। তাঁর নানা আশরাফ আলী, নানি আলতাফুন্নেছা, মামা শহীদ এমপি মঞ্জুরুল ইসলাম লিটন এবং মা আফরুজা বারী ছিলেন সরাসরি মাঠের রাজনীতির মানুষ। ফলে ছোটবেলা থেকে রাজনীতি ও রাজনৈতিক পরিবেশে তিনি বেড়ে ওঠেন। সেটাই ছিল তাঁর হঠাৎ করে রাজনীতিতে আসার পেছনের চালিকা শক্তির গল্প। সে কারণে মাত্র ২১ দিনের তৎপরতায় তিনি নির্বাচিত হয়েছেন সংসদ সদস্য।
২১ দিনের হিসাবটা আসলে সরল। নিগারের মা আফরুজা বারী বাংলাদেশ আওয়ামী লীগের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হন। কিন্তু গত ১৭ ডিসেম্বর রাজনৈতিক দলটির কেন্দ্রীয় নির্দেশে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরদিন থেকে পরিবার, স্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় মানুষদের অনুপ্রেরণায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের ময়দানে নামেন। সব প্রক্রিয়া শেষে বরাদ্দ পান ঢেঁকি প্রতীক। সেই প্রতীক নিয়ে তিনি ৭ জানুয়ারি নির্বাচনে জিতে যান।
নির্বাচনের রাজনীতি এক দারুণ বিষয়। সেখানে ছক কষে চলতে না পারলে টিকে থাকা বেশ কঠিন। রাজনৈতিক পরিবারের মানুষ হিসেবে নিগার বিষয়টি জানেন। আর জেনেশুনেই তিনি রাজনীতির কঠিন পথে পা বাড়িয়েছেন। নিগার বলেছেন, ‘১৮ ডিসেম্বর থেকে প্রতীক বরাদ্দ পেয়ে আমি রাজনীতির পথে পা বাড়াই। ঠিক ওই দিন থেকেই সক্রিয় রাজনীতিতে আমার যাত্রা শুরু হয়। পরে তফসিল অনুযায়ী মাত্র ১৮ দিন সময়ে পুরো উপজেলায় জনসংযোগ ও উঠান বৈঠক করি। এতেই সাধারণ মানুষ আমার প্রতি আকৃষ্ট হয়ে ঢেঁকি প্রতীকে ৬৬ হাজার ৪৯ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন।’ তিনি বারবার যে বিষয়ে জোর দিয়েছেন, তা হলো ‘জনগণের ভালোবাসা’। তিনি মনে করেন, পরিবারের দীর্ঘ রাজনৈতিক পরিচয় তাঁকে এগিয়ে দিয়েছে অনেকখানি। এখন বাকিটা তিনি অর্জন করে নিতে চান।
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
২ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
৩ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
৩ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
৩ দিন আগে