ফিচার ডেস্ক
একটা সময় কাজী নজরুল ইসলামের গানের আলাদা কোনো নাম ছিল না। বিদ্রোহী কবির গান ‘নজরুলসংগীত’ নামে পরিচিত করানোর পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন শিল্পী ফিরোজা বেগম।
১৯৩০ সালের ২৮ জুলাই ফিরোজা বেগম জন্মেছিলেন ফরিদপুরে। ১৯৪০-এর দশকে তিনি সংগীতজীবনে পদার্পণ করেন। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তিনি অল ইন্ডিয়া রেডিওতে গানে কণ্ঠ দেন। মাত্র ১২ বছর বয়সে ইসলামি গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলাম নিজেই ফিরোজা বেগমকে গান শিখিয়েছিলেন। তাঁর কণ্ঠমাধুরীতে মুগ্ধ ছিলেন স্বয়ং নজরুল। কবির অনেক গান তাঁর কণ্ঠে বেঁচে আছে বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে। দেশের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু, বাংলা, হিন্দি, নজরুল, ইসলামি সংগীতসহ অসংখ্য রেকর্ড প্রকাশিত হয় ফিরোজা বেগমের। তবে নজরুলসংগীতে তাঁর অসামান্য অবদানের জন্য কিংবদন্তি হয়ে আছেন তিনি। নজরুলের গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯৪৯ সালে।
স্বাধীনতা পদক, একুশে পদকসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। নজরুলসংগীতের নক্ষত্র ফিরোজা বেগম ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মারা যান।
একটা সময় কাজী নজরুল ইসলামের গানের আলাদা কোনো নাম ছিল না। বিদ্রোহী কবির গান ‘নজরুলসংগীত’ নামে পরিচিত করানোর পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন শিল্পী ফিরোজা বেগম।
১৯৩০ সালের ২৮ জুলাই ফিরোজা বেগম জন্মেছিলেন ফরিদপুরে। ১৯৪০-এর দশকে তিনি সংগীতজীবনে পদার্পণ করেন। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তিনি অল ইন্ডিয়া রেডিওতে গানে কণ্ঠ দেন। মাত্র ১২ বছর বয়সে ইসলামি গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়।
কাজী নজরুল ইসলাম নিজেই ফিরোজা বেগমকে গান শিখিয়েছিলেন। তাঁর কণ্ঠমাধুরীতে মুগ্ধ ছিলেন স্বয়ং নজরুল। কবির অনেক গান তাঁর কণ্ঠে বেঁচে আছে বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে। দেশের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু, বাংলা, হিন্দি, নজরুল, ইসলামি সংগীতসহ অসংখ্য রেকর্ড প্রকাশিত হয় ফিরোজা বেগমের। তবে নজরুলসংগীতে তাঁর অসামান্য অবদানের জন্য কিংবদন্তি হয়ে আছেন তিনি। নজরুলের গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯৪৯ সালে।
স্বাধীনতা পদক, একুশে পদকসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। নজরুলসংগীতের নক্ষত্র ফিরোজা বেগম ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মারা যান।
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
৪ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
৪ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
৪ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
৪ দিন আগে