মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)
পৌরসভার সীমানা পেরিয়ে পিচঢালা রাস্তা দিয়ে আধা কিলোমিটার যেতে কানে ভেসে এল শিশুদের ঐকতান—‘শরৎকালে কাশফুল ফোটে।’ এর খোঁজে রাস্তার ডান পাশে তাকাতেই চোখে পড়ল প্লাস্টিকের মাদুরের ওপর বসে মাথা দুলিয়ে দুলিয়ে কাশফুলের কথা পড়ছে বেশ কিছু শিশু। তাদের পড়াচ্ছেন যে নারী, তিনি জেসমিন সুলতানা।
নিজের গড়া স্কুলটিতে বিনে পয়সায় শিশুদের পড়ান তিনি সপ্তাহে ছয় দিন, দুই ঘণ্টা করে। এগিয়ে গেলাম। দেখে মনে হলো, স্কুলটিতে যারা পড়ে, তাদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। ছয় বছর আগে জেসমিন শুরু করেছিলেন স্কুলটি। এটিই এই শিশুদের একমাত্র ভরসার জায়গা।
স্কুলটি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের পূর্বপাড়ায়। জেসমিন সুলতানা সেখানকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী তরিকুল ইসলামের স্ত্রী। ব্যক্তিগত জীবনে দুই ছেলে-মেয়ের মা। ২০১৩ সালে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সংসার সামলানোর পাশাপাশি ক্লান্তিহীনভাবে স্কুলটি চালিয়ে যাচ্ছেন তিনি।
মল্লিকপুর পূর্বপাড়া থেকে প্রাথমিক বিদ্যালয় দুই কিলোমিটার দূরে। অন্য দিকে মহাসড়ক ও রেললাইন রয়েছে। তাই এ পাড়ার শিশুদের প্রাক্-প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য সেদিকের স্কুলে যাওয়াটা বেশ খানিক নিরাপত্তাহীন।
তা ছাড়া এ পাড়ার কাছাছাছি রয়েছে একাধিক ইটভাটা। সেখানে গ্রামের দরিদ্র বাসিন্দারা কাজ করেন। তাই সন্তানদের দূরের স্কুলে দেওয়া হয় না তাঁদের। ফলে জেসমিনের স্কুলটি এখন ওই গ্রামের মানুষের ‘আশার বাতিঘর’ হয়ে উঠেছে।
জেসমিন ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি টিউশনি করতেন। একপর্যায়ে তাঁর এক স্বজনের অনুপ্রেরণায় বাড়ির একটি পরিত্যক্ত ঘর স্কুল উপযোগী শিশুদের পড়ানো শুরু করেন তিনি। স্কুলটিতে পড়ে ৪ থেকে ১২ বছরের শিশুরা।
স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ মুছা (১০) জানিয়েছে, তার বাবা জাহিদ হোসেন ভ্যান চালান। সকালে অনেক সময় বাবাকে কাজে সহযোগিতা করে বিকেলে স্কুলে আসে সে। জান্নাতুন খাতুন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বাড়ি থেকে স্কুল অনেক দূরে, তাই এখানে পড়তে আসে। তিন বছর ধরে সে এই স্কুলে আসে বলে জানায়।
মল্লিকপুর পূর্বপাড়ার বাসিন্দা আছিরন খাতুন বলেন, সরকারি স্কুল এখান থেকে অনেক দূরে। শিশুরা সেখানে যেতে পারে না। এ ছাড়া বেসরকারি স্কুলে সন্তানদের পড়ানোর সামর্থ্য নেই। আর গ্রামের পশ্চিমপাড়ায় অবস্থিত মল্লিকপুর কপোতাক্ষ গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় বেশি দূরে না হলেও সেদিকে যেতে যশোর-বেনাপোল মহাসড়ক ও রেললাইন পার হতে হয়। শিশুদের জন্য এটি ঝুঁকিপূর্ণ।
তাই ছেলে রিফাত হোসেনকে জেসমিনের স্কুলে বিনা বেতনে পড়তে পাঠান আছিরন। স্কুলের একমাত্র শিক্ষক জেসমিন নিজেই। ছয় বছর ধরে শিশুদের পড়াচ্ছেন তিনি। এর জন্য কোনো পারিশ্রমিক নেন না। শুধু উপজেলা শিক্ষা কার্যালয় থেকে শিশুদের পাঠ্যপুস্তক নেন প্রতিবছর।
৩০টি শিশু নিয়ে স্কুলটি শুরু করেছিলেন জেসমিন সুলতানা। এখন ৬০ জন শিশুশিক্ষার্থী আছে তাঁর স্কুলে। কিন্তু এখান থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ে যারা বেরিয়ে গেছে, তারা অনেকেই ঝরে পড়েছে। তাই এ পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান জেসমিন।
পৌরসভার সীমানা পেরিয়ে পিচঢালা রাস্তা দিয়ে আধা কিলোমিটার যেতে কানে ভেসে এল শিশুদের ঐকতান—‘শরৎকালে কাশফুল ফোটে।’ এর খোঁজে রাস্তার ডান পাশে তাকাতেই চোখে পড়ল প্লাস্টিকের মাদুরের ওপর বসে মাথা দুলিয়ে দুলিয়ে কাশফুলের কথা পড়ছে বেশ কিছু শিশু। তাদের পড়াচ্ছেন যে নারী, তিনি জেসমিন সুলতানা।
নিজের গড়া স্কুলটিতে বিনে পয়সায় শিশুদের পড়ান তিনি সপ্তাহে ছয় দিন, দুই ঘণ্টা করে। এগিয়ে গেলাম। দেখে মনে হলো, স্কুলটিতে যারা পড়ে, তাদের অধিকাংশই দরিদ্র পরিবারের সন্তান। ছয় বছর আগে জেসমিন শুরু করেছিলেন স্কুলটি। এটিই এই শিশুদের একমাত্র ভরসার জায়গা।
স্কুলটি যশোর জেলার ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের পূর্বপাড়ায়। জেসমিন সুলতানা সেখানকার বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী তরিকুল ইসলামের স্ত্রী। ব্যক্তিগত জীবনে দুই ছেলে-মেয়ের মা। ২০১৩ সালে তিনি রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন। সংসার সামলানোর পাশাপাশি ক্লান্তিহীনভাবে স্কুলটি চালিয়ে যাচ্ছেন তিনি।
মল্লিকপুর পূর্বপাড়া থেকে প্রাথমিক বিদ্যালয় দুই কিলোমিটার দূরে। অন্য দিকে মহাসড়ক ও রেললাইন রয়েছে। তাই এ পাড়ার শিশুদের প্রাক্-প্রাথমিক শিক্ষা গ্রহণের জন্য সেদিকের স্কুলে যাওয়াটা বেশ খানিক নিরাপত্তাহীন।
তা ছাড়া এ পাড়ার কাছাছাছি রয়েছে একাধিক ইটভাটা। সেখানে গ্রামের দরিদ্র বাসিন্দারা কাজ করেন। তাই সন্তানদের দূরের স্কুলে দেওয়া হয় না তাঁদের। ফলে জেসমিনের স্কুলটি এখন ওই গ্রামের মানুষের ‘আশার বাতিঘর’ হয়ে উঠেছে।
জেসমিন ছোটবেলা থেকে লেখাপড়ার পাশাপাশি টিউশনি করতেন। একপর্যায়ে তাঁর এক স্বজনের অনুপ্রেরণায় বাড়ির একটি পরিত্যক্ত ঘর স্কুল উপযোগী শিশুদের পড়ানো শুরু করেন তিনি। স্কুলটিতে পড়ে ৪ থেকে ১২ বছরের শিশুরা।
স্কুলের শিক্ষার্থী মোহাম্মদ মুছা (১০) জানিয়েছে, তার বাবা জাহিদ হোসেন ভ্যান চালান। সকালে অনেক সময় বাবাকে কাজে সহযোগিতা করে বিকেলে স্কুলে আসে সে। জান্নাতুন খাতুন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বাড়ি থেকে স্কুল অনেক দূরে, তাই এখানে পড়তে আসে। তিন বছর ধরে সে এই স্কুলে আসে বলে জানায়।
মল্লিকপুর পূর্বপাড়ার বাসিন্দা আছিরন খাতুন বলেন, সরকারি স্কুল এখান থেকে অনেক দূরে। শিশুরা সেখানে যেতে পারে না। এ ছাড়া বেসরকারি স্কুলে সন্তানদের পড়ানোর সামর্থ্য নেই। আর গ্রামের পশ্চিমপাড়ায় অবস্থিত মল্লিকপুর কপোতাক্ষ গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয় বেশি দূরে না হলেও সেদিকে যেতে যশোর-বেনাপোল মহাসড়ক ও রেললাইন পার হতে হয়। শিশুদের জন্য এটি ঝুঁকিপূর্ণ।
তাই ছেলে রিফাত হোসেনকে জেসমিনের স্কুলে বিনা বেতনে পড়তে পাঠান আছিরন। স্কুলের একমাত্র শিক্ষক জেসমিন নিজেই। ছয় বছর ধরে শিশুদের পড়াচ্ছেন তিনি। এর জন্য কোনো পারিশ্রমিক নেন না। শুধু উপজেলা শিক্ষা কার্যালয় থেকে শিশুদের পাঠ্যপুস্তক নেন প্রতিবছর।
৩০টি শিশু নিয়ে স্কুলটি শুরু করেছিলেন জেসমিন সুলতানা। এখন ৬০ জন শিশুশিক্ষার্থী আছে তাঁর স্কুলে। কিন্তু এখান থেকে দ্বিতীয় শ্রেণি পর্যন্ত পড়ে যারা বেরিয়ে গেছে, তারা অনেকেই ঝরে পড়েছে। তাই এ পাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করতে চান জেসমিন।
ডেস্কে বসে কপের খবর নেওয়া আর আকাশের চাঁদ ছোঁয়ার মধ্যে যেন তেমন কোনো পার্থক্য নেই। কিন্তু হঠাৎ মনে পড়ল আনিকা তাবাসসুমের কথা। এই মুহূর্তে তিনি আছেন আজারবাইজানের বাকুতে। এত এত অ্যাপের দুনিয়ায় তাঁকে ধরা কি খুব কঠিন? চেষ্টা করতেই তাঁর কাছ থেকে পাওয়া গেল উত্তর। আমরাও চটপট কথা বলে ফেললাম আনিকার সঙ্গে।
৫ দিন আগেবাংলাদেশে তৈরি পোশাক খাতে ৩৩ লাখ ১৭ হাজার ৩৯৭ জন শ্রমিক কাজ করছেন এখন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) বায়োমেট্রিক ডেটাবেইস থেকে পাওয়া গেছে এ তথ্য। এই বিশালসংখ্যক শ্রমিকের মধ্যে ১৭ লাখ ৩৪ হাজার ৪৫৯ জন বা ৫২ দশমিক ২৮ শতাংশ নারী...
৫ দিন আগেআরব অঞ্চলের দেশগুলোর ঐতিহ্যবাহী খেলা উটের দৌড়। একসময় আমাদের দেশে যেমন ঘোড়দৌড় হতো, বিষয়টি তেমনই। সেখানে শুধু ঘোড়ার বদলে থাকে উট। সে উট যাঁরা চালনা করেন, তাঁরা হলেন জকি। এত দিন জকি হিসেবে সৌদি আরবে ছিল পুরুষদের দাপট। দেশটিতে সেই প্রচলিত প্রথা অবশ্য ভেঙেছে ২০২২ সালে...
৫ দিন আগেঅ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিনের আবিষ্কার মানবজাতিকে স্বস্তি দিয়েছিল। তারপর আবিষ্কৃত হয় ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে কর্মক্ষম অ্যান্টিবায়োটিক নাইস্ট্যাটিন। এটির সঙ্গে যুক্ত আছে রাচেল ফুলার ব্রাউন এবং তাঁর সহযোগী এলিজাবেথ হ্যাজেনের নাম। এই দুজনের আবিষ্কারটি ছিল ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে প্রথম কার্যকর
৫ দিন আগে