Ajker Patrika

এশিয়ার বর্ষসেরা মার্কেটিয়ার গ্রামীণফোনের ফারহা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ১৮: ৪৫
এশিয়ার বর্ষসেরা মার্কেটিয়ার  গ্রামীণফোনের ফারহা

গ্রামীণফোনের হেড অব মার্কেটিং ফারহা নাজ জামানকে ‘এশিয়া’স টপ আউটস্ট্যান্ডিং উইমেন মার্কেটিয়ার অব দ্য ইয়ার’-এর স্বীকৃতি দিয়েছে এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ)। সম্প্রতি থাইল্যান্ডে অনুষ্ঠিত বিপণন খাতে সম্পৃক্ত এশিয়ার খ্যাতনামা ব্যক্তিদের উপস্থিতিতে হওয়া অনুষ্ঠানে ফারহা নাজ জামানকে এই স্বীকৃতি দেওয়া হয়।

স্বনামধন্য গভর্নিং বডি হিসেবে এশিয়ার বিপণন খাতে উল্লেখযোগ্য অর্জনগুলোকে স্বীকৃতিদান ও পুরস্কৃত করে থাকে এশিয়া মার্কেটিং ফেডারেশন (এএমএফ)। নেতৃত্বদানের অনন্য দক্ষতা, অবদান ও বিপণন খাতে উদ্ভাবনের মাধ্যমে গ্রামীণফোনের লক্ষ্য বাস্তবায়ন, উদ্ভাবনী পদ্ধতির বিকাশ এবং দেশজুড়ে কোটি গ্রাহকের সার্বিক অভিজ্ঞতার উন্নয়নে প্রতিষ্ঠানটির নিরন্তর প্রচেষ্টায় ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে এএমএফ তাঁকে এই সম্মাননা দেয়।

এই অর্জনের বিষয়ে ফারহা নাজ জামান বলেন, ‘উদ্ভাবনী সেবা ও ডিজিটাল সমাধানের মাধ্যমে সমাজের ক্ষমতায়ন এবং মানুষের জীবন মান উন্নয়নের জন্য গ্রামীণফোনের যে অগ্রযাত্রা, তা সমুন্নত রাখতে আমার দলের সদস্য ও সহকর্মীদের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি এই পুরস্কার। একটি বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশ এবং দেশের বিপণন খাতে নারীদের অবদানকে তুলে ধরতে পেরে আমি গর্বিত।’ 

ফারহা নাজ জামানকে অভিনন্দন জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, ‘তাঁর কৃতিত্বের জন্য আমরা ভীষণভাবে গর্বিত। এই স্বীকৃতি তাঁর দক্ষতা ও নেতৃত্বের গুণের প্রমাণ। ব্যতিক্রমী সব মার্কেটিং ক্যাম্পেইন পরিচালনায় তাঁর উৎকর্ষ, সৃজনশীলতা এবং নিরলস ও নিবেদিত সাধনা গ্রামীণফোনের সাফল্যে সহায়ক ভূমিকা পালন করেছে। টিমের দক্ষ সদস্যদের নিয়ে বড় পরিসরে পরিকল্পনা এবং সাফল্যের সঙ্গে তা বাস্তবায়ন করার ক্ষেত্রে ফারহা একজন রোল মডেল।’

বিপণন খাতে একজন নিবেদিত ও গ্রাহককেন্দ্রিক পেশাদার হিসেবে দায়িত্ব পালন করছেন ফারহা নাজ জামান। তিনি বিশ্বাস করেন, শেখার কোনো শেষ নেই। বিক্রয় ও বিপণন-সংশ্লিষ্ট বিভিন্ন খাতে ১৭ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তাঁর। মার্কেটিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পাওয়ার আগে তিনি গ্রামীণফোনে হেড অব প্রিমিয়াম সেগমেন্ট ছিলেন। লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি সোচ্চার এবং লৈঙ্গিক বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি প্রচারণামূলক উদ্যোগগুলো সমর্থনেও সক্রিয় রয়েছেন। বিপণন খাতে পেশাদার হিসেবে প্রতিষ্ঠা লাভে দেশ ও অঞ্চলের উচ্চাকাঙ্ক্ষী প্রার্থীদের, বিশেষ করে নারীদের জন্য ফারহার এই অনন্য কৃতিত্ব অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত