দেশের প্রথম নারী প্রকৌশলী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৭: ৩৭

সংখ্যায় কম হওয়ার কারণে তৎকালীন পূর্ব পাকিস্তান প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ইপুয়েটে মেয়েদের ভর্তি নেওয়া হতো না। রীতিমতো আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে পুরকৌশল বিভাগে ভর্তি হয়েছিলেন খালেদা শাহরিয়ার কবির, শিরীন সুলতানা ও মনোয়ারা বেগম। তাঁদের মধ্যে খালেদা শাহরিয়ার কবির ও শিরীন সুলতানা তৎকালীন পূর্ব পাকিস্তান বা বর্তমান বাংলাদেশের প্রথম নারী প্রকৌশলী হিসেবে স্নাতক ডিগ্রি লাভ করেন। দেশ স্বাধীন হওয়ার পর ইপুয়েট হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েট।

ডোরা রহমান নামে পরিচিত খালেদা শাহরিয়ার কবির ১৯৬৮ সালে ইপুয়েটের পুরকৌশল বিভাগ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন।

খালেদা শাহরিয়ারের জন্ম ১৯৪৬ সালের ৮ নভেম্বর। তাঁর বাবা মো. কবির উদ্দিন দেশভাগের পর কলকাতা থেকে বাংলাদেশে আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজের পুরকৌশল বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৬৯ সালে মকবুলার রহমান অ্যান্ড অ্যাসোসিয়েটস নামের একটি প্রকৌশলবিষয়ক প্রতিষ্ঠানে যোগদানের মাধ্যমে চাকরিজীবন শুরু করেন খালেদা শাহরিয়ার।

এরপর ১৯৭০ সালে তিনি পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন। ২০০৪ সালে সেখান থেকে অতিরিক্ত মহাপরিচালক হিসেবে অবসর নেন। ২০২১ সালের ২০ জানুয়ারি ঢাকায় মারা যান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত