ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন
প্রশ্ন: আমার স্বামীর সঙ্গে কয়েক মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। আমরা এক বছর ধরে আলাদা থাকি এবং আমাদের মধ্যে যোগাযোগ নেই। আমার একটি ৯ বছরের ছেলেসন্তান আছে। ডিভোর্স হয়ে গেলে আমার ছেলেকে সে পাবে আইন অনুসারে। কিন্তু সে বিদেশে থাকে বলে সন্তানের দেখাশোনা করতে পারবে না। হয়তো তার পরিবারের মানুষেরা দেখবে কিংবা হোস্টেলে রাখবে। আমি জানতে চাই, সন্তানকে আমার কাছে রাখার কোনো উপায় কি আছে, যেহেতু সে বিদেশে থাকে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: আমাদের সমাজের প্রচলিত ধারণা হচ্ছে, সন্তানের অভিভাবকত্ব ও কাস্টডি–দুটিই বাবা পান। কিন্তু না। সন্তানের কল্যাণ বিবেচনা করে আদালত মায়ের কাছে সন্তানের অভিভাবকত্ব ও কাস্টডি–দুটিই দিতে পারেন। এই বিরোধ নিষ্পত্তির জন্য আমাদের দেশে ‘অভিভাবক ও প্রতিপালন আইন’-১৮৯০ এবং পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫’ রয়েছে।
কাজেই আপনার ছেলের বয়স ৯ বছর হলেও আদালত যদি মনে করেন, সন্তানের কল্যাণের জন্য তার বাবার চেয়ে উত্তম, তাহলে আপনি কাস্টডি পাবেন ।
দেশে প্রচলিত আইন এবং মুসলিম শরিয়া আইন অনুযায়ী অভিভাবকত্ব মূলত তিন ধরনের, ক) নাবালকের জীবনের, খ) সম্পত্তির এবং গ) জীবন ও সম্পত্তি উভয়ের। অভিভাবকত্ব ও প্রতিপাল্য আইনে অভিভাবকত্ব ও কাস্টডিকে আলাদা দেখানো হয়নি। যদিও মুসলিম শরিয়া আইনে বিষয় দুটি সম্পূর্ণ ভিন্ন। অভিভাবকত্বের ক্ষেত্রে বাবাই সন্তানের স্বাভাবিক অভিভাবক। তবে কাস্টডিয়ানের ক্ষেত্রে ছেলেসন্তানের বেলায় সন্তানের বয়স ৭ বছর পর্যন্ত এবং মেয়েসন্তানের বেলায় সাবালিকা হওয়া পর্যন্ত সন্তানের কাস্টডি মায়ের কাছে থাকবে।
মা-বাবার বিচ্ছেদের পর সন্তান মায়ের কাছে থাকলেও সে তার বাবার কাছ থেকে ভরণপোষণের খরচ পাবে। এ জন্য মা যদি আদালতের দ্বারস্থ হন, তখন আদালত পিতার প্রতি সন্তানের ভরণপোষণের আদেশ দিতে পারেন।
এখানে পারিবারিক মুসলিম আইনও বাদ দেওয়া যাবে না। সন্তানের বয়স ৭ বছরের অধিক হলে সন্তানের মতামত নিয়ে আদালতও সিদ্ধান্ত দিতে পারেন। আবার বাবা যদি অসিয়ত করেন বা আদালত যদি ঘোষণা করেন, সে ক্ষেত্রেও মা অভিভাবক হতে পারেন।
অভিভাবকত্ব ও প্রতিপাল্য আইন, ১৯৮০ অনুযায়ী একমাত্র আদালতই পারেন নাবালকের অভিভাবকত্ব ঘোষণা এবং নিয়োগ করতে। মুসলিম শরিয়া আইন অনুসারে বাবার অনুপস্থিতিতে দাদা বা পরিবারের অন্য পুরুষ অভিভাবকত্ব লাভ করবেন। তবে সন্তানের কাস্টডি রাখার ক্ষেত্রে মা সব সময় প্রাধান্য পাবেন।
মা-বাবার বিচ্ছেদের পর সন্তান মায়ের কাছে থাকলেও সে তার বাবার কাছ থেকে ভরণপোষণের খরচ পাবে। এ জন্য মা যদি আদালতের দ্বারস্থ হন, তখন আদালত পিতার প্রতি সন্তানের ভরণপোষণের আদেশ দিতে পারেন। লেখাপড়া ও চিকিৎসাসহ সন্তানের প্রয়োজনীয় খরচ বাবার উপার্জন অনুযায়ী আদালত নির্ধারণ করে দিতে পারেন। অথবা বাবা-মা একত্রে বসে সমঝোতা করে নিতে পারেন। আইনগতভাবে মা এই সুযোগ পেতে পারেন।
আর কোনোভাবেই ছেলের বাবাকে না জানিয়ে ছেলেকে বিদেশে নিয়ে যাওয়া যাবে না। কারণ, ছেলেকে দেখার অধিকার তার বাবারও আছে। এ ছাড়া ছেলের ভিসাসংক্রান্ত বিষয়ে বাবা-মায়ের সম্মতিপত্রসহ বিভিন্ন কাগজপত্র জমা দেওয়ার আইনগত বিধান রয়েছে।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট
প্রশ্ন: আমার স্বামীর সঙ্গে কয়েক মাসের মধ্যে ডিভোর্স হয়ে যাবে। আমরা এক বছর ধরে আলাদা থাকি এবং আমাদের মধ্যে যোগাযোগ নেই। আমার একটি ৯ বছরের ছেলেসন্তান আছে। ডিভোর্স হয়ে গেলে আমার ছেলেকে সে পাবে আইন অনুসারে। কিন্তু সে বিদেশে থাকে বলে সন্তানের দেখাশোনা করতে পারবে না। হয়তো তার পরিবারের মানুষেরা দেখবে কিংবা হোস্টেলে রাখবে। আমি জানতে চাই, সন্তানকে আমার কাছে রাখার কোনো উপায় কি আছে, যেহেতু সে বিদেশে থাকে?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
উত্তর: আমাদের সমাজের প্রচলিত ধারণা হচ্ছে, সন্তানের অভিভাবকত্ব ও কাস্টডি–দুটিই বাবা পান। কিন্তু না। সন্তানের কল্যাণ বিবেচনা করে আদালত মায়ের কাছে সন্তানের অভিভাবকত্ব ও কাস্টডি–দুটিই দিতে পারেন। এই বিরোধ নিষ্পত্তির জন্য আমাদের দেশে ‘অভিভাবক ও প্রতিপালন আইন’-১৮৯০ এবং পারিবারিক আদালত অধ্যাদেশ ১৯৮৫’ রয়েছে।
কাজেই আপনার ছেলের বয়স ৯ বছর হলেও আদালত যদি মনে করেন, সন্তানের কল্যাণের জন্য তার বাবার চেয়ে উত্তম, তাহলে আপনি কাস্টডি পাবেন ।
দেশে প্রচলিত আইন এবং মুসলিম শরিয়া আইন অনুযায়ী অভিভাবকত্ব মূলত তিন ধরনের, ক) নাবালকের জীবনের, খ) সম্পত্তির এবং গ) জীবন ও সম্পত্তি উভয়ের। অভিভাবকত্ব ও প্রতিপাল্য আইনে অভিভাবকত্ব ও কাস্টডিকে আলাদা দেখানো হয়নি। যদিও মুসলিম শরিয়া আইনে বিষয় দুটি সম্পূর্ণ ভিন্ন। অভিভাবকত্বের ক্ষেত্রে বাবাই সন্তানের স্বাভাবিক অভিভাবক। তবে কাস্টডিয়ানের ক্ষেত্রে ছেলেসন্তানের বেলায় সন্তানের বয়স ৭ বছর পর্যন্ত এবং মেয়েসন্তানের বেলায় সাবালিকা হওয়া পর্যন্ত সন্তানের কাস্টডি মায়ের কাছে থাকবে।
মা-বাবার বিচ্ছেদের পর সন্তান মায়ের কাছে থাকলেও সে তার বাবার কাছ থেকে ভরণপোষণের খরচ পাবে। এ জন্য মা যদি আদালতের দ্বারস্থ হন, তখন আদালত পিতার প্রতি সন্তানের ভরণপোষণের আদেশ দিতে পারেন।
এখানে পারিবারিক মুসলিম আইনও বাদ দেওয়া যাবে না। সন্তানের বয়স ৭ বছরের অধিক হলে সন্তানের মতামত নিয়ে আদালতও সিদ্ধান্ত দিতে পারেন। আবার বাবা যদি অসিয়ত করেন বা আদালত যদি ঘোষণা করেন, সে ক্ষেত্রেও মা অভিভাবক হতে পারেন।
অভিভাবকত্ব ও প্রতিপাল্য আইন, ১৯৮০ অনুযায়ী একমাত্র আদালতই পারেন নাবালকের অভিভাবকত্ব ঘোষণা এবং নিয়োগ করতে। মুসলিম শরিয়া আইন অনুসারে বাবার অনুপস্থিতিতে দাদা বা পরিবারের অন্য পুরুষ অভিভাবকত্ব লাভ করবেন। তবে সন্তানের কাস্টডি রাখার ক্ষেত্রে মা সব সময় প্রাধান্য পাবেন।
মা-বাবার বিচ্ছেদের পর সন্তান মায়ের কাছে থাকলেও সে তার বাবার কাছ থেকে ভরণপোষণের খরচ পাবে। এ জন্য মা যদি আদালতের দ্বারস্থ হন, তখন আদালত পিতার প্রতি সন্তানের ভরণপোষণের আদেশ দিতে পারেন। লেখাপড়া ও চিকিৎসাসহ সন্তানের প্রয়োজনীয় খরচ বাবার উপার্জন অনুযায়ী আদালত নির্ধারণ করে দিতে পারেন। অথবা বাবা-মা একত্রে বসে সমঝোতা করে নিতে পারেন। আইনগতভাবে মা এই সুযোগ পেতে পারেন।
আর কোনোভাবেই ছেলের বাবাকে না জানিয়ে ছেলেকে বিদেশে নিয়ে যাওয়া যাবে না। কারণ, ছেলেকে দেখার অধিকার তার বাবারও আছে। এ ছাড়া ছেলের ভিসাসংক্রান্ত বিষয়ে বাবা-মায়ের সম্মতিপত্রসহ বিভিন্ন কাগজপত্র জমা দেওয়ার আইনগত বিধান রয়েছে।
পরামর্শ দিয়েছেন, ব্যারিস্টার ইফফাত গিয়াস আরেফিন, অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট
দেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন এসেছে গত বছর। বছরটি নারীর জন্য ছিল অম্ল-মধুর। যে বিষয়টি বলার তা হলো, বিভিন্ন পদক্ষেপ, আইন, শাস্তি—কোনো কিছুই নারীর প্রতি সহিংসতা আর নির্যাতন বন্ধ করতে পারছে না।
৪ দিন আগেজামেলা খাতুনের বয়স ৮০ পেরিয়ে গেছে। অনেক আগেই কর্মশক্তি হারিয়েছেন তিনি। শরীরে বাসা বেঁধেছে নানা রোগ। কোটরাগত দুচোখ তাঁর সর্বস্ব হারানোর বিশদ উপাখ্যান। স্বামী সমেজ মিয়াকে হারিয়েছেন এক যুগ আগে। যমুনার ভাঙনে হারিয়েছেন ঘরবাড়ি। মানসিক ভারসাম্যহীন একমাত্র ছেলেকে নিয়ে ছিল তাঁর সংসার। স্বামী মারা যাওয়ার..
৪ দিন আগেআমার বয়স ১৮ বছর, স্বামীর ৪৫। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়েছিল দেড় বছর আগে। আমার ননদ বিয়ের সূত্রে অন্য জেলায় থাকে এবং পারিবারিক ব্যাপারে নাক গলায়। নানা রকম মানসিক নির্যাতন সহ্য করেছি গত দেড় বছরে। আমার ভরণপোষণও ঠিকমতো দেয়নি তারা। বাড়ির একটি রুম নিয়ে পারলার দিয়েছিলাম...
৪ দিন আগেএকজন বন্দী কারাগারে থেকে কিসের বিনিময়ে ভালো সেবা পেতে পারেন? অনেকের মনে ঘুরতে পারে এর অনেক উত্তর। কিন্তু যদি শোনেন, এই ‘বিনিময়’ সেই বন্দীর পরিবারকে দেশের প্রতি বিশ্বাসঘাতকতা করার প্রস্তাব! অনেকে হোঁচট খাবেন। তেমনই এক ঘটনার কথা আন্তর্জাতিক গণমাধ্যমে ফাঁস করেছেন
৪ দিন আগে