সাকিব শাকিল
এমন নিদ্রা নিয়ে ফুটেছে হরিদ্রা
যাই তাকে ছুঁয়ে দিয়ে বলি
ঘুম কেন আসে চোখে
নির্ঘুম পতঙ্গদের নিয়ে চলা এ ক্ষণ
সব দিকে যাও শুধু যেও না আলোতে।
পৃথিবীতে তাই বুঝি অন্ধকার নেমে আসে প্রতিদিন
আর পতঙ্গেরা জেগে থাকে ঈপ্সিত আশাব্যঞ্জনায়
তবু সংকট ঘিরে ধরে শরীরে
প্রতিটা রাতের শেষে চলে আসে রুপালি ভোর
আরও একটি অন্ধকারের আশায়—
যেন বহুকাল জেগে আছি সারাদিনমান প্রহর।
এমন নিদ্রা নিয়ে ফুটেছে হরিদ্রা
যাই তাকে ছুঁয়ে দিয়ে বলি
ঘুম কেন আসে চোখে
নির্ঘুম পতঙ্গদের নিয়ে চলা এ ক্ষণ
সব দিকে যাও শুধু যেও না আলোতে।
পৃথিবীতে তাই বুঝি অন্ধকার নেমে আসে প্রতিদিন
আর পতঙ্গেরা জেগে থাকে ঈপ্সিত আশাব্যঞ্জনায়
তবু সংকট ঘিরে ধরে শরীরে
প্রতিটা রাতের শেষে চলে আসে রুপালি ভোর
আরও একটি অন্ধকারের আশায়—
যেন বহুকাল জেগে আছি সারাদিনমান প্রহর।
দ্য ভেজিটেরিয়ানের পর হান কাঙের পরের উপন্যাস ছিল ‘দ্য উইন্ড ব্লোজ, গো’। এই উপন্যাস লেখার সময়ই ঘটে বিপত্তি! হান অনুভব করেন তিনি আর লিখতে পারছেন না। গত বছর নিজের পঞ্চম উপন্যাস ‘গ্রিক লেসন’ ইংরেজি ভাষায় প্রকাশিত হলে স্পেনের এল-পাইস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতার বর্ণনা দিয়েছিলেন তিনি।
২০ দিন আগে‘প্রগাঢ় কাব্যিক গদ্যে ঐতিহাসিক ক্ষত তুলে ধরা এবং মানবজীবনের নাজুক পরিস্থিতির উন্মোচনের জন্য’ তাঁকে বিশ্বের সবচেয়ে মর্যাদাবান পুরস্কারের জন্য বেছে নিয়েছে নোবেল কমিটি।
২০ দিন আগেতানভীর মুহাম্মদ ত্বকীর জন্মদিন উপলক্ষে ‘দশম জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা’–এর আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতায় বিজয়ীদের প্রথম দশ জনকে সনদ, বই ও ক্রেস্ট দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বই, বিশেষ ক্রেস্ট ও সনদ এবং প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক ২০২৪’ দেওয়া হবে। প্রতিযোগিতায় বিজয়ী
০১ সেপ্টেম্বর ২০২৪বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরে সরকার পতনের আন্দোলনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে কাজ করেছেন। তাঁদের কর্মকাণ্ডে প্রতীয়মান তাঁরা গণহত্যার সমর্থক। এ কারণে একটি গণ আদালত গঠন করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের এই নেতাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে উদীচী।
১৭ আগস্ট ২০২৪