Ajker Patrika

রাজধানীতে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা

ঢামেক প্রতিবেদক
আপডেট : ৩০ অক্টোবর ২০২৪, ০০: ০২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় চাঁদা আদায়ের প্রতিবাদ করায় এক লেগুনা চালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তাঁর নাম হাসান হাওলাদার (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরেক লেগুনা চালক নুরে আলম (২৩)।

আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে তাঁদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষনা করেন।

আহত নুরে আলম বলেন, ‘আমি আর হাসান রামপুরা বনশ্রী থেকে খিলগাঁও-মাদারটেক লেগুনা চালাই। বেশ কয়েক দিন ধরে ইমনসহ বেশ কয়েকজন লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা দাবি করে আসছিল। আজ রাতে ইমনসহ কয়েকজন রামপুরা ব্রীজের পাশে বনশ্রী প্রবেশের মুখে লেগুনা স্ট্যান্ডে গিয়ে চাঁদা নেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দেই। এ সময় তাঁরা হাসানকে ছুরিকাঘাত করে। আমি বাধা দিলে আমাকেও ছুরিকাঘাতে করে তাঁরা পালিয়ে যায়। পরে হাসানকে হাসপাতালে নিয়ে গেলে মারা যায়।’

নিহত হাসানের বোন তানিয়া আক্তার বলেন, ‘আমাদের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার মাটিভাঙ্গা গ্রামে। বর্তমানে রামপুরা কুঞ্জবন এলাকায় থাকেন। বাবার নাম আলমগীর হাওলাদার। হাসান নিজের লেগুনা নিজেই চালাতেন। রাতে লোক মুখে জানতে পারি, হাসানকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। পরে ঢাকা মেডিকেলে এসে হাসানের মরদেহ দেখতে পাই।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রামপুরা থেকে ওই যুবককে সহকর্মীরা মুমুর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

সহকর্মীরা জানান, ছুরিকাঘাত করা হয়েছে। তাঁর পেটেসহ শরীরের কয়েক জায়গায় ছুরিকাঘাত রয়েছে। এছাড়া আহত নুরে আলমের পেটের বাম পাশে ছুরিকাঘাত রয়েছে। জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। হাসানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুর রহমান

ট্রান্সশিপমেন্ট বাতিলের পর আপাতত ভরসা ঢাকা ও সিলেট বিমানবন্দর

নির্বাচন ঘিরে মাঠ প্রশাসন গোছাচ্ছে সরকার

একমাত্র বিদেশি ‘বীর প্রতীক’ ঔডারল্যান্ড, যাঁর জন্য মুক্তিযুদ্ধের অংশ হলো বাটা

বাথরুমে গোপনে নারীদের ভিডিও ধারণ, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মচারী আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত