সম্পাদকীয়
ভারতে ভাগলপুরের বাঙালিটোলার গাঙ্গুলিরা খুবই বনেদি পরিবার। সেটা শরৎচন্দ্রের মামাবাড়ি। উপেন্দ্রনাথ এই পরিবারের ছেলে। কলকাতা থেকে আইন পাস করে ভাগলপুরে তিনি এসেছিলেন ওকালতি করতে।
ভাগলপুরের বাড়িতে উপেন্দ্রনাথ বসাতেন সাহিত্যের আড্ডা। সেই আড্ডায় আসতেন এক অপরিচিত বাঙালি। হাঁটু ছুঁই ছুঁই খাটো ধুতি, গায়ে ইস্তিরিবিহীন নিজ হাতে কাচা মার্কিন কাপড়ের পাঞ্জাবি, এক হাতে লণ্ঠন, অন্য হাতে লাঠি।
একদিন কেউ আসার আগে উপেন্দ্রনাথ তাঁর নাম জিজ্ঞেস করলেন। উত্তর এল, ‘বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।’ কলকাতা থেকে ভাগলপুরে খেলাৎ ঘোষদের জমিদারি সেরেস্তায় নায়েবের চাকরি নিয়ে এসেছেন। সেটা তো এখান থেকে চার-পাঁচ মাইল দূর! সাহিত্য আড্ডার নেশায় গভীর জঙ্গলের মধ্য দিয়ে তিনি চলে আসেন। লেখালেখির অভ্যাস আছে কি না, জানতে চাইলে উত্তর পেলেন, ‘একটু-আধটু।’
বললেন, ‘আমি একটা উপন্যাস লিখেছি।’ আকাশ থেকে পড়লেন উপেন্দ্রনাথ। উপন্যাস! উপন্যাস লেখার নিয়মকানুন কিছু জানেন কি না, প্রশ্ন করে বুঝলেন, সেসব নিয়ে ভাবেননি বিভূতি। উপন্যাসের অধ্যায়গুলো সমমাপের হবে, সেটাও তিনি জানেন না। উপেন্দ্রনাথ বললেন, ‘আমার কাছে নিয়ে আসবেন।’
গুনে দেখা গেল একেক অধ্যায় একেক আকারের। তবু একসময় পড়ে ফেললেন উপেন্দ্র। বললেন, ‘আমি আগাগোড়া পড়েছি। আপনার হবে। হবে কেন? হয়েছে।’
প্রকাশের ব্যবস্থাও উপেন্দ্র করবেন বলে জানালেন। এরপর আবার কলকাতায় ফিরলেন উপেন্দ্র। বিচিত্রা নামের একটি মাসিক পত্রিকা করলেন। বিভূতি বুঝলেন না, তাঁর উপন্যাসের কী হবে। বিচিত্রা বের হয়, কিন্তু তাতে বিভূতির লেখা নেই। একদিন কলকাতায় গেলেন বিভূতি। বিচিত্রা অফিসে দেখা হলো উপেন্দ্রের সঙ্গে। উপেন্দ্র বললেন, ‘এই সংখ্যা থেকেই আপনার উপন্যাস বের হবে।’
বিভূতি আর দেরি না করে কলকাতার রাস্তায় নেমে এলেন। এই প্রথম কলকাতাকে তাঁর বড্ড আপন মনে হলো। এটি ছিল ‘পথের পাঁচালী’ উপন্যাস।
সূত্র: সাগরময় ঘোষ, সম্পাদকের বৈঠকে, পৃষ্ঠা ৮৫-৯২
ভারতে ভাগলপুরের বাঙালিটোলার গাঙ্গুলিরা খুবই বনেদি পরিবার। সেটা শরৎচন্দ্রের মামাবাড়ি। উপেন্দ্রনাথ এই পরিবারের ছেলে। কলকাতা থেকে আইন পাস করে ভাগলপুরে তিনি এসেছিলেন ওকালতি করতে।
ভাগলপুরের বাড়িতে উপেন্দ্রনাথ বসাতেন সাহিত্যের আড্ডা। সেই আড্ডায় আসতেন এক অপরিচিত বাঙালি। হাঁটু ছুঁই ছুঁই খাটো ধুতি, গায়ে ইস্তিরিবিহীন নিজ হাতে কাচা মার্কিন কাপড়ের পাঞ্জাবি, এক হাতে লণ্ঠন, অন্য হাতে লাঠি।
একদিন কেউ আসার আগে উপেন্দ্রনাথ তাঁর নাম জিজ্ঞেস করলেন। উত্তর এল, ‘বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।’ কলকাতা থেকে ভাগলপুরে খেলাৎ ঘোষদের জমিদারি সেরেস্তায় নায়েবের চাকরি নিয়ে এসেছেন। সেটা তো এখান থেকে চার-পাঁচ মাইল দূর! সাহিত্য আড্ডার নেশায় গভীর জঙ্গলের মধ্য দিয়ে তিনি চলে আসেন। লেখালেখির অভ্যাস আছে কি না, জানতে চাইলে উত্তর পেলেন, ‘একটু-আধটু।’
বললেন, ‘আমি একটা উপন্যাস লিখেছি।’ আকাশ থেকে পড়লেন উপেন্দ্রনাথ। উপন্যাস! উপন্যাস লেখার নিয়মকানুন কিছু জানেন কি না, প্রশ্ন করে বুঝলেন, সেসব নিয়ে ভাবেননি বিভূতি। উপন্যাসের অধ্যায়গুলো সমমাপের হবে, সেটাও তিনি জানেন না। উপেন্দ্রনাথ বললেন, ‘আমার কাছে নিয়ে আসবেন।’
গুনে দেখা গেল একেক অধ্যায় একেক আকারের। তবু একসময় পড়ে ফেললেন উপেন্দ্র। বললেন, ‘আমি আগাগোড়া পড়েছি। আপনার হবে। হবে কেন? হয়েছে।’
প্রকাশের ব্যবস্থাও উপেন্দ্র করবেন বলে জানালেন। এরপর আবার কলকাতায় ফিরলেন উপেন্দ্র। বিচিত্রা নামের একটি মাসিক পত্রিকা করলেন। বিভূতি বুঝলেন না, তাঁর উপন্যাসের কী হবে। বিচিত্রা বের হয়, কিন্তু তাতে বিভূতির লেখা নেই। একদিন কলকাতায় গেলেন বিভূতি। বিচিত্রা অফিসে দেখা হলো উপেন্দ্রের সঙ্গে। উপেন্দ্র বললেন, ‘এই সংখ্যা থেকেই আপনার উপন্যাস বের হবে।’
বিভূতি আর দেরি না করে কলকাতার রাস্তায় নেমে এলেন। এই প্রথম কলকাতাকে তাঁর বড্ড আপন মনে হলো। এটি ছিল ‘পথের পাঁচালী’ উপন্যাস।
সূত্র: সাগরময় ঘোষ, সম্পাদকের বৈঠকে, পৃষ্ঠা ৮৫-৯২
শক্তি চট্টোপাধ্যায়ের জন্ম ১৯৩৩ সালের ২৫ নভেম্বর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বহড়ু গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে। মাত্র চার বছর বয়সে পিতৃহারা হয়ে দাদামশায়ের কাছে বড় হন। গ্রামে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেন।
১৪ ঘণ্টা আগেআহমদুল কবির রাজনীতিবিদ ও শিল্প-উদ্যোক্তা হলেও সাংবাদিক হিসেবে বেশি পরিচিত। তাঁর জন্ম ১৯২৩ সালের ৩ ফেব্রুয়ারি নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল জমিদার পরিবারে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মানসহ স্নাতক পাস করা আহমদুল কবির ছিলেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত ভিপি...
২ দিন আগেঅঁদ্রে মালরোর লেখা বিংশ শতাব্দীর সাহিত্য-সংস্কৃতিতে বিরাট অবদান রেখেছে। তাঁর বড় পরিচয় তিনি বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক, প্রত্নতত্ত্ববিদ, নন্দনতাত্ত্বিক। তিনি সংস্কৃতিমন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।
৩ দিন আগেপ্রকৃত নাম জন গ্রিফিথ চেইনে হলেও জ্যাক লন্ডন নামে খ্যাতি পেয়েছেন এই বিখ্যাত মার্কিন লেখক। তাঁর জন্ম ১৮৭৬ সালের ১২ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
৪ দিন আগে