Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ সিরিজের মাঝে ভারতে খেলবে আফগানিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ সিরিজের মাঝে ভারতে খেলবে আফগানিস্তান

আগামী জুনে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। তবে বাংলাদেশের বিপক্ষে আফগানরা এই সিরিজ খেলবেন দুই ভাগে ভাগ হয়ে। টেস্ট দিয়ে শুরু হবে সিরিজ। একমাত্র টেস্ট খেলেই মোহাম্মদ নবি-রশিদ খানরা চলে যাবেন ভারতে। সেখানে সীমিত ওভারের একটি সিরিজের পর আবার এসে বাংলাদেশে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন তাঁরা।

আইসিসির এফটিপিতে আফগানিস্তানের বিপক্ষে এ বছরে দুই টেস্ট, তিন ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আলোচনার ভিত্তিতে সিরিজে একটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি কমানো হয়ে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

চেমসফোর্ডে আজ সংবাদমাধ্যমকে জালাল ইউনুস বলেছেন, ‘আফগানিস্তানে দুটি টেস্ট হওয়ার কথা ছিল। একটা আমরা বাদ দিয়েছি। এখন টেস্ট একটা, তিনটা ওয়ানডে আর দুটো টি-টোয়েন্টি হবে। এটা সূচি। যেহেতু সূচি পুনর্বিন্যাস করতে হচ্ছে, আফগানিস্তানের সঙ্গে কথাবার্তা চলছে। আজকে কি কালকের মধ্যে এটা চূড়ান্ত হয়ে যাবে। ভেন্যুও চূড়ান্ত হয়ে যাবে।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের অনুরোধে মূলত সূচিতে ভিন্নতা। জুনে এসে শুরুতে টেস্ট ম্যাচ খেলবে আফগানরা। টেস্টের সম্ভাব্য তারিখ ১৪ জুন। টেস্ট খেলেই ভারতে চলে যাবেন রশিদ খানরা। সেখানে সিরিজ খেলে ঈদুল আজহার পর এসে খেলবেন সিরিজের বাকি অংশ।

এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান বলেন, ‘এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। যেহেতু কোরবানির ঈদ আছে মাঝখানে। তারা চেয়েছে এখানে একটা সংস্করণ খেলে চলে যাবে ভারতে। সেখানে একটা সিরিজ আছে। ওটা খেলার জন্য চলে যাবে। এখানে টেস্টটা খেলে ঈদের সময় ভারতে চলে যাবে।’

জালাল ইউনুস যোগ করেন, ‘ফিরে এসে আবার ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। তারা ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে খুব রোমাঞ্চিত ছিল। এটা নিশ্চিত হচ্ছিল না, নিশ্চিত হওয়ার পর অনুরোধ করেছে ওখানে খেলে এসে আবার এখানে খেলবে। এটা আমরা আগেই মেনে নিয়েছি। ঈদের সময় এমনিতেই আমাদের খেলোয়াড়দের ছুটি থাকবে। তখন তারা গেলে আমাদের আপত্তি ছিল না।’

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিনটি অনানুষ্ঠানিক টেস্ট খেলতে আজ ঢাকায় আসছে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। ১৬ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজটি।

রেকর্ড গড়া বাংলাদেশের স্কুল ক্রিকেটারকে কী উপহার দিচ্ছেন লিটন

সৌদির ৬ হাজার কোটি টাকার লিগ নিয়ে ইংল্যান্ডের আপত্তি

বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার আনবেন হামজা, মনে করেন মাশরাফি

বাংলাদেশ দলে নিজের অধিনায়কত্ব নিয়েই ‘সন্দিহান’ শান্ত

৪০০ রান করা মুস্তাকিমের আদর্শ সাকিব

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি জানাল বিসিবি

এক দুর্ঘটনায় পাকিস্তানের টুর্নামেন্টটাই শেষ হয়ে গেল আফ্রিদির

বিজয়-তাসকিনদের সেঞ্চুরির দিনে সেঞ্চুরি পেলেন শান্তও, হারলেন তামিমরা

৪০০ রান করে তাক লাগিয়ে দিল বাংলাদেশের স্কুল ক্রিকেটার

মুশফিকদের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি বিজয়ের, কত দূরে তামিম