নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ দেশের তারকা ক্রিকেটাররা করেছেন সেঞ্চুরি। বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ছুঁয়েছেন তিন অঙ্ক। তাসকিনের অবশ্য ব্যাটিংয়ে নয়। তিনি রান বিলিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। ধুঁকতে থাকা নাজমুল হোসেন শান্তও ছুঁয়েছেন তিন অঙ্ক।
এবারের ডিপিএলে নিজের প্রথম চার ইনিংস মিলেও ১০০ করতে পারেননি শান্ত। ছিল না ফিফটিও। মিরপুরে গতকাল সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমে ফর্ম নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, এটা (অফফর্ম) নিয়ে তিনি চিন্তিত নন। ঠিক তার পরের দিনই সেঞ্চুরি তুলে নিলেন এই বাঁহাতি ব্যাটার। বিজয়-শান্তদের সেঞ্চুরির দিনে হেরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান।
বিকেএসপির চার নম্বর মাঠে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে গাজী গ্রুপ ক্রিকেটার্স করেছে ৫ উইকেটে ৩৩৬ রান। গাজীর অধিনায়ক বিজয় ১৪৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৪৯ রান করেছেন। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। এই ম্যাচেই মোহামেডানের তাসকিন আহমেদ ১০ ওভারে ১০৭ রান দিয়ে বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন।
৩৩৭ রানের লক্ষ্যে নেমে দুর্দান্ত শুরু করে মোহামেডান। ১০.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭২ রান তুলে ফেলে দলটি। ১১তম ওভারের তৃতীয় বলে তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন মোহাম্মদ আবু হাসিম। তামিম ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেছেন। এক ওভার বিরতিতে এসে মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়েছেন হাসিম।
তামিম, অঙ্কনকে দ্রুত হারিয়ে মোহামেডানের স্কোর হয়ে যায় ১৩ ওভারে ২ উইকেটে ৮০ রান। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয় ও রনি তালুকদার গড়েছেন ৮০ রানের জুটি। ৩০তম ওভারের পঞ্চম বলে হৃদয়কে বোল্ড করে জুটি ভাঙেন আবদুল গাফফার সাকলাইন। এই জুটি ভাঙার পরই খেই হারিয়েছে মোহামেডান। দলের সর্বোচ্চ স্কোরার রনি তালুকদারও দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। ৯০ বলে চারটি করে ছক্কা ও চারে ৭৪ রান করেছেন এই ওপেনার। এরপর মিডল অর্ডারে মুশফিকুর রহিম (৪৬ বলে ৪৯ রান) ছাড়া আর কেউ আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। ৪৮.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে গেছে মোহামেডান।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের সেরা বোলার সাকলাইন ৫৯ রানে নিয়েছেন ৪ উইকেট। বোলিং করেছেন ৯ ওভার। হাসিম পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন লিওন ইসলাম ও শেখ পারভেজ জীবন। মোহামেডানের সাইফউদ্দিন, তাসকিন হয়েছেন রানআউট। গাজীর ৬৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন বিজয়।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ মুখোমুখি হয়েছে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ২৯২ রান। ২৯৩ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে আবাহনী। ১০৮ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করে ম্যাচসেরা হয়েছেন আবাহনী অধিনায়ক শান্ত।
দিনের অপর ম্যাচে মিরপুর শেরেবাংলায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব খেলেছে প্রাইম ব্যাংকের বিপক্ষে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ৫০ ওভারে ৫ উইকেটে করেছে ৩০৮ রান। ধানমন্ডি শেষ ওভার পর্যন্ত খেলেও হেরেছে ৫৫ রানে। ৪৯.৫ ওভারে ২৫৩ রানে অলআউট হয়েছে তারা। ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন প্রাইম ব্যাংকের শামিম পাটোয়ারী। সাত নম্বরে নেমে ৩৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন তিনি।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ দেশের তারকা ক্রিকেটাররা করেছেন সেঞ্চুরি। বাংলাদেশের দুই অভিজ্ঞ ক্রিকেটার তাসকিন আহমেদ, এনামুল হক বিজয় ছুঁয়েছেন তিন অঙ্ক। তাসকিনের অবশ্য ব্যাটিংয়ে নয়। তিনি রান বিলিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছেন। ধুঁকতে থাকা নাজমুল হোসেন শান্তও ছুঁয়েছেন তিন অঙ্ক।
এবারের ডিপিএলে নিজের প্রথম চার ইনিংস মিলেও ১০০ করতে পারেননি শান্ত। ছিল না ফিফটিও। মিরপুরে গতকাল সংবাদ সম্মেলনে সংবাদমাধ্যমে ফর্ম নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন, এটা (অফফর্ম) নিয়ে তিনি চিন্তিত নন। ঠিক তার পরের দিনই সেঞ্চুরি তুলে নিলেন এই বাঁহাতি ব্যাটার। বিজয়-শান্তদের সেঞ্চুরির দিনে হেরেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন মোহামেডান।
বিকেএসপির চার নম্বর মাঠে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ৫০ ওভারে গাজী গ্রুপ ক্রিকেটার্স করেছে ৫ উইকেটে ৩৩৬ রান। গাজীর অধিনায়ক বিজয় ১৪৩ বলে ১২ চার ও ৪ ছক্কায় ১৪৯ রান করেছেন। ওপেনিংয়ে নেমে ইনিংসের শেষ বল পর্যন্ত অপরাজিত থেকেছেন। এই ম্যাচেই মোহামেডানের তাসকিন আহমেদ ১০ ওভারে ১০৭ রান দিয়ে বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন।
৩৩৭ রানের লক্ষ্যে নেমে দুর্দান্ত শুরু করে মোহামেডান। ১০.২ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৭২ রান তুলে ফেলে দলটি। ১১তম ওভারের তৃতীয় বলে তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন মোহাম্মদ আবু হাসিম। তামিম ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৪৮ রান করেছেন। এক ওভার বিরতিতে এসে মাহিদুল ইসলাম অঙ্কনকে ফিরিয়েছেন হাসিম।
তামিম, অঙ্কনকে দ্রুত হারিয়ে মোহামেডানের স্কোর হয়ে যায় ১৩ ওভারে ২ উইকেটে ৮০ রান। তৃতীয় উইকেটে তাওহীদ হৃদয় ও রনি তালুকদার গড়েছেন ৮০ রানের জুটি। ৩০তম ওভারের পঞ্চম বলে হৃদয়কে বোল্ড করে জুটি ভাঙেন আবদুল গাফফার সাকলাইন। এই জুটি ভাঙার পরই খেই হারিয়েছে মোহামেডান। দলের সর্বোচ্চ স্কোরার রনি তালুকদারও দ্রুত ড্রেসিংরুমে ফিরেছেন। ৯০ বলে চারটি করে ছক্কা ও চারে ৭৪ রান করেছেন এই ওপেনার। এরপর মিডল অর্ডারে মুশফিকুর রহিম (৪৬ বলে ৪৯ রান) ছাড়া আর কেউ আশানুরূপ ব্যাটিং করতে পারেননি। ৪৮.১ ওভারে ২৭১ রানে গুটিয়ে গেছে মোহামেডান।
গাজী গ্রুপ ক্রিকেটার্সের সেরা বোলার সাকলাইন ৫৯ রানে নিয়েছেন ৪ উইকেট। বোলিং করেছেন ৯ ওভার। হাসিম পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন লিওন ইসলাম ও শেখ পারভেজ জীবন। মোহামেডানের সাইফউদ্দিন, তাসকিন হয়েছেন রানআউট। গাজীর ৬৫ রানের জয়ে ম্যাচসেরা হয়েছেন বিজয়।
বিকেএসপির তিন নম্বর মাঠে আজ মুখোমুখি হয়েছে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া রূপগঞ্জ নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে করেছে ২৯২ রান। ২৯৩ রানের লক্ষ্য ৮ বল হাতে রেখে ৪ উইকেটে জিতেছে আবাহনী। ১০৮ বলে ১২ চার ও ২ ছক্কায় ১০১ রান করে ম্যাচসেরা হয়েছেন আবাহনী অধিনায়ক শান্ত।
দিনের অপর ম্যাচে মিরপুর শেরেবাংলায় ধানমন্ডি স্পোর্টস ক্লাব খেলেছে প্রাইম ব্যাংকের বিপক্ষে। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া প্রাইম ব্যাংক ৫০ ওভারে ৫ উইকেটে করেছে ৩০৮ রান। ধানমন্ডি শেষ ওভার পর্যন্ত খেলেও হেরেছে ৫৫ রানে। ৪৯.৫ ওভারে ২৫৩ রানে অলআউট হয়েছে তারা। ঝোড়ো ব্যাটিংয়ে ম্যাচসেরা হয়েছেন প্রাইম ব্যাংকের শামিম পাটোয়ারী। সাত নম্বরে নেমে ৩৭ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬২ রান করে অপরাজিত থাকেন তিনি।
২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ফুটবল খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ফুটবল দল আগামীকাল রওনা দেবে শিলংয়ের উদ্দেশ্যে। তার আগে আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করল বাফুফে। বাংলাদেশের হয়ে ৮ নম্বর জার্সিতে ছবিও তুলেছেন হামজা।
৫ ঘণ্টা আগেভারত ম্যাচের আগে আলোচনা জন্ম দিয়েছে ফাহামিদুল ইসলামের বাদ পড়া। ইতালিপ্রবাসী এই ফুটবলার সৌদি আরবে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও তাঁকে চূড়ান্ত দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। সিন্ডিকেটের কারণে ফাহামিদুল বাদ পড়েছেন, এমন দাবি তোলেন সমর্থকেরা। বাফুফেতে সিন্ডিকেটের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী
৫ ঘণ্টা আগেফাহামিদুল ইসলামের ভিডিও ফুটেজ দেখে বেশ মুগ্ধই হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামিদুলকে তাই রাখা হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর দেখা গেল ভিন্ন চিত্র। দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহামিদুল।
৬ ঘণ্টা আগেজামাল ভূঁইয়া কথাটি বলতেই গোটা সংবাদ সম্মেলনে হাসির রোল উঠল। কেউ কেউ তালিও বাজালেন। এতেই বোঝা যায়, বাংলাদেশ অধিনায়কের সঙ্গে দ্বিমত নেই কারোরই।
৭ ঘণ্টা আগে