ক্রীড়া ডেস্ক
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ আসিফ আফ্রিদি খেলেছেন ফেব্রুয়ারিতে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় টুর্নামেন্ট শেষ হয়ে গেল এই বাঁহাতি স্পিনারের।
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াসের (ফ্যাটা) হয়ে অধিনায়ক হয়েই তাঁর ফেরার কথা ছিল আফ্রিদির। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু অনুশীলনের সময় তাঁর ডান চোখে বল লেগেছে। মেডিকেল প্রতিবেদনে জানা গেছে, তাঁর চোখে চিড় ধরা পড়েছে। এতে করে টুর্নামেন্ট থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে।
আফ্রিদির চোটের খবর শুনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সামিন রানা, ফখর জামান হাসপাতালে ছুটে গেছেন। আর আফ্রিদির ফ্যাটা লাহোরে গত রাতে আজাদ জম্মু কাশ্মীর (এজেকে) রিজিওন ৪ উইকেটে হারিয়েছে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ফ্যাটা খেলবে সিয়ালকোট রিজিওনের বিপক্ষে। ফ্যাটার পরবর্তী প্রতিপক্ষ মুলতান রিজিওনের বিপক্ষে। ফয়সালাবাদে পরশু মুখোমুখি হবে ফ্যাটা-মুলতান রিজিওন। ‘ডি’ গ্রুপে ফ্যাটা, মুলতান রিজিওন, সিয়ালকোট রিজিওন, এজেকে রিজিওন এই চার দল রয়েছে।
ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে সূত্রের মাধ্যমে জানা গেছে, চোটের কারণে পিএসএলে লাহোর কালান্দার্সের বেশ কিছু ম্যাচ আফ্রিদি মিস করতে পারেন। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। এই দলেই আছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ আসিফ আফ্রিদি খেলেছেন ফেব্রুয়ারিতে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় টুর্নামেন্ট শেষ হয়ে গেল এই বাঁহাতি স্পিনারের।
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াসের (ফ্যাটা) হয়ে অধিনায়ক হয়েই তাঁর ফেরার কথা ছিল আফ্রিদির। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু অনুশীলনের সময় তাঁর ডান চোখে বল লেগেছে। মেডিকেল প্রতিবেদনে জানা গেছে, তাঁর চোখে চিড় ধরা পড়েছে। এতে করে টুর্নামেন্ট থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে।
আফ্রিদির চোটের খবর শুনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সামিন রানা, ফখর জামান হাসপাতালে ছুটে গেছেন। আর আফ্রিদির ফ্যাটা লাহোরে গত রাতে আজাদ জম্মু কাশ্মীর (এজেকে) রিজিওন ৪ উইকেটে হারিয়েছে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ফ্যাটা খেলবে সিয়ালকোট রিজিওনের বিপক্ষে। ফ্যাটার পরবর্তী প্রতিপক্ষ মুলতান রিজিওনের বিপক্ষে। ফয়সালাবাদে পরশু মুখোমুখি হবে ফ্যাটা-মুলতান রিজিওন। ‘ডি’ গ্রুপে ফ্যাটা, মুলতান রিজিওন, সিয়ালকোট রিজিওন, এজেকে রিজিওন এই চার দল রয়েছে।
ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে সূত্রের মাধ্যমে জানা গেছে, চোটের কারণে পিএসএলে লাহোর কালান্দার্সের বেশ কিছু ম্যাচ আফ্রিদি মিস করতে পারেন। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। এই দলেই আছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ১৩০ বছরের ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জিম্বাবুয়ের ক্রিস্টি কভেন্ট্রি। দুটি অলিম্পিক সোনাজয়ী ৪১ বছর বয়সী সাবেক এই সাঁতারু আইওসিতে জার্মানির থমাস বাখের স্থলাভিষিক্ত হলেন। ২০১৩ সাল থেকে এই পদে ছিলেন বাখ। কভেন্ট্রি শুধু আইওসির প্রথম নারী
৬ ঘণ্টা আগেব্যাটারদের জন্য আতঙ্ক ছিলেন ওয়াকার ইউনিস। গতির সঙ্গে সুইং, ইয়র্কারে ব্যাটারকে ভড়কে দিতে ছিলেন ওস্তাদ। কোচিং করানোর অভিজ্ঞতাও তাঁর রয়েছে। পাকিস্তানি এই কিংবদন্তি ক্রিকেটারকে নিয়ে গুরুতর অভিযোগ আনলেন উমর আকমল।
৬ ঘণ্টা আগেতামিম ইকবাল এ বছরের জানুয়ারিতেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন। অবসরের আগে বাংলাদেশের জার্সিতে খেলেছেন মনে রাখার মতো অসংখ্য ইনিংস। গড়েছেন অনেক রেকর্ড।
৭ ঘণ্টা আগেসুনীল ছেত্রীর তুলনায় হামজা চৌধুরীকে গতকাল সংবাদ সম্মেলনে এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তখন জামাল বলেছিলেন হামজার প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার অভিজ্ঞতার কথা। বাংলাদেশ অধিনায়কের কথার পাল্টাই যেন দিলেন ভারতের কোচ মানোলো মার্কেজ।
৮ ঘণ্টা আগে