ক্রীড়া ডেস্ক
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ আসিফ আফ্রিদি খেলেছেন ফেব্রুয়ারিতে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় টুর্নামেন্ট শেষ হয়ে গেল এই বাঁহাতি স্পিনারের।
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াসের (ফ্যাটা) হয়ে অধিনায়ক হয়েই তাঁর ফেরার কথা ছিল আফ্রিদির। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু অনুশীলনের সময় তাঁর ডান চোখে বল লেগেছে। মেডিকেল প্রতিবেদনে জানা গেছে, তাঁর চোখে চিড় ধরা পড়েছে। এতে করে টুর্নামেন্ট থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে।
আফ্রিদির চোটের খবর শুনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সামিন রানা, ফখর জামান হাসপাতালে ছুটে গেছেন। আর আফ্রিদির ফ্যাটা লাহোরে গত রাতে আজাদ জম্মু কাশ্মীর (এজেকে) রিজিওন ৪ উইকেটে হারিয়েছে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ফ্যাটা খেলবে সিয়ালকোট রিজিওনের বিপক্ষে। ফ্যাটার পরবর্তী প্রতিপক্ষ মুলতান রিজিওনের বিপক্ষে। ফয়সালাবাদে পরশু মুখোমুখি হবে ফ্যাটা-মুলতান রিজিওন। ‘ডি’ গ্রুপে ফ্যাটা, মুলতান রিজিওন, সিয়ালকোট রিজিওন, এজেকে রিজিওন এই চার দল রয়েছে।
ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে সূত্রের মাধ্যমে জানা গেছে, চোটের কারণে পিএসএলে লাহোর কালান্দার্সের বেশ কিছু ম্যাচ আফ্রিদি মিস করতে পারেন। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। এই দলেই আছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
প্রতিযোগিতামূলক ক্রিকেটে সবশেষ ম্যাচ আসিফ আফ্রিদি খেলেছেন ফেব্রুয়ারিতে। পাকিস্তানের ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ দিয়ে তাঁর ফেরার কথা ছিল। কিন্তু অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় টুর্নামেন্ট শেষ হয়ে গেল এই বাঁহাতি স্পিনারের।
ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে ফেডারেলি অ্যাডমিনিস্টার্ড ট্রাইবাল এরিয়াসের (ফ্যাটা) হয়ে অধিনায়ক হয়েই তাঁর ফেরার কথা ছিল আফ্রিদির। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পরশু অনুশীলনের সময় তাঁর ডান চোখে বল লেগেছে। মেডিকেল প্রতিবেদনে জানা গেছে, তাঁর চোখে চিড় ধরা পড়েছে। এতে করে টুর্নামেন্ট থেকে বাধ্য হয়ে নাম প্রত্যাহার করতে হয়েছে।
আফ্রিদির চোটের খবর শুনে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের প্রধান পরিচালনা কর্মকর্তা (সিওও) সামিন রানা, ফখর জামান হাসপাতালে ছুটে গেছেন। আর আফ্রিদির ফ্যাটা লাহোরে গত রাতে আজাদ জম্মু কাশ্মীর (এজেকে) রিজিওন ৪ উইকেটে হারিয়েছে। লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন (এলসিসিএ) গ্রাউন্ডে আজ ফ্যাটা খেলবে সিয়ালকোট রিজিওনের বিপক্ষে। ফ্যাটার পরবর্তী প্রতিপক্ষ মুলতান রিজিওনের বিপক্ষে। ফয়সালাবাদে পরশু মুখোমুখি হবে ফ্যাটা-মুলতান রিজিওন। ‘ডি’ গ্রুপে ফ্যাটা, মুলতান রিজিওন, সিয়ালকোট রিজিওন, এজেকে রিজিওন এই চার দল রয়েছে।
ক্রিকেট পাকিস্তানের আজকের এক প্রতিবেদনে সূত্রের মাধ্যমে জানা গেছে, চোটের কারণে পিএসএলে লাহোর কালান্দার্সের বেশ কিছু ম্যাচ আফ্রিদি মিস করতে পারেন। ১১ এপ্রিল রাওয়ালপিন্ডিতে লাহোর কালান্দার্স-ইসলামাবাদ ইউনাইটেড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৫ পিএসএল। এই দলেই আছেন বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন।
ফাহামিদুল ইসলামের ভিডিও ফুটেজ দেখে বেশ মুগ্ধই হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামিদুলকে তাই রাখা হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর দেখা গেল ভিন্ন চিত্র। দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহামিদুল।
৩৮ মিনিট আগেজামাল ভূঁইয়া কথাটি বলতেই গোটা সংবাদ সম্মেলনে হাসির রোল উঠল। কেউ কেউ তালিও বাজালেন। এতেই বোঝা যায়, বাংলাদেশ অধিনায়কের সঙ্গে দ্বিমত নেই কারোরই।
১ ঘণ্টা আগেইংল্যান্ড থেকে সিলেট, সিলেট থেকে ঢাকা—গত কদিন এভাবেই ভ্রমণ করছেন হামজা চৌধুরী। হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে তাঁর বাড়ি, ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর থেকে শুরু করে বাফুফে ভবন—যেখানেই তিনি যান না কেন, সেখানেই দেখা যায় উপচে পড়া ভিড়।
২ ঘণ্টা আগেইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস চলছে। রমজানের সময় মুসলিম খেলোয়াড়দের অনেকেই রোজা রেখে খেলেন। লামিনে ইয়ামাল কদিন আগে চ্যাম্পিয়নস লিগে রোজা রেখে খেলেছেন। এবার তিনি তা করবেন আন্তর্জাতিক ফুটবলেও।
৩ ঘণ্টা আগে