Ajker Patrika
হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে নালিশ করবে আফগানরা

ক্রীড়া ডেস্ক

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসিতে নালিশ করবে আফগানরা

সংযুক্ত আরব আমিরাতে আগামী মার্চে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলার কথা অস্ট্রেলিয়ার। তবে উচ্চশিক্ষা ও চাকরির ক্ষেত্রে নারীদের প্রতি তালেবান সরকার বিধিনিষেধ আরোপ করায় আফগানদের বিপক্ষে সিরিজ বাতিল করেছে অজিরা। 

সিরিজের সঙ্গে জড়িত অংশীদার ও অস্ট্রেলিয়ান সরকারের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গতকাল এক বিবৃতিতে তারা জানিয়েছে, ‘সাম্প্রতিক সময়ে তালেবান নারীদের শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করায় সিরিজ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

অজিরা সিরিজ বাতিল করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন রশিদ খান। উল্টো হুমকি দিয়ে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে না খেলার বিবেচনা করছেন আফগান স্পিনার, ‘আমার দেশকে প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য গর্বের এবং বিশ্বমঞ্চে আমরা বেশ উন্নতিও করছি। “সিএ”-এর এই সিদ্ধান্ত আমাদের এই পদযাত্রাকে পেছনের দিকে ঠেলে দিচ্ছে।’

টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে রশিদ খান খেলেন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। অজিরা সিরিজ বাতিল করায় এই লিগে খেলে কাউকে অস্বস্তিতে ফেলতে চান না জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে রশিদ লেখেন, ‘যদি আফগানিস্তানের বিপক্ষে খেলা অস্ট্রেলিয়ার জন্য অত্যন্ত অস্বস্তিকর হয়, তবে আমি বিগ ব্যাশে খেলে কাউকে অস্বস্তিতে ফেলতে চাই না।’ 

‘সিএ’-এর সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডও (এসিবি)। গতকাল এক বিবৃতিতে তারা জানায়, ‘মার্চে তিন ম্যাচের ঘরোয়া সিরিজ বাতিলের বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে এসিবি হতাশ ও মনঃক্ষুণ্ন।’ 

এই ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে এসিবি। এভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিরিজ বাতিলকে অন্যায় ও অপ্রত্যাশিত হিসেবে মনে করছে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড। 

রেকর্ড গড়া বাংলাদেশের স্কুল ক্রিকেটারকে কী উপহার দিচ্ছেন লিটন

সৌদির ৬ হাজার কোটি টাকার লিগ নিয়ে ইংল্যান্ডের আপত্তি

বাংলাদেশের ফুটবলে নতুন জোয়ার আনবেন হামজা, মনে করেন মাশরাফি

বাংলাদেশ দলে নিজের অধিনায়কত্ব নিয়েই ‘সন্দিহান’ শান্ত

৪০০ রান করা মুস্তাকিমের আদর্শ সাকিব

বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘এ’ দলের সিরিজের সূচি জানাল বিসিবি

এক দুর্ঘটনায় পাকিস্তানের টুর্নামেন্টটাই শেষ হয়ে গেল আফ্রিদির

বিজয়-তাসকিনদের সেঞ্চুরির দিনে সেঞ্চুরি পেলেন শান্তও, হারলেন তামিমরা

৪০০ রান করে তাক লাগিয়ে দিল বাংলাদেশের স্কুল ক্রিকেটার

মুশফিকদের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি বিজয়ের, কত দূরে তামিম