আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখলের পর শঙ্কার মুখে পড়েছে দেশটির ক্রিকেটের ভবিষ্যৎ। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও। যদিও তালেবানরা আশ্বস্ত করে বলেছে, রশীদ খান-মোহাম্মদ নবীদের খেলা নিয়ে তাদের আপত্তি নেই। আইসিসির চিন্তায় অবশ্য আরেকটি বিষয়। তালেবানরা ক্ষমতা দখলের পর ক্রিকেটে আফগান মেয়েদের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে ভাবছে আইসিসি।
তালেবানরা ক্ষমতা দখলের পর আফগান ক্রিকেট বোর্ডের সামনেও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মেয়েদের ক্রিকেট টিকিয়ে রাখা। আইসিসির পূর্ণ সদস্য পদ পাওয়া দেশগুলোকে ছেলেদের পাশাপাশি মেয়েদের জাতীয় দল রাখা বাধ্যতামূলক। এই নিয়ম মেনে মেয়েদের ক্রিকেটে এগিয়ে নিতে বেশ ভালোভাবে কাজ করছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। গত বছর মেয়েদের ক্রিকেটে প্রথমবারের মতো ২৫ খেলোয়াড়কে কেন্দ্রীয় চুক্তির আওতায় এনে বেশ প্রশংসাও পেয়েছিল তারা।
তবে এসিবির সামনে এখন ভিন্ন প্রেক্ষাপট। বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের ওপর চোখ রাখছে বলে জানিয়েছে আইসিসি। তবে আইসিসির অন্য একটি সূত্র বলছে, বর্তমানে দেশটি কী অবস্থা সেটা তাদের জানা নেই। আইসিসির মেয়েদের ক্রিকেট কমিটির সদস্য লিসা স্থালেকার বলেছেন, ‘মেয়েদের ক্রিকেট নিয়ে এখন সেখানে কী হচ্ছে, আমি আইসিসির কাছ থেকে কিছু শুনিনি। কিন্তু ব্যক্তিগতভাবে সেখানকার বর্তমান পরিস্থিতি নিয়ে আমি চিন্তিত।’
সেপ্টেম্বরে নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার মাটিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলবে আফগানিস্তান। আপাতত এই সিরিজের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এসিবি। এসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান সিরিজের স্কোয়াড এর মধ্যে আফগানিস্তান ছেড়েছে। এই সিরিজটি এবং সামনে আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে প্রস্তুতি সারছে খেলোয়াড়েরা।