আল–জাজিরার বিশ্লেষণ
অনলাইন ডেস্ক
সিআইএ কর্মকর্তা আসিফ রহমানের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি গত অক্টোবরে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি সংক্রান্ত তথ্য ফাঁস করেছেন। এ ঘটনায় কয়েক দশক ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান আঞ্চলিক সংঘাতের ছায়াযুদ্ধ প্রকাশ্যে এসেছে। এটি মূলত গোয়েন্দাগিরি ও পাল্টা গোয়েন্দাগিরির খেলা!
ইরানভিত্তিক একটি টেলিগ্রাম চ্যানেলে রহমানের তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। চ্যানেলটি ইরানের সরকারের সঙ্গে কোনো সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছে। তবে এ ঘটনা মার্কিন প্রশাসনকে যথেষ্ট বিব্রত করেছে। এর আগে পেন্টাগনের নথি ফাঁসের দায়ে দপ্তরের কর্মকর্তা জ্যাক টিক্সেরা দোষী সাব্যস্ত হয়েছিলেন।
ইরানি চ্যানেলে ফাঁস হওয়া তথ্য ইরান, ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অস্বচ্ছ সম্পর্ককে উন্মোচন করেছে। এই সম্পর্ক বর্তমান সংঘাতের গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এ বিষয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিও প্রভাবিত হচ্ছে।
অক্টোবরের শেষ দিকে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত পূর্ব জেরুজালেমে সাতজন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তারের কথা জানায়। তাঁরা ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এর একদিন আগে, হাইফায় আরও সাত ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে যুদ্ধাবস্থায় ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়কে সহায়তা করার অভিযোগ রয়েছে। এদের প্রায় সবাই ইহুদি!
ইসরায়েলি পুলিশের একটি সূত্র জানিয়েছে, দেশটিতে ইরান সমর্থিত আরও কয়েকটি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তবে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও, গত সেপ্টেম্বরে ৭৩ বছর বয়সী ইসরায়েলি ব্যবসায়ী মোতি মামানকে ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়। শিনবেত এবং ইসরায়েলি পুলিশের দাবি, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। এর বিনিময়ে তিনি ইরানের কাছ থেকে ১০ লাখ ডলার চেয়েছিলেন।
অন্য দিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসন চলাকালেই তেহরান বেশ কয়েকজন ইরানিকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করেছিলেন। গত বছরের ডিসেম্বরে ইরান তিন পুরুষ ও এক নারীকে ফাঁসি দেয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মোসাদের হয়ে কাজ করেছেন এবং ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে শুরু করে ইরানি নিরাপত্তা কর্মকর্তাদের অপহরণ পর্যন্ত বিভিন্ন কাজে জড়িত ছিলেন।
চলতি বছরের সেপ্টেম্বরে, লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থায় (পেজার–ওয়াকিটকি) ইসরায়েলের হামলার পর ইরান ১২ জন নাগরিককে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা এবং ইরানে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়।
ইলেকট্রনিক নজরদারি, সোশ্যাল মিডিয়া মনিটরিং ও অন্যান্য নজরদারি আজকাল গুপ্তচরবৃত্তির গুরুত্বপূর্ণ টুল বা হাতিয়ার হয়ে উঠেছে। তবে তথ্য সংগ্রহ এবং সামরিক লক্ষ্য নির্ধারণে গুপ্তচর হিসেবে মানুষ এখনো কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
মার্কিন থিংক ট্যাংক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা টুসি বলেন, ‘গুপ্তচর হিসেবে মানুষকে ব্যবহার ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ছায়াযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অংশ। উভয় দেশই গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যাপকভাবে কাজ করছে। দেশ দুটির গোয়েন্দাগিরি ও পাল্টা গোয়েন্দাগিরি কার্যক্রম তাদের বৃহত্তর কৌশলগত হিসাব-নিকাশে ভূমিকা রাখে।’
হাইফায় আটক হওয়া ইসরায়েলিরা ইরানের হয়ে গত দুই বছরে ৬০০–৭০০টি গোয়েন্দা মিশন পরিচালনা করেছে বলে অভিযোগ করেছে তেল আবিব। এসব পরিকল্পনার মধ্যে একটি ছিল— ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করা। এটি সম্ভবত ইসরায়েলের হাইপ্রোফাইল হত্যাকাণ্ডের মতো একটি সম্ভাব্য গুপ্তহত্যা পরিকল্পনা। যেমনটা ছিল, গত জুলাইয়ে ইরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড।
এ বিষয়ে সিনা টুসি বলেন, ‘একাধিক হাইপ্রোফাইল হত্যাকাণ্ড এবং অন্তর্ঘাতমূলক মিশনের মাধ্যমে ইসরায়েল ইরানে তাদের সক্ষমতা দেখিয়েছে। যা মূলত দেশটিতে মোসাদের গভীর অনুপ্রবেশকেই নির্দেশ করে। অন্যদিকে, ইরান ইসরায়েলে গোয়েন্দা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং এই বিষয়টি ইরানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েকজন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করার মাধ্যমে স্পষ্ট হয়েছে।’
একটা সময় ইসরায়েলের ছোট ও সুসংহত সমাজকে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে প্রায় অপ্রতিরোধ্য বলে বিবেচনা করা হতো। কিন্তু এখন বিষয়টি কার্যত বদলে গেছে। প্রতিরক্ষা বিশ্লেষক হামজা আত্তার এমনটাই জানিয়েছেন। তবে বর্তমান সংঘাত, ইসরায়েলে উগ্র ডানপন্থার উত্থান এবং নেতানিয়াহুর নেতৃত্বে ২০২৩ সালের বিচার বিভাগ সংস্কারের মতো বিষয়গুলো দেশটির সমাজে বিদ্যমান সূক্ষ্ম বিভাজনগুলোকে আরও বাড়িয়ে দিয়েছে। যার ফলে ইসরায়েলি সমাজে মৌলিক পরিবর্তন এসেছে।
বিশ্লেষকদের মতে, সেই বিভাজনগুলোর ফাটল দিয়ে এখন প্রবেশ করছে ইরানি গোয়েন্দা সংস্থা। হাইফায় আটক হওয়া ১৪ জন এজেন্টের প্রথম দলটি ১০ বছর আগে আজারবাইজান থেকে ইসরায়েলে গিয়েছিল। দ্বিতীয় দলটি আরব–ইসরায়েলি হিসেবে পরিচিত। এই দুটি দলই ইসরায়েলি সমাজের মূলধারার বাইরের বলে মনে করা হলেও—এই পরিবর্তনকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করেন আত্তার।
তিনি বলেন, ‘এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, একটা সময়ে পুরো ইসরায়েলকে একটি একক পরিচয়ের আওতায় ধরা হতো...তাদের এমনভাবে পড়ানো হতো যে, তারা তাদের আরব প্রতিবেশীদের কাছ থেকে প্রতিনিয়ত আক্রমণের ঝুঁকির মধ্যে আছে। যদি ইরান এই দুই দলকে নিজের পক্ষে কাজ করতে রাজি করিয়ে থাকতে পারে, তবে তারা আরও অনেককেই তাদের দলে ভেড়াতে পেরেছে বলেই মনে হয়।’
ইসরায়েলি সমাজে ইরানের প্রবেশের প্রচেষ্টা সম্প্রতি সামনে এলেও ইসরায়েল যে দীর্ঘদিন ধরেই ইরানের ওপর গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছে, সে বিষয়ে আগেই অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইসরায়েলের প্রচেষ্টাকে সহায়তা করছে ইরানের বিশাল আয়তন, যেখানে জনসংখ্যা ইসরায়েলের তুলনায় প্রায় সাড়ে ৯ গুণ। ইরানের সামাজিক ও রাজনৈতিক বিভাজন ইসরায়েলকে সুবিধা দিয়েছে।
লন্ডনের কিংস কলেজের যুদ্ধ অধ্যয়ন বিভাগের শিক্ষক আহরন ব্রেগম্যান বলেন, ‘১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর থেকে ইসরায়েলের ঘোষিত লক্ষ্য হচ্ছে, দেশটির শাসকগোষ্ঠীকে ভেতর থেকে উৎখাত করা। এটাই তাদের (ইসরায়েলের) কাজের পদ্ধতির মূলে। ইরানের ভেতরে গুপ্তচরবৃত্তি পরিচালনার পরিকল্পনা করা, চর নিয়োগ দেওয়ার ও গোয়েন্দাগিরি শক্তিশালী করার জন্য ইসরায়েল হাতে অনেক সময় পেয়েছে।’
অন্যদিকে, ইরান সম্ভবত তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অনেকাংশেই মিত্রদের একটি নেটওয়ার্ক তৈরি করতে বিনিয়োগ করেছে। যেমন, লেবাননের হিজবুল্লাহ, যারা তাদের তথ্য সরবরাহ করে। ইরানি গোয়েন্দা কার্যক্রমের মূল লক্ষ্য ছিল মূলত ইসরায়েলে কাজ করা ফিলিস্তিনিদের নিয়োগ দেওয়া। যারা সেখানে প্রায়ই বৈষম্যের শিকার হয়। এ ছাড়া সামাজিক মাধ্যমের সাহায্যে ইসরায়েলি সমাজে প্রবেশের চেষ্টাও ইরান করেছে।
চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, ইরানি গোয়েন্দারা বিচারবিভাগীয় সংস্কারের বিরুদ্ধে জনবিক্ষোভ এবং গাজায় আটক বন্দীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাজে লাগিয়ে বিরোধ সৃষ্টির চেষ্টা করেছিল। তারা ইসরায়েলিদের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন স্থাপনার ছবি তুলতে উৎসাহিত করার চেষ্টা করেছিল।
তবে ইরান ইসরায়েলে ততটা সফল নয়, যতটা সফল ইরানে ইসরায়েল। এই বিষয়ে সিনা টুসি বলেন, ‘তবে, ইরানে ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রম অনেক বেশি উন্নত এবং বিস্তৃত বলে মনে হয়। ইরানি বিজ্ঞানীদের হত্যা, ইসমাইল হানিয়ার মতো উচ্চপদস্থ ব্যক্তিদের টার্গেট করা, পারমাণবিক স্থাপনাগুলোতে অন্তর্ঘাত চালানো এবং ইরানের গভীরে ইসরায়েলের হামলা চালানোর সক্ষমতা ইঙ্গিত দেয় যে, ইসরায়েল ইরানের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোতে কতটা কার্যকরভাবে অনুপ্রবেশ করেছে।’
বিশ্লেষকেরা বলছেন, ইরান বিরোধী গুপ্তচর সংস্থাগুলোর কাছে মিথ্যা তথ্য তুলে ধরে এবং তা প্রকাশিত হতে দেয় এবং আবার পরে সেই তথ্যকে মিথ্যা প্রমাণিত করে তারাই। বিরোধী গোয়েন্দা সংস্থাগুলোকে আস্থার সংকটে ফেলে দিতে এটা একটি শক্তিশালী অস্ত্র হতে পারে।
নিউইয়র্কভিত্তিক সেঞ্চুরি ফাউন্ডেশনের ফেলো ভিনা আলী খান বলেন, ‘ইরানের ইতিহাসে পশ্চিমা গণমাধ্যমে মিথ্যা খবর প্রচার করার নজির রয়েছে। যেগুলোর মধ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে কাজ করা সেসব দেশের ভাষার কিন্তু ইরান থেকে পরিচালিত গণমাধ্যম রয়েছে। খবর ছড়ানোর পর ইরান সেগুলোকে নিজেরাই মিথ্যা প্রমাণ করে এবং প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অধিকতর বিশ্বাসযোগ্যতা অর্জন করে।’
উদাহরণ হিসেবে ভিনা আলী বলেন, ‘ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, ইরানের বিপ্লবী গার্ডবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ক্বানি মারা গেছেন বা আটক হয়েছেন। কিন্তু পরে ইরান তাঁকে জীবিত প্রমাণ করে। এভাবে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পুনরায় এমন সব বার্তা প্রচার করে—যার মাধ্যমে দেশটি প্রমাণ করে দেয় যে, পশ্চিমা গণমাধ্যম পুরোপুরি ভুল ছিল। এ কারণে পশ্চিমা গণমাধ্যমের ওপর বিশ্বাস করা উচিত নয়।’
পাবলিক ন্যারেটিভ বা জনগণের কাছে প্রচলিত বয়ানকে নিয়ন্ত্রণ করা গুপ্তচরবৃত্তির জগতে প্রতিপক্ষকে দমিয়ে রাখার অন্যতম কৌশল। এ বিষয়ে ব্রেগম্যান বলেন, এটি প্রতিপক্ষকে দুর্বল করার জন্যও জরুরি। শিনবেত ও পুলিশ সচেতনভাবে ইরানি গুপ্তচর গ্রেপ্তারের খবর প্রচার করছে। এটি মূলত অন্যদের ভয় দেখানোর জন্য। তারা (ইসরায়েল) তাদের প্রচেষ্টাগুলো প্রকাশ করছে। তারা মানুষকে জানিয়ে দিচ্ছে যে, তারা তৎপর আছে এবং যারা ইরানের হয়ে কাজ করবে তাদের পাকড়াও করা হবে।’
একইভাবে, সিনা টুসি উল্লেখ করেছেন, সম্প্রতি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গণমাধ্যমে ব্যাপক প্রাধান্য দেওয়ার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একাধিক ব্যর্থতা ঢাকা পড়েছে, তার মধ্যে অন্যতম ছিল গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়টি আগেভাগে জানতে না পারা।
টুসি বলেন, ‘এটি বোঝা গুরুত্বপূর্ণ যে, ইসরায়েলি এস্টাবলিশমেন্ট এবং এর সমর্থক গণমাধ্যম ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অদৃশ্য শক্তির যে ছবি তুলে ধরে তা বাস্তবতার সঙ্গে সব সময় মেলে না। ইসরায়েলের কৌশলগত সাফল্য থাকার পরও গোপনীয় গোয়েন্দা কার্যক্রম বা অন্য যে কোনো ক্ষেত্রে ইসরায়েলের অপ্রতিরোধ্য হওয়ার ধারণা দেশের ক্রমবর্ধমান অস্থিতিশীল কৌশলগত পরিস্থিতির কারণে বড় ধরনের ধাক্কা খাচ্ছে।’
টুসি আরও বলেন, ‘ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতা যথেষ্ট শক্তিশালী, তবে এটি এখন একাধিক শত্রু ও বড় চ্যালেঞ্জের মুখে।’
অনুবাদ করেছেন আব্দুর রহমান
সিআইএ কর্মকর্তা আসিফ রহমানের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দা তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, তিনি গত অক্টোবরে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি সংক্রান্ত তথ্য ফাঁস করেছেন। এ ঘটনায় কয়েক দশক ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান আঞ্চলিক সংঘাতের ছায়াযুদ্ধ প্রকাশ্যে এসেছে। এটি মূলত গোয়েন্দাগিরি ও পাল্টা গোয়েন্দাগিরির খেলা!
ইরানভিত্তিক একটি টেলিগ্রাম চ্যানেলে রহমানের তথ্য ফাঁসের অভিযোগ আনা হয়েছে। চ্যানেলটি ইরানের সরকারের সঙ্গে কোনো সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করেছে। তবে এ ঘটনা মার্কিন প্রশাসনকে যথেষ্ট বিব্রত করেছে। এর আগে পেন্টাগনের নথি ফাঁসের দায়ে দপ্তরের কর্মকর্তা জ্যাক টিক্সেরা দোষী সাব্যস্ত হয়েছিলেন।
ইরানি চ্যানেলে ফাঁস হওয়া তথ্য ইরান, ইসরায়েলি ও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর অস্বচ্ছ সম্পর্ককে উন্মোচন করেছে। এই সম্পর্ক বর্তমান সংঘাতের গতিপ্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে এ বিষয়ে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গিও প্রভাবিত হচ্ছে।
অক্টোবরের শেষ দিকে, ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিনবেত পূর্ব জেরুজালেমে সাতজন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তারের কথা জানায়। তাঁরা ইরানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। এর একদিন আগে, হাইফায় আরও সাত ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে যুদ্ধাবস্থায় ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়কে সহায়তা করার অভিযোগ রয়েছে। এদের প্রায় সবাই ইহুদি!
ইসরায়েলি পুলিশের একটি সূত্র জানিয়েছে, দেশটিতে ইরান সমর্থিত আরও কয়েকটি নেটওয়ার্ক সক্রিয় রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তবে এ ধরনের ঘটনা এই প্রথম নয়। এর আগেও, গত সেপ্টেম্বরে ৭৩ বছর বয়সী ইসরায়েলি ব্যবসায়ী মোতি মামানকে ইরানি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করার অভিযোগে অভিযুক্ত করা হয়। শিনবেত এবং ইসরায়েলি পুলিশের দাবি, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং অন্যান্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হত্যার পরিকল্পনার সঙ্গে যুক্ত ছিলেন। এর বিনিময়ে তিনি ইরানের কাছ থেকে ১০ লাখ ডলার চেয়েছিলেন।
অন্য দিকে, গাজায় ইসরায়েলি আগ্রাসন চলাকালেই তেহরান বেশ কয়েকজন ইরানিকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতা করেছিলেন। গত বছরের ডিসেম্বরে ইরান তিন পুরুষ ও এক নারীকে ফাঁসি দেয়। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মোসাদের হয়ে কাজ করেছেন এবং ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে শুরু করে ইরানি নিরাপত্তা কর্মকর্তাদের অপহরণ পর্যন্ত বিভিন্ন কাজে জড়িত ছিলেন।
চলতি বছরের সেপ্টেম্বরে, লেবাননে ইরানের মিত্র হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থায় (পেজার–ওয়াকিটকি) ইসরায়েলের হামলার পর ইরান ১২ জন নাগরিককে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সহযোগিতা এবং ইরানে হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয়।
ইলেকট্রনিক নজরদারি, সোশ্যাল মিডিয়া মনিটরিং ও অন্যান্য নজরদারি আজকাল গুপ্তচরবৃত্তির গুরুত্বপূর্ণ টুল বা হাতিয়ার হয়ে উঠেছে। তবে তথ্য সংগ্রহ এবং সামরিক লক্ষ্য নির্ধারণে গুপ্তচর হিসেবে মানুষ এখনো কেন্দ্রীয় ভূমিকা পালন করে।
মার্কিন থিংক ট্যাংক সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির সিনিয়র ফেলো সিনা টুসি বলেন, ‘গুপ্তচর হিসেবে মানুষকে ব্যবহার ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান ছায়াযুদ্ধের এক গুরুত্বপূর্ণ অংশ। উভয় দেশই গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য ব্যাপকভাবে কাজ করছে। দেশ দুটির গোয়েন্দাগিরি ও পাল্টা গোয়েন্দাগিরি কার্যক্রম তাদের বৃহত্তর কৌশলগত হিসাব-নিকাশে ভূমিকা রাখে।’
হাইফায় আটক হওয়া ইসরায়েলিরা ইরানের হয়ে গত দুই বছরে ৬০০–৭০০টি গোয়েন্দা মিশন পরিচালনা করেছে বলে অভিযোগ করেছে তেল আবিব। এসব পরিকল্পনার মধ্যে একটি ছিল— ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তাকে হত্যা করা। এটি সম্ভবত ইসরায়েলের হাইপ্রোফাইল হত্যাকাণ্ডের মতো একটি সম্ভাব্য গুপ্তহত্যা পরিকল্পনা। যেমনটা ছিল, গত জুলাইয়ে ইরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ড।
এ বিষয়ে সিনা টুসি বলেন, ‘একাধিক হাইপ্রোফাইল হত্যাকাণ্ড এবং অন্তর্ঘাতমূলক মিশনের মাধ্যমে ইসরায়েল ইরানে তাদের সক্ষমতা দেখিয়েছে। যা মূলত দেশটিতে মোসাদের গভীর অনুপ্রবেশকেই নির্দেশ করে। অন্যদিকে, ইরান ইসরায়েলে গোয়েন্দা নেটওয়ার্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং এই বিষয়টি ইরানের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে কয়েকজন ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করার মাধ্যমে স্পষ্ট হয়েছে।’
একটা সময় ইসরায়েলের ছোট ও সুসংহত সমাজকে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে প্রায় অপ্রতিরোধ্য বলে বিবেচনা করা হতো। কিন্তু এখন বিষয়টি কার্যত বদলে গেছে। প্রতিরক্ষা বিশ্লেষক হামজা আত্তার এমনটাই জানিয়েছেন। তবে বর্তমান সংঘাত, ইসরায়েলে উগ্র ডানপন্থার উত্থান এবং নেতানিয়াহুর নেতৃত্বে ২০২৩ সালের বিচার বিভাগ সংস্কারের মতো বিষয়গুলো দেশটির সমাজে বিদ্যমান সূক্ষ্ম বিভাজনগুলোকে আরও বাড়িয়ে দিয়েছে। যার ফলে ইসরায়েলি সমাজে মৌলিক পরিবর্তন এসেছে।
বিশ্লেষকদের মতে, সেই বিভাজনগুলোর ফাটল দিয়ে এখন প্রবেশ করছে ইরানি গোয়েন্দা সংস্থা। হাইফায় আটক হওয়া ১৪ জন এজেন্টের প্রথম দলটি ১০ বছর আগে আজারবাইজান থেকে ইসরায়েলে গিয়েছিল। দ্বিতীয় দলটি আরব–ইসরায়েলি হিসেবে পরিচিত। এই দুটি দলই ইসরায়েলি সমাজের মূলধারার বাইরের বলে মনে করা হলেও—এই পরিবর্তনকে বিশেষভাবে উল্লেখযোগ্য বলে মনে করেন আত্তার।
তিনি বলেন, ‘এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, একটা সময়ে পুরো ইসরায়েলকে একটি একক পরিচয়ের আওতায় ধরা হতো...তাদের এমনভাবে পড়ানো হতো যে, তারা তাদের আরব প্রতিবেশীদের কাছ থেকে প্রতিনিয়ত আক্রমণের ঝুঁকির মধ্যে আছে। যদি ইরান এই দুই দলকে নিজের পক্ষে কাজ করতে রাজি করিয়ে থাকতে পারে, তবে তারা আরও অনেককেই তাদের দলে ভেড়াতে পেরেছে বলেই মনে হয়।’
ইসরায়েলি সমাজে ইরানের প্রবেশের প্রচেষ্টা সম্প্রতি সামনে এলেও ইসরায়েল যে দীর্ঘদিন ধরেই ইরানের ওপর গুপ্তচরবৃত্তি চালিয়ে আসছে, সে বিষয়ে আগেই অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ইসরায়েলের প্রচেষ্টাকে সহায়তা করছে ইরানের বিশাল আয়তন, যেখানে জনসংখ্যা ইসরায়েলের তুলনায় প্রায় সাড়ে ৯ গুণ। ইরানের সামাজিক ও রাজনৈতিক বিভাজন ইসরায়েলকে সুবিধা দিয়েছে।
লন্ডনের কিংস কলেজের যুদ্ধ অধ্যয়ন বিভাগের শিক্ষক আহরন ব্রেগম্যান বলেন, ‘১৯৭৯ সালের ইরান বিপ্লবের পর থেকে ইসরায়েলের ঘোষিত লক্ষ্য হচ্ছে, দেশটির শাসকগোষ্ঠীকে ভেতর থেকে উৎখাত করা। এটাই তাদের (ইসরায়েলের) কাজের পদ্ধতির মূলে। ইরানের ভেতরে গুপ্তচরবৃত্তি পরিচালনার পরিকল্পনা করা, চর নিয়োগ দেওয়ার ও গোয়েন্দাগিরি শক্তিশালী করার জন্য ইসরায়েল হাতে অনেক সময় পেয়েছে।’
অন্যদিকে, ইরান সম্ভবত তাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অনেকাংশেই মিত্রদের একটি নেটওয়ার্ক তৈরি করতে বিনিয়োগ করেছে। যেমন, লেবাননের হিজবুল্লাহ, যারা তাদের তথ্য সরবরাহ করে। ইরানি গোয়েন্দা কার্যক্রমের মূল লক্ষ্য ছিল মূলত ইসরায়েলে কাজ করা ফিলিস্তিনিদের নিয়োগ দেওয়া। যারা সেখানে প্রায়ই বৈষম্যের শিকার হয়। এ ছাড়া সামাজিক মাধ্যমের সাহায্যে ইসরায়েলি সমাজে প্রবেশের চেষ্টাও ইরান করেছে।
চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, ইরানি গোয়েন্দারা বিচারবিভাগীয় সংস্কারের বিরুদ্ধে জনবিক্ষোভ এবং গাজায় আটক বন্দীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কাজে লাগিয়ে বিরোধ সৃষ্টির চেষ্টা করেছিল। তারা ইসরায়েলিদের উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন স্থাপনার ছবি তুলতে উৎসাহিত করার চেষ্টা করেছিল।
তবে ইরান ইসরায়েলে ততটা সফল নয়, যতটা সফল ইরানে ইসরায়েল। এই বিষয়ে সিনা টুসি বলেন, ‘তবে, ইরানে ইসরায়েলের গোয়েন্দা কার্যক্রম অনেক বেশি উন্নত এবং বিস্তৃত বলে মনে হয়। ইরানি বিজ্ঞানীদের হত্যা, ইসমাইল হানিয়ার মতো উচ্চপদস্থ ব্যক্তিদের টার্গেট করা, পারমাণবিক স্থাপনাগুলোতে অন্তর্ঘাত চালানো এবং ইরানের গভীরে ইসরায়েলের হামলা চালানোর সক্ষমতা ইঙ্গিত দেয় যে, ইসরায়েল ইরানের সবচেয়ে সংবেদনশীল স্থানগুলোতে কতটা কার্যকরভাবে অনুপ্রবেশ করেছে।’
বিশ্লেষকেরা বলছেন, ইরান বিরোধী গুপ্তচর সংস্থাগুলোর কাছে মিথ্যা তথ্য তুলে ধরে এবং তা প্রকাশিত হতে দেয় এবং আবার পরে সেই তথ্যকে মিথ্যা প্রমাণিত করে তারাই। বিরোধী গোয়েন্দা সংস্থাগুলোকে আস্থার সংকটে ফেলে দিতে এটা একটি শক্তিশালী অস্ত্র হতে পারে।
নিউইয়র্কভিত্তিক সেঞ্চুরি ফাউন্ডেশনের ফেলো ভিনা আলী খান বলেন, ‘ইরানের ইতিহাসে পশ্চিমা গণমাধ্যমে মিথ্যা খবর প্রচার করার নজির রয়েছে। যেগুলোর মধ্যে ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে কাজ করা সেসব দেশের ভাষার কিন্তু ইরান থেকে পরিচালিত গণমাধ্যম রয়েছে। খবর ছড়ানোর পর ইরান সেগুলোকে নিজেরাই মিথ্যা প্রমাণ করে এবং প্রতিদ্বন্দ্বীদের তুলনায় অধিকতর বিশ্বাসযোগ্যতা অর্জন করে।’
উদাহরণ হিসেবে ভিনা আলী বলেন, ‘ইসরায়েলি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল যে, ইরানের বিপ্লবী গার্ডবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল ক্বানি মারা গেছেন বা আটক হয়েছেন। কিন্তু পরে ইরান তাঁকে জীবিত প্রমাণ করে। এভাবে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পুনরায় এমন সব বার্তা প্রচার করে—যার মাধ্যমে দেশটি প্রমাণ করে দেয় যে, পশ্চিমা গণমাধ্যম পুরোপুরি ভুল ছিল। এ কারণে পশ্চিমা গণমাধ্যমের ওপর বিশ্বাস করা উচিত নয়।’
পাবলিক ন্যারেটিভ বা জনগণের কাছে প্রচলিত বয়ানকে নিয়ন্ত্রণ করা গুপ্তচরবৃত্তির জগতে প্রতিপক্ষকে দমিয়ে রাখার অন্যতম কৌশল। এ বিষয়ে ব্রেগম্যান বলেন, এটি প্রতিপক্ষকে দুর্বল করার জন্যও জরুরি। শিনবেত ও পুলিশ সচেতনভাবে ইরানি গুপ্তচর গ্রেপ্তারের খবর প্রচার করছে। এটি মূলত অন্যদের ভয় দেখানোর জন্য। তারা (ইসরায়েল) তাদের প্রচেষ্টাগুলো প্রকাশ করছে। তারা মানুষকে জানিয়ে দিচ্ছে যে, তারা তৎপর আছে এবং যারা ইরানের হয়ে কাজ করবে তাদের পাকড়াও করা হবে।’
একইভাবে, সিনা টুসি উল্লেখ করেছেন, সম্প্রতি গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের গণমাধ্যমে ব্যাপক প্রাধান্য দেওয়ার পেছনে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার একাধিক ব্যর্থতা ঢাকা পড়েছে, তার মধ্যে অন্যতম ছিল গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়টি আগেভাগে জানতে না পারা।
টুসি বলেন, ‘এটি বোঝা গুরুত্বপূর্ণ যে, ইসরায়েলি এস্টাবলিশমেন্ট এবং এর সমর্থক গণমাধ্যম ইসরায়েলি গোয়েন্দা সংস্থার অদৃশ্য শক্তির যে ছবি তুলে ধরে তা বাস্তবতার সঙ্গে সব সময় মেলে না। ইসরায়েলের কৌশলগত সাফল্য থাকার পরও গোপনীয় গোয়েন্দা কার্যক্রম বা অন্য যে কোনো ক্ষেত্রে ইসরায়েলের অপ্রতিরোধ্য হওয়ার ধারণা দেশের ক্রমবর্ধমান অস্থিতিশীল কৌশলগত পরিস্থিতির কারণে বড় ধরনের ধাক্কা খাচ্ছে।’
টুসি আরও বলেন, ‘ইসরায়েলের গোয়েন্দা সক্ষমতা যথেষ্ট শক্তিশালী, তবে এটি এখন একাধিক শত্রু ও বড় চ্যালেঞ্জের মুখে।’
অনুবাদ করেছেন আব্দুর রহমান
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন সাম্রাজ্যবাদের রূপ এবং যুদ্ধ ও বাণিজ্য সম্পর্কের পরিবর্তন নিয়ে বিশ্লেষণ। চীন, রাশিয়া ও ইউরোপের সাথে নতুন কৌশল এবং মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ।
২ দিন আগেকোভিড-১৯ মহামারির পর সোশ্যাল মিডিয়া ফাস্ট ফ্যাশন শিল্পকে ভঙ্গুর করে তুলেছে। জায়গা করে নিচ্ছে ভয়াবহ মানবাধিকার সংকট সৃস্টিকারী ‘আলট্রা-ফাস্ট ফ্যাশন’। সেই শিল্পে তৈরি মানুষেরই ‘রক্তে’ রঞ্জিত পোশাক সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কিনছে অনবরত। আর রক্তের বেসাতি থেকে মালিক শ্রেণি মুনাফা কামিয়েই যাচ্ছে।
৪ দিন আগেনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গর্ভমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কার্যকারী বিভাগ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গ
৮ দিন আগেপরিশেষে বলা যায়, হাসিনার চীনা ধাঁচের স্বৈরশাসক শাসিত রাষ্ট্র গড়ে তোলার প্রয়াস ব্যর্থ হয় একাধিক কারণে। তাঁর বৈষম্যমূলক এবং এলিটপন্থী বাঙালি-আওয়ামী আদর্শ জনসাধারণ গ্রহণ করেনি, যা চীনের কমিউনিস্ট পার্টির গণমুখী আদর্শের বিপরীত। ২০২১ সাল থেকে শুরু হওয়া অর্থনৈতিক মন্দা তাঁর শাসনকে দুর্বল করে দেয়, পাশাপাশি
১২ দিন আগে