মারুফ ইসলাম
পরমাণু শক্তি নিয়ে দ্বিধাহীন হওয়ার সুযোগ এখনো আসেনি। এর বিস্তার বাড়ানো উচিত নাকি কমানো উচিত—তা নিয়ে বিতর্ক জারি আছে বিশ্বজুড়ে। কেউ একে বলছেন আশীর্বাদ, কেউ বলছেন অভিশাপ। আসলেই পরমাণু শক্তি আমাদের জন্য কী; কে করবে তার ফয়সালা?
ফয়সালা যাঁদের হাতে, তাঁরা অবশ্য ব্যাপারটি নিয়ে বেশ উদ্বিগ্ন। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘বিশ্ব এখন পরমাণু বিপর্যয়ের দ্বারপ্রান্তে।’
প্রেসিডেন্ট জেলেনস্কির এমন মন্তব্যের পেছনের কারণ হচ্ছে, সম্প্রতি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র জাপোরিঝিরয়ার আশপাশে গোলাবর্ষণ বাড়িয়েছে রুশ বাহিনী। যেকোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে পরমাণুকেন্দ্রটি।
এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কবার্তা উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউক্রেনের লভিভে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি বলেছেন, ‘পরমাণুকেন্দ্র ধ্বংস করা হবে আত্মহত্যা করার মতো ব্যাপার।’
গুতেরেসের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও বলেছেন, ‘আরও একটি চেরনোবিল হোক, তা আমরা চাই না।’
বোঝা যাচ্ছে, পরমাণু শক্তির সঙ্গে এক ধরনের উদ্বেগ জড়িয়ে আছে। কেউই চান না, এটি বিস্ফোরিত হোক বা ধ্বংস হোক। কিন্তু কেন?
একটু পেছন ফিরে তাকানো যাক তাহলে। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল। সে দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিল ২৮ জন। ব্যাপারটি সেখানেই সীমাবদ্ধ থাকলে কথা ছিল না। পরমাণুকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ল দ্রুত। বিজ্ঞানীরা তারস্বরে বললেন, তেজস্ক্রিয়তার পার্শ্ব-প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এখনই আশপাশের মানুষদের সরিয় নেওয়া দরকার। ইউক্রেন সরকার দ্রুত ওই এলাকা থেকে প্রায় সাড়ে ৩ লাখ মানুষকে সরিয়ে নিয়েছিল। তারপরও শেষ রক্ষা হয়নি। জাতিসংঘের বৈজ্ঞানিক কমিটি জানিয়েছে, তেজস্ক্রিয়তার প্রভাবে ওই এলাকার ৫ হাজার মানুষ থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
দুর্ঘটনার বিশ বছর পেরিয়ে গেলেও চেরনোবিলের আশপাশে ৫০ মাইলের মধ্যে এখনো কোনো মানুষ বাস করে না। সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করেই এরদোয়ান বলেছেন, ‘আর কোনো চেরনোবিল চাই না।’
পরমাণু শক্তির অপব্যবহারের আরেকটি দগদগে স্মৃতি আছে বিশ্ববাসীর মনে। সেটির নাম হিরোশিমা ও নাগাসাকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। সে বোমা হামলায় শুধু হিরোশিমাতেই মারা গিয়েছিল ১ লাখ ৪০ হাজার মানুষ। আর নাগাসাকিতে ৭৪ হাজার। পরে পারমাণবিক তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে মারা গেছেন আরও ২ লাখ ১৪ হাজার মানুষ।
এসব কারণে বিশ্বের যেকোনো বিবেকসম্পন্ন মানুষই পরমাণু শক্তির বিস্তার নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ও উদ্বেগে থাকবেন—এটাই স্বাভাবিক। তর্ক-বিতর্ক করাও স্বাভাবিক।
কিন্তু এসব তর্ক-বিতর্ক-দ্বিধা-দ্বন্দ্ব-উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেও থেমে নেই পরমাণু শক্তির বিস্তার। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ১৯৫৮ সালে প্রথম পরমাণু কেন্দ্র স্থাপন করেছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের পরমাণু কেন্দ্র রয়েছে ৫৫ টি।
আরেক শক্তিধর দেশ রাশিয়ার রয়েছে ৩৮টি পরমাণু কেন্দ্র। চীনের রয়েছে ৪৭ টি; আরও ২৩টি নির্মাণাধীন। উত্তর কোরিয়ার রয়েছে ২২ টি। আমাদের পাশের দেশ ভারতের রয়েছে ২২টি পরমাণু রিঅ্যাক্টর, আর পাকিস্তানে রয়েছে ছয়টি পরমাণুকেন্দ্র।
এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে, বিশ্বের বহু দেশ পরমাণু শক্তির দিকে ঝুঁকেছে। কিন্তু কেন? এর একটি অন্যতম কারণ বিদ্যুৎ উৎপাদন। বর্তমানে সারা বিশ্বের মোট বিদ্যুতের ১০ শতাংশ সরবরাহ করা হচ্ছে পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে।
যুক্তরাজ্য ২০২০ সালে তাদের মোট বিদ্যুতের ১৬ শতাংশ উৎপাদন করেছে পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে। ২০২৫ সালের মধ্যে তারা এটি ২৫ শতাংশে উন্নীত করতে চায়। বর্তমানে যুক্তরাজ্যের পরমাণুকেন্দ্র রয়েছে আটটি।
ফ্রান্স বর্তমানে ৭০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে পরমাণুকেন্দ্র থেকে। এই মুহূর্তে ৫৬টি পরমাণু রিঅ্যাক্টর রয়েছে ফ্রান্সের। আরও ছয়টি নির্মাণাধীন।
বেলজিয়ামের সাতটি পরমাণু রিঅ্যাক্টর রয়েছে। দেশটি তার মোট বিদ্যুতের অর্ধেকই উৎপাদন করে পরমাণুকেন্দ্র থেকে। গত মার্চে আরও দুটি নতুন পরমাণু চুল্লিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম সরকার।
পরমাণু শক্তির অপব্যবহারের দগদগে স্মৃতি নিয়ে বেঁচে থাকা জাপানও পরমাণু শক্তির ব্যবহারে থেমে নেই। জাপানের রয়েছে ৫৪টি পরমাণু রিঅ্যাক্টর। এর একটি চুল্লির বয়স প্রায় ৪০ বছর। কাশিওয়াজাকি-কারিওয়া নামের এই পরমাণুকেন্দ্রটিকে আরও শক্তিশালী করতে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে টোকিও। না তাদের নিজস্ব কোনো পরমাণু অস্ত্র নেই। তবে ২০১২ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে ৯ টনের মতো প্লুটোনিয়াম রয়েছে, যা ১০০০ নিউক্লিয়ার ওয়্যারহেড বানানোর জন্য যথেষ্ট। আর প্রযুক্তি? সেটা জাপানের আছে। তারা নিজেদের সিদ্ধান্তেই পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে সরে এসেছিল। কিন্তু এই সরে আসা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এই প্রতিযোগিতা থেকে তাদের দূরে থাকার কোনো নিশ্চয়তা দেয় না।
এদিকে দক্ষিণ কোরিয়া ঘোষণা দিয়েছে, ২০৩০ সালের মধ্যে আরও চারটি পরমাণু রিঅ্যাক্টর স্থাপন করবে এবং পুরোনো ১০টি চুল্লিকে আরও বড় করবে।
২০১১ সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিপর্যয়ের পর জার্মানি তাদের ১৭টি পরমাণুকেন্দ্র বন্ধ করে দিয়েছিল। সেগুলো এখন পুনরায় চালুর চিন্তাভাবনা করছে জার্মানি।
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক জ্বালানি রপ্তানিকারক দেশ রাশিয়া সম্প্রতি মিসর ও তুরস্কে নতুন পরমাণুকেন্দ্র স্থাপন করেছে। রাশিয়ার পরমাণু জ্বালানি ব্যবসা মিয়ানমার থেকে উগান্ডা পর্যন্ত বিস্তৃত।
নেদারল্যান্ডস নতুন দুটি পরমাণু চুল্লি স্থাপনের কথা ভাবছে। পোল্যান্ড প্রথমবারের মতো পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে। চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরিও নতুন পরমাণুকেন্দ্র তৈরির পরিকল্পনা করছে।
সুতরাং পরিবেশবাদীরা যতই চেরনোবিল-ফুকুশিমার কথা বলুন না কেন, যতই হিরোশিমা-নাগাসাকির কথা বলুন না কেন, দেশে দেশে পরমাণুকেন্দ্র স্থাপন থেমে নেই। ভবিষ্যতে আরও বাড়তে থাকবে বলেই ধারণা করা যায়।
যুক্তি হিসেবে পরমাণু শক্তির প্রবক্তারা বলছেন, ফুকুশিমার মতো দুর্ঘটনা বিরল। বরং এর চেয়ে কয়লাখনিতে দুর্ঘটনা ঘটে বেশি। কয়লাজনিত পরিবেশ দূষণের কারণে মৃত্যুও কম নয়।
অতএব, আশীর্বাদ হিসেবেই হোক আর অভিশাপ হিসেবেই হোক, ভবিষ্যতের পৃথিবীতে পরমাণু শক্তির বিস্তার যে বাড়বে, তা হলফ করেই বলা যায়। আর এর পেছনে প্রকাশ্য মূল কারণ বিদ্যুতের জোগান। তবে ইউরোপজুড়ে, বিশেষত জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলো যে শুধু বিদ্যুতের জোগান মাথায় রেখেই এর পরিধি বাড়াচ্ছে না, তা যে কেউ বুঝবে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে ক্ষমতা-সমীকরণ তৈরি হয়েছে, তাতে এই শক্তির বিস্তার আদতে নিজেদের খুঁটিটি পোক্ত করতে চাওয়ার কারণেই। তারা মূলত রাশিয়ার পরমাণু শক্তি অর্জনে বিভিন্ন দেশকে সহযোগিতা করা, চীনে পরমাণু কর্মসূচির বিস্তৃতির পাল্টা হিসেবেই এ পথে হাঁটছে। বিশ্বজুড়ে ক্রমেই প্রকট হয়ে ওঠা ক্ষমতার নয়া সমীকরণকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা থেকেই তারা এই সময়ে এ ধরনের কর্মসূচিতে মনোযোগ বাড়াচ্ছে।
তথ্যসূত্র: ব্লুমবার্গ, বিবিসি, ফক্স নিউজ, আইএইএ, যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের ওয়েবসাইট
পরমাণু শক্তি নিয়ে দ্বিধাহীন হওয়ার সুযোগ এখনো আসেনি। এর বিস্তার বাড়ানো উচিত নাকি কমানো উচিত—তা নিয়ে বিতর্ক জারি আছে বিশ্বজুড়ে। কেউ একে বলছেন আশীর্বাদ, কেউ বলছেন অভিশাপ। আসলেই পরমাণু শক্তি আমাদের জন্য কী; কে করবে তার ফয়সালা?
ফয়সালা যাঁদের হাতে, তাঁরা অবশ্য ব্যাপারটি নিয়ে বেশ উদ্বিগ্ন। গত বৃহস্পতিবার (১৮ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘বিশ্ব এখন পরমাণু বিপর্যয়ের দ্বারপ্রান্তে।’
প্রেসিডেন্ট জেলেনস্কির এমন মন্তব্যের পেছনের কারণ হচ্ছে, সম্প্রতি ইউরোপের সবচেয়ে বড় পরমাণু কেন্দ্র জাপোরিঝিরয়ার আশপাশে গোলাবর্ষণ বাড়িয়েছে রুশ বাহিনী। যেকোনো সময় ধ্বংস হয়ে যেতে পারে পরমাণুকেন্দ্রটি।
এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্কবার্তা উচ্চারণ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইউক্রেনের লভিভে অনুষ্ঠিত এক সম্মেলনে তিনি বলেছেন, ‘পরমাণুকেন্দ্র ধ্বংস করা হবে আত্মহত্যা করার মতো ব্যাপার।’
গুতেরেসের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানও বলেছেন, ‘আরও একটি চেরনোবিল হোক, তা আমরা চাই না।’
বোঝা যাচ্ছে, পরমাণু শক্তির সঙ্গে এক ধরনের উদ্বেগ জড়িয়ে আছে। কেউই চান না, এটি বিস্ফোরিত হোক বা ধ্বংস হোক। কিন্তু কেন?
একটু পেছন ফিরে তাকানো যাক তাহলে। ১৯৮৬ সালের ২৬ এপ্রিল ইউক্রেনের চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্রে দুর্ঘটনা ঘটেছিল। সে দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিল ২৮ জন। ব্যাপারটি সেখানেই সীমাবদ্ধ থাকলে কথা ছিল না। পরমাণুকেন্দ্র থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ল দ্রুত। বিজ্ঞানীরা তারস্বরে বললেন, তেজস্ক্রিয়তার পার্শ্ব-প্রতিক্রিয়া হবে ভয়াবহ। এখনই আশপাশের মানুষদের সরিয় নেওয়া দরকার। ইউক্রেন সরকার দ্রুত ওই এলাকা থেকে প্রায় সাড়ে ৩ লাখ মানুষকে সরিয়ে নিয়েছিল। তারপরও শেষ রক্ষা হয়নি। জাতিসংঘের বৈজ্ঞানিক কমিটি জানিয়েছে, তেজস্ক্রিয়তার প্রভাবে ওই এলাকার ৫ হাজার মানুষ থাইরয়েড ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৫ জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।
দুর্ঘটনার বিশ বছর পেরিয়ে গেলেও চেরনোবিলের আশপাশে ৫০ মাইলের মধ্যে এখনো কোনো মানুষ বাস করে না। সেই ভয়াবহ স্মৃতি স্মরণ করেই এরদোয়ান বলেছেন, ‘আর কোনো চেরনোবিল চাই না।’
পরমাণু শক্তির অপব্যবহারের আরেকটি দগদগে স্মৃতি আছে বিশ্ববাসীর মনে। সেটির নাম হিরোশিমা ও নাগাসাকি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। সে বোমা হামলায় শুধু হিরোশিমাতেই মারা গিয়েছিল ১ লাখ ৪০ হাজার মানুষ। আর নাগাসাকিতে ৭৪ হাজার। পরে পারমাণবিক তেজস্ক্রিয়তায় আক্রান্ত হয়ে বিভিন্ন রোগে মারা গেছেন আরও ২ লাখ ১৪ হাজার মানুষ।
এসব কারণে বিশ্বের যেকোনো বিবেকসম্পন্ন মানুষই পরমাণু শক্তির বিস্তার নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ও উদ্বেগে থাকবেন—এটাই স্বাভাবিক। তর্ক-বিতর্ক করাও স্বাভাবিক।
কিন্তু এসব তর্ক-বিতর্ক-দ্বিধা-দ্বন্দ্ব-উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেও থেমে নেই পরমাণু শক্তির বিস্তার। বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ যুক্তরাষ্ট্র ১৯৫৮ সালে প্রথম পরমাণু কেন্দ্র স্থাপন করেছিল। বর্তমানে যুক্তরাষ্ট্রের পরমাণু কেন্দ্র রয়েছে ৫৫ টি।
আরেক শক্তিধর দেশ রাশিয়ার রয়েছে ৩৮টি পরমাণু কেন্দ্র। চীনের রয়েছে ৪৭ টি; আরও ২৩টি নির্মাণাধীন। উত্তর কোরিয়ার রয়েছে ২২ টি। আমাদের পাশের দেশ ভারতের রয়েছে ২২টি পরমাণু রিঅ্যাক্টর, আর পাকিস্তানে রয়েছে ছয়টি পরমাণুকেন্দ্র।
এসব পরিসংখ্যানই বলে দিচ্ছে, বিশ্বের বহু দেশ পরমাণু শক্তির দিকে ঝুঁকেছে। কিন্তু কেন? এর একটি অন্যতম কারণ বিদ্যুৎ উৎপাদন। বর্তমানে সারা বিশ্বের মোট বিদ্যুতের ১০ শতাংশ সরবরাহ করা হচ্ছে পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে।
যুক্তরাজ্য ২০২০ সালে তাদের মোট বিদ্যুতের ১৬ শতাংশ উৎপাদন করেছে পরমাণু বিদ্যুৎকেন্দ্র থেকে। ২০২৫ সালের মধ্যে তারা এটি ২৫ শতাংশে উন্নীত করতে চায়। বর্তমানে যুক্তরাজ্যের পরমাণুকেন্দ্র রয়েছে আটটি।
ফ্রান্স বর্তমানে ৭০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন করে পরমাণুকেন্দ্র থেকে। এই মুহূর্তে ৫৬টি পরমাণু রিঅ্যাক্টর রয়েছে ফ্রান্সের। আরও ছয়টি নির্মাণাধীন।
বেলজিয়ামের সাতটি পরমাণু রিঅ্যাক্টর রয়েছে। দেশটি তার মোট বিদ্যুতের অর্ধেকই উৎপাদন করে পরমাণুকেন্দ্র থেকে। গত মার্চে আরও দুটি নতুন পরমাণু চুল্লিতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বেলজিয়াম সরকার।
পরমাণু শক্তির অপব্যবহারের দগদগে স্মৃতি নিয়ে বেঁচে থাকা জাপানও পরমাণু শক্তির ব্যবহারে থেমে নেই। জাপানের রয়েছে ৫৪টি পরমাণু রিঅ্যাক্টর। এর একটি চুল্লির বয়স প্রায় ৪০ বছর। কাশিওয়াজাকি-কারিওয়া নামের এই পরমাণুকেন্দ্রটিকে আরও শক্তিশালী করতে ৮ দশমিক ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে টোকিও। না তাদের নিজস্ব কোনো পরমাণু অস্ত্র নেই। তবে ২০১২ সালের হিসাব অনুযায়ী, দেশটিতে ৯ টনের মতো প্লুটোনিয়াম রয়েছে, যা ১০০০ নিউক্লিয়ার ওয়্যারহেড বানানোর জন্য যথেষ্ট। আর প্রযুক্তি? সেটা জাপানের আছে। তারা নিজেদের সিদ্ধান্তেই পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে সরে এসেছিল। কিন্তু এই সরে আসা পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে এই প্রতিযোগিতা থেকে তাদের দূরে থাকার কোনো নিশ্চয়তা দেয় না।
এদিকে দক্ষিণ কোরিয়া ঘোষণা দিয়েছে, ২০৩০ সালের মধ্যে আরও চারটি পরমাণু রিঅ্যাক্টর স্থাপন করবে এবং পুরোনো ১০টি চুল্লিকে আরও বড় করবে।
২০১১ সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বিপর্যয়ের পর জার্মানি তাদের ১৭টি পরমাণুকেন্দ্র বন্ধ করে দিয়েছিল। সেগুলো এখন পুনরায় চালুর চিন্তাভাবনা করছে জার্মানি।
বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক জ্বালানি রপ্তানিকারক দেশ রাশিয়া সম্প্রতি মিসর ও তুরস্কে নতুন পরমাণুকেন্দ্র স্থাপন করেছে। রাশিয়ার পরমাণু জ্বালানি ব্যবসা মিয়ানমার থেকে উগান্ডা পর্যন্ত বিস্তৃত।
নেদারল্যান্ডস নতুন দুটি পরমাণু চুল্লি স্থাপনের কথা ভাবছে। পোল্যান্ড প্রথমবারের মতো পরমাণু বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ঘোষণা দিয়েছে। চেক প্রজাতন্ত্র ও হাঙ্গেরিও নতুন পরমাণুকেন্দ্র তৈরির পরিকল্পনা করছে।
সুতরাং পরিবেশবাদীরা যতই চেরনোবিল-ফুকুশিমার কথা বলুন না কেন, যতই হিরোশিমা-নাগাসাকির কথা বলুন না কেন, দেশে দেশে পরমাণুকেন্দ্র স্থাপন থেমে নেই। ভবিষ্যতে আরও বাড়তে থাকবে বলেই ধারণা করা যায়।
যুক্তি হিসেবে পরমাণু শক্তির প্রবক্তারা বলছেন, ফুকুশিমার মতো দুর্ঘটনা বিরল। বরং এর চেয়ে কয়লাখনিতে দুর্ঘটনা ঘটে বেশি। কয়লাজনিত পরিবেশ দূষণের কারণে মৃত্যুও কম নয়।
অতএব, আশীর্বাদ হিসেবেই হোক আর অভিশাপ হিসেবেই হোক, ভবিষ্যতের পৃথিবীতে পরমাণু শক্তির বিস্তার যে বাড়বে, তা হলফ করেই বলা যায়। আর এর পেছনে প্রকাশ্য মূল কারণ বিদ্যুতের জোগান। তবে ইউরোপজুড়ে, বিশেষত জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলো যে শুধু বিদ্যুতের জোগান মাথায় রেখেই এর পরিধি বাড়াচ্ছে না, তা যে কেউ বুঝবে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যে ক্ষমতা-সমীকরণ তৈরি হয়েছে, তাতে এই শক্তির বিস্তার আদতে নিজেদের খুঁটিটি পোক্ত করতে চাওয়ার কারণেই। তারা মূলত রাশিয়ার পরমাণু শক্তি অর্জনে বিভিন্ন দেশকে সহযোগিতা করা, চীনে পরমাণু কর্মসূচির বিস্তৃতির পাল্টা হিসেবেই এ পথে হাঁটছে। বিশ্বজুড়ে ক্রমেই প্রকট হয়ে ওঠা ক্ষমতার নয়া সমীকরণকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা থেকেই তারা এই সময়ে এ ধরনের কর্মসূচিতে মনোযোগ বাড়াচ্ছে।
তথ্যসূত্র: ব্লুমবার্গ, বিবিসি, ফক্স নিউজ, আইএইএ, যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের ওয়েবসাইট
একটা সময় ইসরায়েলের ছোট ও সুসংহত সমাজকে বিদেশি গোয়েন্দা সংস্থার কাছে প্রায় অপ্রতিরোধ্য বলে বিবেচনা করা হতো। কিন্তু এখন বিষয়টি কার্যত বদলে গেছে। বর্তমান সংঘাত, ইসরায়েলে উগ্র ডানপন্থার উত্থান এবং নেতানিয়াহুর নেতৃত্বে ২০২৩ সালের বিচার বিভাগ সংস্কারের মতো বিষয়গুলো দেশটির সমাজে বিদ্যমান সূক্ষ্ম বিভাজনগুলো
২ ঘণ্টা আগেট্রাম্পের দ্বিতীয় মেয়াদে মার্কিন সাম্রাজ্যবাদের রূপ এবং যুদ্ধ ও বাণিজ্য সম্পর্কের পরিবর্তন নিয়ে বিশ্লেষণ। চীন, রাশিয়া ও ইউরোপের সাথে নতুন কৌশল এবং মার্কিন আধিপত্যের ভবিষ্যৎ।
২ দিন আগেকোভিড-১৯ মহামারির পর সোশ্যাল মিডিয়া ফাস্ট ফ্যাশন শিল্পকে ভঙ্গুর করে তুলেছে। জায়গা করে নিচ্ছে ভয়াবহ মানবাধিকার সংকট সৃস্টিকারী ‘আলট্রা-ফাস্ট ফ্যাশন’। সেই শিল্পে তৈরি মানুষেরই ‘রক্তে’ রঞ্জিত পোশাক সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করে কিনছে অনবরত। আর রক্তের বেসাতি থেকে মালিক শ্রেণি মুনাফা কামিয়েই যাচ্ছে।
৪ দিন আগেনবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন ডিপার্টমেন্ট অব গর্ভমেন্ট এফিসিয়েন্সি বা সরকারি কার্যকারী বিভাগ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ধনকুবের ইলন মাস্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, অপ্রয়োজনীয় ব্যয় কমানো ও বিভিন্ন সরকারি সংস্থা পুনর্গ
৮ দিন আগে