সেলিম রেজা নূর, নিউইয়র্ক
বহুদিন পর এক নিশ্বাসে পড়ে ফেলবার মতো বইটি হাতে পেলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ড. মোস্তফা সারওয়ার পেশায় একজন শিক্ষক কিন্তু বইটি পড়তে গিয়ে হোঁচটই খেলাম কারণ বিশেষজ্ঞ শিক্ষকের কাহিনির বর্ণনায় কোনো জ্ঞান দানের প্রবণতা নেই–নেই ভাষা ও উপস্থাপনার কচকচানি ও দুর্বোধ্যতা।
কিন্তু এই বইটির বিষয়বস্তু ভীষণভাবেই গুরুগম্ভীর। বিশ্বের মহা–শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে শক্তিশালী লোকটিকে নিয়ে লেখা এই বই। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও রাজনীতিতে এখনো সক্রিয় ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রায় আড়াই শ বছরের চর্চিত গণতন্ত্রকে উল্টে দেবার যে কারসাজি করে চলেছে সেটা তো সারা পৃথিবীর অবস্থা–ব্যবস্থাকেও প্রভাবিত করবে–করতে পারে। বিধায় সারা পৃথিবীর লোকজনদের এখানকার চলমান ঘটনার প্রতি আকর্ষণ থাকাটাই স্বাভাবিক।
আজ পৃথিবী যখন একটি ‘গ্লোবাল ভিলেজ’ তখন সাত সমুদ্র তেরো নদী পারের দেশ হলেও সেখানকার ঘটনা–ধারা শুনতে–জানতে ভিনদেশের লোকদের আগ্রহের কোনো কমতি নেই আজ। বাংলাদেশের মানুষেরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক রঙ্গ–মঞ্চে ট্রাম্প যে কৌতুক ও আমোদী নাট্যাভিনয় করে চলেছে তাকে অবজ্ঞা করা যাচ্ছে না কিছুতেই, তাই মানুষ যে এ বিষয়ে খোঁজ-খবর রাখতে চাইবে তাতে আর সন্দেহ কি!
বাংলাদেশের মানুষ খুবই রাজনীতি-সচেতন, তাই ড. মোস্তফা সারওয়ার বাংলা ভাষা-ভাষী জনগোষ্ঠীর সেই চাহিদা পূরণে এই বইটি উপস্থাপনা করে ইতিহাসের উলঙ্গ রাজাকে একদিকে আরও উলঙ্গ করে দিয়েছেন, আবার বর্ণনার কশাঘাতে কষে চপেটাঘাতও করে গেছেন।
জনাব সারওয়ার ২০২০ সালের ডিসেম্বর থেকে শুরু ক’রে ২০২৩ সালের প্রথম পর্যন্ত বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক রঙ্গমঞ্চে ট্রাম্প পরিচালিত ও অভিনীত ঘটমান কৌতুকাভিনয়ের গুরুত্ব-গভীরতা-পারম্পর্য-ইত্যাদি জ্ঞাত করতে ২২টি নিবন্ধ লিখেছিলেন যা বাংলাদেশের পত্রিকাগুলোতে প্রকাশিত হয় আর সেই নিবন্ধগুলোই উত্তর আমেরিকায় বসবাসকারী কয়েক লক্ষ বাঙলা-ভাষী প্রবাসীদের জন্য স্থানীয় বাংলা পত্রিকাগুলোতেও পুনঃপ্রকাশিত হয় যা পাঠক সাধারণের মধ্যে ব্যাপক কৌতূহলের উদ্রেক করে।
এবার স্বদেশের বৃহত্তর পাঠক সাধারণের জন্য সেই লেখাগুলোকেই এক মলাটের ভেতর এনে অগ্রদূত অ্যান্ড কোম্পানি ড. মোস্তফা সারওয়ার রচিত ‘ডোনাল্ড ট্রাম্প: উলঙ্গ সম্রাট’ বইটি বাংলাদেশের কৌতূহলী পাঠক সম্প্রদায়ের হাতে পৌঁছে দিতে এই বই-মেলায় প্রকাশ করেছে। একটি চমৎকার প্রচ্ছদের ভেতর আরও সব চমৎকার–তথ্যপূর্ণ নিবন্ধগুলি পাঠকের রসনা তৃপ্ত করতে যথেষ্ট সে কথা বলাই বাহুল্য। বহুদিন পর এমন একটি বই হাতে পেলাম যেটি শুরু করলে না শেষ করে উঠে যাওয়া সহজসাধ্য নয়। এক নিশ্বাসে পড়ে ফেলবার মতো বই এটি।
লেখক গভীর অভিনিবেশ সহকারে ইতিহাসের প্রেক্ষাপটে ট্রাম্প’কে তুলে এনেছেন–দারিদ্র্য-পীড়িত জীবনের ঘানি টানতে না পেরে ট্রাম্পের নাপিত দাদা ফ্রিডরিক সুদূর জার্মানি থেকে ভাগ্যান্বেষণে মার্কিন যুক্তরাষ্ট্রের কুলে এসে তার তরী ভিড়ায়! তারপর দুই নম্বরী ও অনৈতিকতার পথ ধরে ফ্রিডরিকের ফাটা কপালে ‘সিসেমফাক’ হয়ে রূপকথার আলীবাবার মতো ভাগ্যের চাকা ঘুরে যায় মদ, জুয়া, যৌন ব্যবসায় হাত পাকিয়ে।
নাতি এই ডোনাল্ড ট্রাম্প নাপিত দাদার ‘ঐতিহ্য’কে ধারণ করে ক্রমে ক্রমে একইভাবে দুই নম্বরী ও অনৈতিকতার পথ ধরে আজ এই কেউকেটা হয়ে উঠেছে। সেই জীবন-কাহিনির অন্ধি-সন্ধি একের পর এক পাঠকের সামনে চমৎকার বর্ণনায় খুলে দিয়েছেন লেখক।
সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই কাহিনি বর্ণনায় ‘নাহি তত্ত্ব-নাহি উপদেশ’, কিন্তু আছে জানবার–বুঝবার–ভাববার বিষয়। তবে লেখকের উপস্থাপনা এত প্রাঞ্জল যে সুদূর বাংলাদেশের পাঠকের সাত-সমুদ্র-তেরো নদী পারের ভিন দেশের এই কাহিনির সূত্র ধরতে–বিষয়বস্তু বুঝতে এতটুকুও হোঁচট খেতে হয় না, সে কথা নির্দ্বিধায় বলা যায়।
ড. মোস্তফা সারওয়ার আমাদের হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের শিশুতোষ গল্পের ছলেই–সেই গল্পের উদাহরণ দিয়েই-আমাদের পাঠকদের এই গুরু-গম্ভীর কাহিনিমালা হাজির করলেন অনায়াসে!
আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের ধারাবাহিকতার পথ ধরে ট্রাম্পের সব আকাম-কুকামগুলোকে এমনভাবে বলে গেলেন যে ভিনদেশি পাঠকের সেসব ইতিহাসের বিষয়গুলি না বুঝতে পারার–ধরতে পারার কোনো কারণই নেই।
কঠিন বিষয়গুলি–অনেক দূরের বিষয়গুলোকে এত সহজভাবে উপস্থাপন করা হয়েছে যা এক কথায় বলা যায় অনবদ্য উপস্থাপনা।
তবে লেখক স্বয়ং নিজের এই সাফল্যের ‘গুমর-ফাঁক’ করে দিয়েছেন স্ব-লিখিত ভূমিকায়! জেফারসন প্যারিস লাইব্রেরি থেকে শতাধিক বই আনিয়ে পড়ে তথ্য-সমৃদ্ধ হয়ে তারপর লেখক ড. মোস্তফা সারওয়ার আমাদের মতো আম-জনতার সামনে হাজির করেছেন সাম্প্রতিক রাজনীতির জটিল বিষয়গুলি। সেই সুদূর অতীতের ইতিহাসের সঙ্গে মিলিয়ে দিয়ে আবার একই সঙ্গে সাহিত্য ও ললিতকলার উদাহরণ টেনে!
ড. মোস্তফা সারওয়ারের বর্ণনা ও উপস্থাপনার মাধুর্য্য এই বইয়ের মূল চাবিকাঠি। আমার বিশ্বাস, এই বই পাঠে পাঠক যারপর নাই জটিল রাজনীতি ও ক্ষমতার কেন্দ্র-বিন্দুতে যে নষ্টামী ও ভণ্ডামির চাষ-বাস হয় সেসব বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করবেন অনায়াসে সে কথা বলাই বাহুল্য!
বহুদিন পর এক নিশ্বাসে পড়ে ফেলবার মতো বইটি হাতে পেলাম। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ড. মোস্তফা সারওয়ার পেশায় একজন শিক্ষক কিন্তু বইটি পড়তে গিয়ে হোঁচটই খেলাম কারণ বিশেষজ্ঞ শিক্ষকের কাহিনির বর্ণনায় কোনো জ্ঞান দানের প্রবণতা নেই–নেই ভাষা ও উপস্থাপনার কচকচানি ও দুর্বোধ্যতা।
কিন্তু এই বইটির বিষয়বস্তু ভীষণভাবেই গুরুগম্ভীর। বিশ্বের মহা–শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচাইতে শক্তিশালী লোকটিকে নিয়ে লেখা এই বই। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ও রাজনীতিতে এখনো সক্রিয় ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রায় আড়াই শ বছরের চর্চিত গণতন্ত্রকে উল্টে দেবার যে কারসাজি করে চলেছে সেটা তো সারা পৃথিবীর অবস্থা–ব্যবস্থাকেও প্রভাবিত করবে–করতে পারে। বিধায় সারা পৃথিবীর লোকজনদের এখানকার চলমান ঘটনার প্রতি আকর্ষণ থাকাটাই স্বাভাবিক।
আজ পৃথিবী যখন একটি ‘গ্লোবাল ভিলেজ’ তখন সাত সমুদ্র তেরো নদী পারের দেশ হলেও সেখানকার ঘটনা–ধারা শুনতে–জানতে ভিনদেশের লোকদের আগ্রহের কোনো কমতি নেই আজ। বাংলাদেশের মানুষেরা মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক রঙ্গ–মঞ্চে ট্রাম্প যে কৌতুক ও আমোদী নাট্যাভিনয় করে চলেছে তাকে অবজ্ঞা করা যাচ্ছে না কিছুতেই, তাই মানুষ যে এ বিষয়ে খোঁজ-খবর রাখতে চাইবে তাতে আর সন্দেহ কি!
বাংলাদেশের মানুষ খুবই রাজনীতি-সচেতন, তাই ড. মোস্তফা সারওয়ার বাংলা ভাষা-ভাষী জনগোষ্ঠীর সেই চাহিদা পূরণে এই বইটি উপস্থাপনা করে ইতিহাসের উলঙ্গ রাজাকে একদিকে আরও উলঙ্গ করে দিয়েছেন, আবার বর্ণনার কশাঘাতে কষে চপেটাঘাতও করে গেছেন।
জনাব সারওয়ার ২০২০ সালের ডিসেম্বর থেকে শুরু ক’রে ২০২৩ সালের প্রথম পর্যন্ত বিভিন্ন সময়ে পর্যায়ক্রমে বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক রঙ্গমঞ্চে ট্রাম্প পরিচালিত ও অভিনীত ঘটমান কৌতুকাভিনয়ের গুরুত্ব-গভীরতা-পারম্পর্য-ইত্যাদি জ্ঞাত করতে ২২টি নিবন্ধ লিখেছিলেন যা বাংলাদেশের পত্রিকাগুলোতে প্রকাশিত হয় আর সেই নিবন্ধগুলোই উত্তর আমেরিকায় বসবাসকারী কয়েক লক্ষ বাঙলা-ভাষী প্রবাসীদের জন্য স্থানীয় বাংলা পত্রিকাগুলোতেও পুনঃপ্রকাশিত হয় যা পাঠক সাধারণের মধ্যে ব্যাপক কৌতূহলের উদ্রেক করে।
এবার স্বদেশের বৃহত্তর পাঠক সাধারণের জন্য সেই লেখাগুলোকেই এক মলাটের ভেতর এনে অগ্রদূত অ্যান্ড কোম্পানি ড. মোস্তফা সারওয়ার রচিত ‘ডোনাল্ড ট্রাম্প: উলঙ্গ সম্রাট’ বইটি বাংলাদেশের কৌতূহলী পাঠক সম্প্রদায়ের হাতে পৌঁছে দিতে এই বই-মেলায় প্রকাশ করেছে। একটি চমৎকার প্রচ্ছদের ভেতর আরও সব চমৎকার–তথ্যপূর্ণ নিবন্ধগুলি পাঠকের রসনা তৃপ্ত করতে যথেষ্ট সে কথা বলাই বাহুল্য। বহুদিন পর এমন একটি বই হাতে পেলাম যেটি শুরু করলে না শেষ করে উঠে যাওয়া সহজসাধ্য নয়। এক নিশ্বাসে পড়ে ফেলবার মতো বই এটি।
লেখক গভীর অভিনিবেশ সহকারে ইতিহাসের প্রেক্ষাপটে ট্রাম্প’কে তুলে এনেছেন–দারিদ্র্য-পীড়িত জীবনের ঘানি টানতে না পেরে ট্রাম্পের নাপিত দাদা ফ্রিডরিক সুদূর জার্মানি থেকে ভাগ্যান্বেষণে মার্কিন যুক্তরাষ্ট্রের কুলে এসে তার তরী ভিড়ায়! তারপর দুই নম্বরী ও অনৈতিকতার পথ ধরে ফ্রিডরিকের ফাটা কপালে ‘সিসেমফাক’ হয়ে রূপকথার আলীবাবার মতো ভাগ্যের চাকা ঘুরে যায় মদ, জুয়া, যৌন ব্যবসায় হাত পাকিয়ে।
নাতি এই ডোনাল্ড ট্রাম্প নাপিত দাদার ‘ঐতিহ্য’কে ধারণ করে ক্রমে ক্রমে একইভাবে দুই নম্বরী ও অনৈতিকতার পথ ধরে আজ এই কেউকেটা হয়ে উঠেছে। সেই জীবন-কাহিনির অন্ধি-সন্ধি একের পর এক পাঠকের সামনে চমৎকার বর্ণনায় খুলে দিয়েছেন লেখক।
সব থেকে গুরুত্বপূর্ণ হলো এই কাহিনি বর্ণনায় ‘নাহি তত্ত্ব-নাহি উপদেশ’, কিন্তু আছে জানবার–বুঝবার–ভাববার বিষয়। তবে লেখকের উপস্থাপনা এত প্রাঞ্জল যে সুদূর বাংলাদেশের পাঠকের সাত-সমুদ্র-তেরো নদী পারের ভিন দেশের এই কাহিনির সূত্র ধরতে–বিষয়বস্তু বুঝতে এতটুকুও হোঁচট খেতে হয় না, সে কথা নির্দ্বিধায় বলা যায়।
ড. মোস্তফা সারওয়ার আমাদের হ্যান্স ক্রিশ্চিয়ান এন্ডারসনের শিশুতোষ গল্পের ছলেই–সেই গল্পের উদাহরণ দিয়েই-আমাদের পাঠকদের এই গুরু-গম্ভীর কাহিনিমালা হাজির করলেন অনায়াসে!
আবার মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের ধারাবাহিকতার পথ ধরে ট্রাম্পের সব আকাম-কুকামগুলোকে এমনভাবে বলে গেলেন যে ভিনদেশি পাঠকের সেসব ইতিহাসের বিষয়গুলি না বুঝতে পারার–ধরতে পারার কোনো কারণই নেই।
কঠিন বিষয়গুলি–অনেক দূরের বিষয়গুলোকে এত সহজভাবে উপস্থাপন করা হয়েছে যা এক কথায় বলা যায় অনবদ্য উপস্থাপনা।
তবে লেখক স্বয়ং নিজের এই সাফল্যের ‘গুমর-ফাঁক’ করে দিয়েছেন স্ব-লিখিত ভূমিকায়! জেফারসন প্যারিস লাইব্রেরি থেকে শতাধিক বই আনিয়ে পড়ে তথ্য-সমৃদ্ধ হয়ে তারপর লেখক ড. মোস্তফা সারওয়ার আমাদের মতো আম-জনতার সামনে হাজির করেছেন সাম্প্রতিক রাজনীতির জটিল বিষয়গুলি। সেই সুদূর অতীতের ইতিহাসের সঙ্গে মিলিয়ে দিয়ে আবার একই সঙ্গে সাহিত্য ও ললিতকলার উদাহরণ টেনে!
ড. মোস্তফা সারওয়ারের বর্ণনা ও উপস্থাপনার মাধুর্য্য এই বইয়ের মূল চাবিকাঠি। আমার বিশ্বাস, এই বই পাঠে পাঠক যারপর নাই জটিল রাজনীতি ও ক্ষমতার কেন্দ্র-বিন্দুতে যে নষ্টামী ও ভণ্ডামির চাষ-বাস হয় সেসব বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করবেন অনায়াসে সে কথা বলাই বাহুল্য!
আকাশি রঙের বাড়ি। দোতলায় দুটি কক্ষে আলো জ্বলছে। সন্ধ্যার আবছা আঁধারে ছেয়ে আছে বাড়িটির চারদিকের গাছগুলো। সন্ধ্যার নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ। বাড়ির সামনে ল্যাম্পপোস্টের আলোয় জলাশয়ে প্রকৃতির এই মোহনীয় ছবি প্রতিফলিত হয়েছে।
২ দিন আগেচারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
১২ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
২০ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
২০ দিন আগে