ঢাবি প্রতিনিধি
যুদ্ধ গণহত্যা সহে না কবিতা—স্লোগানকে প্রতিপাদ্য করে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ৩৬ তম জাতীয় কবিতা উৎসব-২৪ এর আয়োজন করতে যাচ্ছে জাতীয় কবিতা পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন চত্বরে দুদিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কবিদের পাশাপাশি ভারত, নেপাল, ইরাক, জার্মানি, ফিলিপাইন, মিশর, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের কবিরা এ উৎসবে অংশগ্রহণ করবেন।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।
দুদিনব্যাপী এ উৎসবে কবিতাপাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, আবৃত্তি ও সংগীত পরিবেশন হবে। উৎসবে ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার’ প্রাপ্ত কবির নাম ঘোষণাও করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অনুষ্ঠান উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ।
তারিক সুজাত বলেন, ‘স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, যুদ্ধাপরাধের বিচার এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কথা বলে এসেছি। কবিদের দ্রোহের স্ফুলিঙ্গ থেকে জন্ম নিয়ে একটি উৎসব জাতীয় থেকে আন্তর্জাতিক উৎসবে রূপ নিয়েছে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধোত্তর নানা সংকটকালে আমাদের কবিদের অবস্থান ছিল প্রগতির পক্ষে। নারী, শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষের লাশের স্তূপের ওপর ক্ষমতার অহমিকা দেখাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি, তখন বাংলাদেশ ও বেশ কয়েকটি দেশের কবি ও কবিতাপ্রেমীরা একত্রিত হয়ে এই উৎসবে যুদ্ধ ও গণহত্যাসহ সকল অন্যায়ের প্রতিবাদ করব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, আসাদ মান্নান, কাজল বন্দ্যোপাধ্যায়, আসলাম সানী, দিলারা হাফিজ, নিপু শাহাদাত, ফয়জুল আলম পাপপু প্রমুখ।
যুদ্ধ গণহত্যা সহে না কবিতা—স্লোগানকে প্রতিপাদ্য করে আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ৩৬ তম জাতীয় কবিতা উৎসব-২৪ এর আয়োজন করতে যাচ্ছে জাতীয় কবিতা পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন চত্বরে দুদিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে।
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের কবিদের পাশাপাশি ভারত, নেপাল, ইরাক, জার্মানি, ফিলিপাইন, মিশর, আর্জেন্টিনাসহ বিভিন্ন দেশের কবিরা এ উৎসবে অংশগ্রহণ করবেন।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি তারিক সুজাত।
দুদিনব্যাপী এ উৎসবে কবিতাপাঠ, নিবেদিত কবিতা, সেমিনার, আবৃত্তি ও সংগীত পরিবেশন হবে। উৎসবে ‘জাতীয় কবিতা পরিষদ পুরস্কার’ প্রাপ্ত কবির নাম ঘোষণাও করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। অনুষ্ঠান উদ্বোধন করবেন কবি নির্মলেন্দু গুণ।
তারিক সুজাত বলেন, ‘স্বৈরাচার, সাম্প্রদায়িকতা, মৌলবাদ, যুদ্ধাপরাধের বিচার এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের কথা বলে এসেছি। কবিদের দ্রোহের স্ফুলিঙ্গ থেকে জন্ম নিয়ে একটি উৎসব জাতীয় থেকে আন্তর্জাতিক উৎসবে রূপ নিয়েছে। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধোত্তর নানা সংকটকালে আমাদের কবিদের অবস্থান ছিল প্রগতির পক্ষে। নারী, শিশু, বৃদ্ধসহ সাধারণ মানুষের লাশের স্তূপের ওপর ক্ষমতার অহমিকা দেখাচ্ছে সাম্রাজ্যবাদী শক্তি, তখন বাংলাদেশ ও বেশ কয়েকটি দেশের কবি ও কবিতাপ্রেমীরা একত্রিত হয়ে এই উৎসবে যুদ্ধ ও গণহত্যাসহ সকল অন্যায়ের প্রতিবাদ করব।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জাতীয় কবিতা পরিষদের সভাপতি ও ঢাবির উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ, সাধারণ সম্পাদক তারিক সুজাত, আসাদ মান্নান, কাজল বন্দ্যোপাধ্যায়, আসলাম সানী, দিলারা হাফিজ, নিপু শাহাদাত, ফয়জুল আলম পাপপু প্রমুখ।
এহ্সান জন্ম ঢাকার নবাবগঞ্জ উপজেলার করপাড়ায়, বেড়ে ওঠা বারুয়াখালীতে। পড়েছেন মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজে, পরে ঢাকা কলেজ থেকে ব্যবস্থাপনায় স্নাতকোত্তর। ক্যাম্পাসে নেতৃত্ব দিয়েছেন শিক্ষার্থীদের আন্দোলনে। পেশা শুরু এনজিওতে অনুবাদক হিসেবে, বর্তমানে একটি জাতীয় দৈনিকে কর্মরত। অবসরের চর্চার বিষয় জাপানি
৪ দিন আগেঅমর একুশে বইমেলা-২০২৫-এ মোড়ক উন্মোচন হলো সরোজ মেহেদীর প্রথম গল্পগ্রন্থ ‘মায়াজাল’-এর। কবি, কথাসাহিত্যিক ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. সুমন রহমান বইটির মোড়ক উন্মোচন করেন। এ সময় তিনি লেখককে শুভেচ্ছা জানিয়ে ‘মায়াজাল’ বইটি পাঠকের...
৮ দিন আগেরহস্য-রোমাঞ্চ এবং অরণ্যপ্রেমীদের জন্য ইশতিয়াক হাসানের নতুন পাঁচটি বই প্রকাশ পেয়েছে এবার অমর একুশে বইমেলায়। তিনটির প্রকাশক ঐতিহ্য (প্যাভিলিয়ন ২৮), দুটির কথাপ্রকাশ (প্যাভিলিয়ন ২৫)।
৯ দিন আগেবাংলা একাডেমির ‘কবি জসীমউদ্দীন সাহিত্য পুরস্কার ২০২৫’ এ ভূষিত হয়েছেন কবি আল মুজাহিদী এবং ‘সৈয়দ ওয়ালীউল্লাহ সাহিত্য পুরস্কার ২০২৪’ এ ভূষিত হয়েছেন অধ্যাপক হ্যান্স হার্ডের ও কথাশিল্পী বর্ণালী সাহা। আজ বুধবার বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়
১৩ দিন আগে