রুখসানা কাজল
আমাদের তারুণ্যকে তিনি একঘেয়ে স্বপ্ন থেকে বের করে এনেছিলেন। চুরমার করে দিয়েছিলেন তথাকথিত সুখসম্পন্ন জীবনের কল্পনা বিলাসকে। আমরা কেবলই অনিমেষ হয়ে যাচ্ছিলাম। কখনো মাধবীলতা। আমাদের স্বপ্নে ঢুকে পড়েছিল শ্রেণিহীন সমাজব্যবস্থার দীপ্র আহ্বান। রাজপথ সে তো ছিল রণাঙ্গন। নব্বইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বাদে আমরা সবাই ছিলাম অনিমেষ। এরশাদ বিরুদ্ধ আন্দোলনে তখন প্রতিদিন মিছিল, মিটিং। সন্ধ্যায় ট্রাক মিছিল। স্লোগানে, গানে ঢাকা শহর ছাড়িয়ে আমাদের আন্দোলন ছড়িয়ে গিয়েছিল দেশের প্রতিটি কোণে।
বিপ্লবের লাল কাজল আমাদের উদ্বুদ্ধ করে তুলেছিল তীব্র লড়াইয়ের মানসিকতায়। ক্লান্তিতে ভেঙে পড়লে আমরা ডেস্ক খুলে বের নিতাম কালবেলা, কালপুরুষকে। যখন খবর পেতাম ‘অমুক’কে অ্যারেস্ট করে নিয়ে গেছে, সে এক বিশাল আন্দোলন ফুঁসে উঠত বিশ্ববিদ্যালয় জুড়ে।
আমাদের এই স্বপন সাহসের নির্মাতা আজ অসীমের ডাকে চলে গেলেন মহা নিলয়ে। আংরাভাসার জলে যে স্বপ্ন তিনি বুনে নিয়েছিলেন, স্বর্গছেড়া চা বাগানের পথ বেয়ে যিনি দুই বাংলার তারুণ্যকে নাড়িয়ে দিয়েছিলেন সেই প্রিয় মানুষ, প্রিয় লেখক সমরেশ মজুমদার আজ এই নশ্বর পৃথিবীকে ফেলে চলে গেলেন।
কালের নিয়মে বয়েস বেড়েছিল লেখকের মানব শরীরের। অসুস্থ ছিলেন অনেক দিন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু আজ, তিনি পৃথিবীর জাগতিক জীবন থেকে ছুটি নিলেন।
সমরেশ মজুমদার জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১০ মার্চ। শৈশব কেটেছে ডুয়ার্সের চা বাগানের সবুজে। জলজংগলের সঙ্গে চা বাগানের শ্রমিক কুলিদের জীবন তাঁর মনকে করে তুলেছিল সংবেদনশীল।
১৯৬০ সালে তিনি কলকাতা এসেছিলেন জেলা শহর জলপাইগুড়ি জেলা ইশকুলের শিক্ষা শেষ করে। স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
মঞ্চনাটক দিয়ে শুরু করেছিলেন সাহিত্যচর্চা। প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রচণ্ড গতিময়তা নিয়ে লেখা।
দৌড় দিয়ে খুলেছিলেন উপন্যাস লেখার জগতের দ্বার। এরপর উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ। সে এক অবাক সাহিত্য যাত্রা। আমরা জেনে যাচ্ছিলাম নকশাল আন্দোলন সম্পর্কে। ধারণা হচ্ছিল পুঁজিবাদী রাক্ষসদের বিরুদ্ধে লড়তে গিয়ে কত কত তরুণ মেধাবী প্রাণের ঝরে যাওয়া সম্পর্কে। আরও জেনে যাচ্ছিলাম, নকশাল নেতা চারু মজুমদারের জীবন। একজন স্বপ্নবাজ মানুষ অসহায়ের মতো মারা গেলেও তাঁর স্বপ্ন ছড়িয়ে পড়েছিল দুই বাংলার তরুণদের মধ্যে। ভুল কি শুদ্ধ সে বিচার না করে আমরা কেবল শুদ্ধ করে নিয়েছিলাম, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার দুর্জয় সাহসকে।
আমাদের তারুণ্যের সেই স্বপ্ন নকশাল আন্দোলনের মতোই চুরচুর হয়ে গেছে। সমরেশ মজুমদার সেই চূর্ণবিচূর্ণ স্বপ্নকে নিয়ে লিখলেন ‘মৌষলকাল’। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের শেষতম সংযোজন।
সমরেশ মজুমদার ১৯৮২ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার। ভারতের সাহিত্য আকাদেমি পুরস্কারেও তিনি ভূষিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে, ‘বঙ্গবিভূষণ’ খেতাব দিয়ে সম্মানিত করেছিলেন। আজ তিনি ভেসে গেলেন আংরাভাসার জলে।
যারা বিশ্বাস করেন, কবি সাহিত্যিক, লেখক, ঔপন্যাসিকেরা ভবিষ্যৎ দেখতে পান, তাঁরা ঠিক বলেন। আজকের বাংলাদেশ ও ভারতে যে উদ্বাহু ক্ষমতার নির্লজ্জ প্রকাশ এবং বাস্তবায়ন হচ্ছে, যে রাষ্ট্রব্যবস্থায় গরিবের কোনো স্থান নেই, বেঁচে থাকার জন্য মধ্যবিত্ত, নিম্নবিত্তের প্রতিনিয়ত নাভিশ্বাস উঠছে, নারীর অসম্মান, শিশুর নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে, সমরেশ মজুমদার কিন্তু বলে গেছেন, এইই হচ্ছে ‘মৌষলকাল’।
বিক্ষিপ্ত মনে শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় লেখককে।
বাংলাদেশকে বড্ড ভালোবাসতেন তিনি। বইমেলায় এলে খুশি হতেন। জেনে গিয়েছিলেন, বাংলাদেশের পাঠকরাও তাঁকে বড় ভালোবাসত। আজ আমাদের শোকের দিন। আমাদের রাত আজ কালো হয়ে নেমে এসেছে বুকের কাছে। আমরা অনিমেষ–মাধবীলতা হতে চেয়েও পারিনি। কিন্তু বড় ভালোবেসেছি লেখক সমরেশ মজুমদারকে। আমাদের শ্রদ্ধা বহতা রইল প্রিয়।
আমাদের তারুণ্যকে তিনি একঘেয়ে স্বপ্ন থেকে বের করে এনেছিলেন। চুরমার করে দিয়েছিলেন তথাকথিত সুখসম্পন্ন জীবনের কল্পনা বিলাসকে। আমরা কেবলই অনিমেষ হয়ে যাচ্ছিলাম। কখনো মাধবীলতা। আমাদের স্বপ্নে ঢুকে পড়েছিল শ্রেণিহীন সমাজব্যবস্থার দীপ্র আহ্বান। রাজপথ সে তো ছিল রণাঙ্গন। নব্বইয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বাদে আমরা সবাই ছিলাম অনিমেষ। এরশাদ বিরুদ্ধ আন্দোলনে তখন প্রতিদিন মিছিল, মিটিং। সন্ধ্যায় ট্রাক মিছিল। স্লোগানে, গানে ঢাকা শহর ছাড়িয়ে আমাদের আন্দোলন ছড়িয়ে গিয়েছিল দেশের প্রতিটি কোণে।
বিপ্লবের লাল কাজল আমাদের উদ্বুদ্ধ করে তুলেছিল তীব্র লড়াইয়ের মানসিকতায়। ক্লান্তিতে ভেঙে পড়লে আমরা ডেস্ক খুলে বের নিতাম কালবেলা, কালপুরুষকে। যখন খবর পেতাম ‘অমুক’কে অ্যারেস্ট করে নিয়ে গেছে, সে এক বিশাল আন্দোলন ফুঁসে উঠত বিশ্ববিদ্যালয় জুড়ে।
আমাদের এই স্বপন সাহসের নির্মাতা আজ অসীমের ডাকে চলে গেলেন মহা নিলয়ে। আংরাভাসার জলে যে স্বপ্ন তিনি বুনে নিয়েছিলেন, স্বর্গছেড়া চা বাগানের পথ বেয়ে যিনি দুই বাংলার তারুণ্যকে নাড়িয়ে দিয়েছিলেন সেই প্রিয় মানুষ, প্রিয় লেখক সমরেশ মজুমদার আজ এই নশ্বর পৃথিবীকে ফেলে চলে গেলেন।
কালের নিয়মে বয়েস বেড়েছিল লেখকের মানব শরীরের। অসুস্থ ছিলেন অনেক দিন। একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু আজ, তিনি পৃথিবীর জাগতিক জীবন থেকে ছুটি নিলেন।
সমরেশ মজুমদার জন্মগ্রহণ করেন ১৯৪২ সালের ১০ মার্চ। শৈশব কেটেছে ডুয়ার্সের চা বাগানের সবুজে। জলজংগলের সঙ্গে চা বাগানের শ্রমিক কুলিদের জীবন তাঁর মনকে করে তুলেছিল সংবেদনশীল।
১৯৬০ সালে তিনি কলকাতা এসেছিলেন জেলা শহর জলপাইগুড়ি জেলা ইশকুলের শিক্ষা শেষ করে। স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। এরপর স্নাতকোত্তর সম্পন্ন করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
মঞ্চনাটক দিয়ে শুরু করেছিলেন সাহিত্যচর্চা। প্রথম উপন্যাস ‘দৌড়’ প্রচণ্ড গতিময়তা নিয়ে লেখা।
দৌড় দিয়ে খুলেছিলেন উপন্যাস লেখার জগতের দ্বার। এরপর উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষ। সে এক অবাক সাহিত্য যাত্রা। আমরা জেনে যাচ্ছিলাম নকশাল আন্দোলন সম্পর্কে। ধারণা হচ্ছিল পুঁজিবাদী রাক্ষসদের বিরুদ্ধে লড়তে গিয়ে কত কত তরুণ মেধাবী প্রাণের ঝরে যাওয়া সম্পর্কে। আরও জেনে যাচ্ছিলাম, নকশাল নেতা চারু মজুমদারের জীবন। একজন স্বপ্নবাজ মানুষ অসহায়ের মতো মারা গেলেও তাঁর স্বপ্ন ছড়িয়ে পড়েছিল দুই বাংলার তরুণদের মধ্যে। ভুল কি শুদ্ধ সে বিচার না করে আমরা কেবল শুদ্ধ করে নিয়েছিলাম, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার দুর্জয় সাহসকে।
আমাদের তারুণ্যের সেই স্বপ্ন নকশাল আন্দোলনের মতোই চুরচুর হয়ে গেছে। সমরেশ মজুমদার সেই চূর্ণবিচূর্ণ স্বপ্নকে নিয়ে লিখলেন ‘মৌষলকাল’। উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের শেষতম সংযোজন।
সমরেশ মজুমদার ১৯৮২ সালে পেয়েছেন আনন্দ পুরস্কার। ভারতের সাহিত্য আকাদেমি পুরস্কারেও তিনি ভূষিত হয়েছিলেন। পশ্চিমবঙ্গ সরকার তাঁকে, ‘বঙ্গবিভূষণ’ খেতাব দিয়ে সম্মানিত করেছিলেন। আজ তিনি ভেসে গেলেন আংরাভাসার জলে।
যারা বিশ্বাস করেন, কবি সাহিত্যিক, লেখক, ঔপন্যাসিকেরা ভবিষ্যৎ দেখতে পান, তাঁরা ঠিক বলেন। আজকের বাংলাদেশ ও ভারতে যে উদ্বাহু ক্ষমতার নির্লজ্জ প্রকাশ এবং বাস্তবায়ন হচ্ছে, যে রাষ্ট্রব্যবস্থায় গরিবের কোনো স্থান নেই, বেঁচে থাকার জন্য মধ্যবিত্ত, নিম্নবিত্তের প্রতিনিয়ত নাভিশ্বাস উঠছে, নারীর অসম্মান, শিশুর নিরাপত্তার অভাব দেখা দিচ্ছে, সমরেশ মজুমদার কিন্তু বলে গেছেন, এইই হচ্ছে ‘মৌষলকাল’।
বিক্ষিপ্ত মনে শ্রদ্ধা জানাচ্ছি প্রিয় লেখককে।
বাংলাদেশকে বড্ড ভালোবাসতেন তিনি। বইমেলায় এলে খুশি হতেন। জেনে গিয়েছিলেন, বাংলাদেশের পাঠকরাও তাঁকে বড় ভালোবাসত। আজ আমাদের শোকের দিন। আমাদের রাত আজ কালো হয়ে নেমে এসেছে বুকের কাছে। আমরা অনিমেষ–মাধবীলতা হতে চেয়েও পারিনি। কিন্তু বড় ভালোবেসেছি লেখক সমরেশ মজুমদারকে। আমাদের শ্রদ্ধা বহতা রইল প্রিয়।
হিমালয় পাই এর নতুন বই’ ডিটাচমেন্ট টু ডিপার্চার’ প্রকাশিত হয়েছে। বইটি বাজারে এনেছে জনপ্রিয় প্রকাশনা সংস্থা আদর্শ প্রকাশনী। বইটিতে মূলত উত্তর ভারতের বিভিন্ন শহর পরিভ্রমণের প্রেক্ষিতে লেখকের সোশিওলজিকাল, পলিটিক্যাল কালচারাল, হিস্টরিকাল, এনথ্রোপলজিকাল যেসব পর্যবেক্ষণ তৈরি হয়েছে সেগুলোকেই সোশ্যাল থিসিসরূ
১ দিন আগে‘স্বাধীনতা সাম্য সম্প্রীতির জন্য কবিতা’ স্লোগান নিয়ে শুরু হচ্ছে জাতীয় কবিতা উৎসব ২০২৫। আগামী ১ ও ২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে অনুষ্ঠিত হচ্ছে কবিতার এই আসর। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে এটি জানানো হয়েছে...
৮ দিন আগেবাংলা একাডেমি ২০২৪ সালের ষাণ্মাসিক ফেলোশিপ এবং ছয়টি পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছে। মুক্তিযুদ্ধ, ইতিহাস, বিজ্ঞান, শিল্পকলা এবং ভাষা গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ফেলোশিপ পাচ্ছেন। এ ছাড়া প্রবন্ধ, শিশুসাহিত্য, নাটক এবং কথাসাহিত্যে অবদানের জন্য মোট ছয়টি পুরস্কার দেওয়া হচ্
২৪ দিন আগেসূক্ষ্মচিন্তার খসড়াকে ধারণ করে শিল্প-সাহিত্য ভিত্তিক ছোটকাগজ ‘বামিহাল’। বগুড়ার সবুজ শ্যামল মায়াময় ‘বামিহাল’ গ্রামের নাম থেকেই এর নাম। ‘বামিহাল’ বিশ্বাস করে বাংলার আবহমান জীবন, মানুষ-প্রকৃতি কিংবা সুচিন্তার বিশ্বমুখী সূক্ষ্ম ভাবনার প্রকাশই আগামীর সবুজ-শ্যামল মানববসতি বিনির্মাণ করতে পারে...
২১ ডিসেম্বর ২০২৪