আজকের পত্রিকা ডেস্ক
কাজী নজরুল ইসলাম: তিন অধ্যায়
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাঙ্গ জীবনী রচনা ও গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন কবি ও গবেষক আবদুল মান্নান সৈয়দ। নিরলসভাবে নজরুলের জীবন ও সৃষ্টি বিষয়ে গবেষণার জন্য তিনি ২০০৬ সালে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ‘স্কলার-ইন-রেসিডেন্স’ পদে কাজ করেন। দীর্ঘ গবেষণা করে নজরুলকে নিয়ে লেখেন ভিন্নধর্মী বই ‘কাজী নজরুল ইসলাম: তিন অধ্যায়’। তাতে নজরুল-জীবনের অন্যতম প্রধান তিন বর্ষ ‘১৯২২ ’, ‘১৯২৮’ ও ‘১৯৪১’ সালের ঘটনা ও সৃষ্টিপ্রবাহ নিখুঁত ও সুন্দরভাবে প্রকাশ পায়। তথ্য ও গবেষণার প্রতি আন্তরিক থেকে লেখক বইটিতে পূর্ণাঙ্গভাবে নজরুলকে উপস্থাপন করেছেন। নতুন তথ্য যেমন যাচাই-বাছাই করেছেন, তেমনি নির্মোহভাবে ব্যক্তি ও কবি নজরুলের স্বরূপও উন্মোচন করেছেন। বইটির প্রকাশক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। ১৯২ পৃষ্ঠার বইটির দাম ১৫০ টাকা।
বিদ্রোহী রণক্লান্ত: নজরুল-জীবনী
কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেক জীবনীগ্রন্থ লেখা হয়েছে, সংখ্যায় তা নেহাত কম নয়। সম্ভবত বাংলা ভাষায় সবচেয়ে বেশি জীবনীগ্রন্থ লেখা হয়েছে তাঁকে নিয়েই। অনেক বইয়ে সত্য-মিথ্যা কিংবা কল্পনা মিশিয়ে তুলে ধরা হয়েছে কবির জীবন। অসংখ্য বইয়ের ভিড়ে নির্ভরযোগ্য ও প্রামাণ্য গ্রন্থের অভাব দূর করবে গবেষক ও লেখক গোলাম মুরশিদের বই ‘রণক্লান্ত: নজরুল-জীবনী’। তাতে নজরুলকে দেখা যাবে তাঁর সত্যিকার স্বরূপে। দেখা যাবে এক বিবর্তনশীল প্রতিভা আর একজন রক্ত-মাংসের মানুষকে। তাঁর রাজনৈতিক জীবন এবং তাঁর রোগ সম্পর্কে নতুন কথা বইটিকে আরও সমৃদ্ধ করেছে। সঠিক তথ্যের সঙ্গে নিষ্ঠাবান থেকে লেখক তাঁর মুনশিয়ানার উপস্থাপন করেছেন জাতীয় কবির জীবন। বইটির প্রকাশক প্রথমা। দাম ৮০০ টাকা।
নজরুলের সংগীত জীবন
কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন, তবে তাঁর সংগীত সাধনা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। বিভিন্ন জায়গায় নিজেই বলেছিলেন, ‘সাহিত্যে আমি কী দিয়েছি, জানি না, তবে সংগীতে আমি কিছু দিতে পেরেছি।’ অর্থাৎ, সংগীত ছিল তাঁর সাধনা ও সৃষ্টির গুরুত্বপূর্ণ দিক। কত রকম গান যে লিখেছেন কবি! তাঁর সুর যেমন বৈচিত্র্যময় ও সমৃদ্ধ, তেমনি গানের বাণীও অনুপ্রেরণার। বড় আনন্দের, বেদনারও। কবির সংগীত ভুবনে প্রবেশমাত্রই হৃদয় আলোড়িত হয়! কি প্রেম, কি দ্রোহ—জাতীয় কবির আগে কেউ বলেনি এতটা দরদ দিয়ে। তাঁর গান বাঙালিকে দুলিয়েছে, কাঁদিয়েছে, প্রতিটি লড়াই-সংগ্রামে প্রাণিত করেছে। নজরুলের সংগীত সাধনা নিয়ে এক আকরগ্রন্থ ‘নজরুলের সংগীত জীবন’। বইটির লেখক শাহীনুর রেজা। প্রকাশক প্রথমা,
দাম ৪৫০ টাকা।
কাজী নজরুল ইসলাম: তিন অধ্যায়
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পূর্ণাঙ্গ জীবনী রচনা ও গবেষণার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন কবি ও গবেষক আবদুল মান্নান সৈয়দ। নিরলসভাবে নজরুলের জীবন ও সৃষ্টি বিষয়ে গবেষণার জন্য তিনি ২০০৬ সালে নর্থসাউথ বিশ্ববিদ্যালয় ‘স্কলার-ইন-রেসিডেন্স’ পদে কাজ করেন। দীর্ঘ গবেষণা করে নজরুলকে নিয়ে লেখেন ভিন্নধর্মী বই ‘কাজী নজরুল ইসলাম: তিন অধ্যায়’। তাতে নজরুল-জীবনের অন্যতম প্রধান তিন বর্ষ ‘১৯২২ ’, ‘১৯২৮’ ও ‘১৯৪১’ সালের ঘটনা ও সৃষ্টিপ্রবাহ নিখুঁত ও সুন্দরভাবে প্রকাশ পায়। তথ্য ও গবেষণার প্রতি আন্তরিক থেকে লেখক বইটিতে পূর্ণাঙ্গভাবে নজরুলকে উপস্থাপন করেছেন। নতুন তথ্য যেমন যাচাই-বাছাই করেছেন, তেমনি নির্মোহভাবে ব্যক্তি ও কবি নজরুলের স্বরূপও উন্মোচন করেছেন। বইটির প্রকাশক নর্থসাউথ বিশ্ববিদ্যালয়। ১৯২ পৃষ্ঠার বইটির দাম ১৫০ টাকা।
বিদ্রোহী রণক্লান্ত: নজরুল-জীবনী
কাজী নজরুল ইসলামকে নিয়ে অনেক জীবনীগ্রন্থ লেখা হয়েছে, সংখ্যায় তা নেহাত কম নয়। সম্ভবত বাংলা ভাষায় সবচেয়ে বেশি জীবনীগ্রন্থ লেখা হয়েছে তাঁকে নিয়েই। অনেক বইয়ে সত্য-মিথ্যা কিংবা কল্পনা মিশিয়ে তুলে ধরা হয়েছে কবির জীবন। অসংখ্য বইয়ের ভিড়ে নির্ভরযোগ্য ও প্রামাণ্য গ্রন্থের অভাব দূর করবে গবেষক ও লেখক গোলাম মুরশিদের বই ‘রণক্লান্ত: নজরুল-জীবনী’। তাতে নজরুলকে দেখা যাবে তাঁর সত্যিকার স্বরূপে। দেখা যাবে এক বিবর্তনশীল প্রতিভা আর একজন রক্ত-মাংসের মানুষকে। তাঁর রাজনৈতিক জীবন এবং তাঁর রোগ সম্পর্কে নতুন কথা বইটিকে আরও সমৃদ্ধ করেছে। সঠিক তথ্যের সঙ্গে নিষ্ঠাবান থেকে লেখক তাঁর মুনশিয়ানার উপস্থাপন করেছেন জাতীয় কবির জীবন। বইটির প্রকাশক প্রথমা। দাম ৮০০ টাকা।
নজরুলের সংগীত জীবন
কাজী নজরুল ইসলাম তাঁর সাহিত্য নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন, তবে তাঁর সংগীত সাধনা নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। বিভিন্ন জায়গায় নিজেই বলেছিলেন, ‘সাহিত্যে আমি কী দিয়েছি, জানি না, তবে সংগীতে আমি কিছু দিতে পেরেছি।’ অর্থাৎ, সংগীত ছিল তাঁর সাধনা ও সৃষ্টির গুরুত্বপূর্ণ দিক। কত রকম গান যে লিখেছেন কবি! তাঁর সুর যেমন বৈচিত্র্যময় ও সমৃদ্ধ, তেমনি গানের বাণীও অনুপ্রেরণার। বড় আনন্দের, বেদনারও। কবির সংগীত ভুবনে প্রবেশমাত্রই হৃদয় আলোড়িত হয়! কি প্রেম, কি দ্রোহ—জাতীয় কবির আগে কেউ বলেনি এতটা দরদ দিয়ে। তাঁর গান বাঙালিকে দুলিয়েছে, কাঁদিয়েছে, প্রতিটি লড়াই-সংগ্রামে প্রাণিত করেছে। নজরুলের সংগীত সাধনা নিয়ে এক আকরগ্রন্থ ‘নজরুলের সংগীত জীবন’। বইটির লেখক শাহীনুর রেজা। প্রকাশক প্রথমা,
দাম ৪৫০ টাকা।
আকাশি রঙের বাড়ি। দোতলায় দুটি কক্ষে আলো জ্বলছে। সন্ধ্যার আবছা আঁধারে ছেয়ে আছে বাড়িটির চারদিকের গাছগুলো। সন্ধ্যার নীল আকাশে ভেসে বেড়াচ্ছে পেঁজা তুলোর মতো মেঘ। বাড়ির সামনে ল্যাম্পপোস্টের আলোয় জলাশয়ে প্রকৃতির এই মোহনীয় ছবি প্রতিফলিত হয়েছে।
৩ দিন আগেচারুশিল্প হচ্ছে মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম। একটি ছবি একটি বিপ্লবের উন্মেষ ঘটাতে পারে। ছবি শুধু বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি বিপ্লবের বার্তাও নিয়ে আসে।
১৩ দিন আগেআপনি যে বয়সেরই হোন না কেন, এই বই পড়লে তারুণ্যশক্তিকে অনুভব করবেন, অনুপ্রাণিত হবেন। নতুন শুরুর একটা তাগিদ পাবেন। এই তরুণদের প্রত্যেকের মতো আপনিও বলে উঠবেন—সব সম্ভব! এই বইয়ে দেশের বিভিন্ন স্থানে জন্ম নেওয়া অবহেলিত অবস্থা থেকে সাফল্যের শীর্ষে যাওয়ার পথচলার গল্প উঠে এসেছে। প্রায় চার শ পৃষ্ঠার বইটির দাম
২০ দিন আগেপ্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ তার দুই যুগের পথচলা (২০০০-২০২৪) স্মরণীয় করে রাখতে বাংলা একাডেমি প্রাঙ্গণে দশ দিনব্যাপী ‘ঐতিহ্য বই উৎসব ২০২৪’ আয়োজন করেছে। আজ ২ নভেম্বর শনিবার বেলা ১১টায় যৌথভাবে উৎসব উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বিশিষ্ট লেখক-গবেষক শারমিন আহমদ এবং তরুণ
২০ দিন আগে