নিজস্ব প্রতিবেদক
ঢাকা: চীন সরকারের দেওয়া সিনোফার্মার পাঁচ লাখ ডোজ টিকা দিয়ে শিগগিরই প্রথম ডোজের কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। করোনাযুদ্ধে লড়াই করা তিন ক্যাটাগরির মানুষ ছাড়াও এই টিকা দেওয়া হবে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনার সম্মুখযোদ্ধা মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত মেডিকেল টেকনোলজিস্টদের এই টিকা দেওয়া হবে। পাশাপাশি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও দেশটির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও এই টিকা পাচ্ছেন। যা শিগগিরই প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।
চীনের রাষ্ট্রদূত এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৩০ হাজারের বেশি ডোজ টিকা চেয়েছেন বলে জানা গেছে। চীনা নাগরিকদের টিকা দেওয়া হবে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে। শিগগিরই সেই পরিমাণ টিকা হাসপাতালটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।
গত ১২ মে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। বর্তমানে সেগুলো কেন্দ্রীয় ঔষধাগারে আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা চীনের এই টিকা বাহিরের কাউকে দিচ্ছি না। চীনের কাছ থেকে বেশি পরিমাণ টিকা আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি চীন সরকার দ্রুত সাড়া দেবেন এবং আমরা টিকা পাব। যা দিয়ে স্থগিত প্রথম ডোজের টিকাদান কর্মসূচি পুনরায় চালু করা হবে।
জানা গেছে, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে প্রায় ১৫ হাজার চীনা নাগরিক কজ করেন। তাদের একেক জনের জন্য দুই ডোজ মিলে ৩০ হাজার ডোজ টিকার প্রয়োজন। এর আগে বাংলাদেশ সরকার চীনাদের অক্সফোর্ডের টিকা দিতে চাইলেও তারা নিতে রাজি হয়নি। ফলে বেইজিং সরকার এই উপহারের টিকা দিয়ে তাদের নাগরিকদের টিকাকরণের অনুরোধ জানায়।
ঢাকা: চীন সরকারের দেওয়া সিনোফার্মার পাঁচ লাখ ডোজ টিকা দিয়ে শিগগিরই প্রথম ডোজের কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। করোনাযুদ্ধে লড়াই করা তিন ক্যাটাগরির মানুষ ছাড়াও এই টিকা দেওয়া হবে বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিকদের।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, করোনার সম্মুখযোদ্ধা মেডিকেল ও নার্সিং শিক্ষার্থী এবং করোনা পরীক্ষায় সরাসরি সম্পৃক্ত মেডিকেল টেকনোলজিস্টদের এই টিকা দেওয়া হবে। পাশাপাশি চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও দেশটির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরাও এই টিকা পাচ্ছেন। যা শিগগিরই প্রয়োগ শুরু হবে বলে জানা গেছে।
চীনের রাষ্ট্রদূত এরইমধ্যে স্বাস্থ্যমন্ত্রীর কাছে ৩০ হাজারের বেশি ডোজ টিকা চেয়েছেন বলে জানা গেছে। চীনা নাগরিকদের টিকা দেওয়া হবে রাজধানীর আনোয়ার খান মডার্ণ হাসপাতালে। শিগগিরই সেই পরিমাণ টিকা হাসপাতালটির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানা গেছে।
গত ১২ মে চীনের উপহারের পাঁচ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়। বর্তমানে সেগুলো কেন্দ্রীয় ঔষধাগারে আছে।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর এবং মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা চীনের এই টিকা বাহিরের কাউকে দিচ্ছি না। চীনের কাছ থেকে বেশি পরিমাণ টিকা আনতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আশা করছি চীন সরকার দ্রুত সাড়া দেবেন এবং আমরা টিকা পাব। যা দিয়ে স্থগিত প্রথম ডোজের টিকাদান কর্মসূচি পুনরায় চালু করা হবে।
জানা গেছে, বাংলাদেশে বিভিন্ন প্রকল্পে প্রায় ১৫ হাজার চীনা নাগরিক কজ করেন। তাদের একেক জনের জন্য দুই ডোজ মিলে ৩০ হাজার ডোজ টিকার প্রয়োজন। এর আগে বাংলাদেশ সরকার চীনাদের অক্সফোর্ডের টিকা দিতে চাইলেও তারা নিতে রাজি হয়নি। ফলে বেইজিং সরকার এই উপহারের টিকা দিয়ে তাদের নাগরিকদের টিকাকরণের অনুরোধ জানায়।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে