টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় রাজীব শেখ নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বালাডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজীব শেখ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সহসভাপতি এবং ওই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শুকুর আহম্মেদের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি রাজীব শেখ। এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালাডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রাজীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী পরিবারসহ নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে যান তারা।
পরে ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলীর স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১ হাজার ৫০০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতা হত্যা মামলায় রাজীব শেখ নামে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার উপজেলার বালাডাঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজীব শেখ নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সহসভাপতি এবং ওই উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ শুকুর আহম্মেদের ছেলে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির সাজেদুর রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামি রাজীব শেখ। এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বালাডাঙ্গা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তার রাজীবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী পরিবারসহ নেতা-কর্মীদের নিয়ে টুঙ্গিপাড়ার পাটগাতী গ্রামের নিজ বাড়িতে যাওয়ার পথে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় তার গাড়িবহরে হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত আলী দিদারকে পিটিয়ে হত্যা করে মহাসড়কের পাশে ফেলে যান তারা।
পরে ১৭ সেপ্টেম্বর নিহত শওকত আলীর স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য নাজমা আক্তারসহ ১১৭ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১ হাজার ৫০০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
‘বিএসএফকে সাইজ করার জন্য আমিই অ্যানাফ’—এমন কথা বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। এ সময় সাধারণ মানুষকে নো ম্যানস ল্যান্ড এলাকায় না যাওয়ার আহ্বান জানিয়েছেন।
৩ মিনিট আগেদিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আবু ইবনে রজ্জবের বিরুদ্ধে মামলা করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক। আজ বৃহস্পতিবার সকালে দুদকের সহকারী পরিচালক মো. নূর আলম বাদী হয়ে এই মামলা করেন।
৫ মিনিট আগেশেরপুর সদরে বিনা মূল্যে বিতরণের জন্য নির্ধারিত ট্রাকভর্তি মাধ্যমিক পর্যায়ের ৯ হাজার বই জব্দ করা হয়েছে। এ ঘটনায় কুড়িগ্রামের রৌমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের এক পিয়নকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বিকেলে ওই পিয়নকে আটক করা হয়। এ ছাড়া ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করেছে উপজেলা প্রশাসন।
৭ মিনিট আগেজুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিশেষ প্রদর্শনী ‘জুলাই-জাগরণ’ শুরু হবে আগামীকাল শুক্রবার। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে শুক্রবার বিকেল ৪টায় প্রদর্শনীটির উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাই
১১ মিনিট আগে