নিজস্ব প্রতিবেদক
আট দিনের বিধিনিষেধকালে ১৮ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ‘মুভমেন্ট পাস’ লাগবে না বলে জানিয়েছে পুলিশ। তারা শুধু কর্মস্থলের পরিচয়পত্র প্রদর্শন করে চলাচল করতে পারবেন।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদরদপ্তর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিটে ‘মুভমেন্ট পাস’-এর আওতামুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা পাঠানো হয়। পুলিশ সদর দপ্তর থেকে মাঠে দায়িত্ব পালন করা সদস্যদের এই ব্যাপারে ভালোভাবে নির্দেশনা দিতে বলা হয়।
বুধবার লকডাউনের প্রথম দিনে চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ লকডাউনে কাজে বের হয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসককে তিন হাজার টাকা জরিমানা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর আজ এই নির্দেশনা দেওয়া হলো। সেই সঙ্গে ওই চিকিৎসকের জরিমানার টাকা ফেরত দেওয়া হবে বলেও জানা গেছে।
আজ সকালে পুলিশ সদরদপ্তরের অপারেশন্স শাখা থেকে ইউনিটগুলোতে সহকারী মহাপরিদর্শক অপারেশন্স স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়।
মুভমেন্ট পাস প্রয়োজন নেই যাদের-
১) ডাক্তার
২) নার্স
৩) মেডিকেল স্টাফ
৪) কোভিড টিকা/চিকিৎসার সাথে জড়িত ব্যক্তি/স্টাফ
৫) ব্যাংকার
৬) ব্যাংকের অন্যান্য স্টাফ
৭) সাংবাদিক
৮) গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯) টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০) বেসরকারী নিরাপত্তাকর্মী
১১) জরুরি সেবার সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারী
১২) অফিসগামী সরকারী কর্মকর্তা
১৩) শিল্প কারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৪) আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য
১৫) ফায়ার সার্ভিস
১৬) ডাকসেবা
১৭) বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সাথে জড়িত ব্যক্তি/কর্মকর্তা
১৮) বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি/ কর্মকর্তা
এসব শ্রেণি-পেশার ব্যক্তিরা শুধু কর্মস্থলের পরিচয়পত্র প্রদর্শন করে চলাচল করতে পারবেন। চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তাদেরকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করতে হবে।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (অপারেশন্স) সোহেল রানা আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার ‘জরুরি অফিস’ খোলার দিন হওয়ায় অনেক চলাচল বাড়বে। তাই পুলিশ সদরদপ্তর চলাচল নির্বিঘ্ন করতে ১৮ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিধিনিষেধের আওতামুক্ত করেছে। শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানানো হবে।
আরও পড়ুন:
আট দিনের বিধিনিষেধকালে ১৮ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানের ‘মুভমেন্ট পাস’ লাগবে না বলে জানিয়েছে পুলিশ। তারা শুধু কর্মস্থলের পরিচয়পত্র প্রদর্শন করে চলাচল করতে পারবেন।
আজ বৃহস্পতিবার সকালে পুলিশ সদরদপ্তর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি ইউনিটে ‘মুভমেন্ট পাস’-এর আওতামুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা পাঠানো হয়। পুলিশ সদর দপ্তর থেকে মাঠে দায়িত্ব পালন করা সদস্যদের এই ব্যাপারে ভালোভাবে নির্দেশনা দিতে বলা হয়।
বুধবার লকডাউনের প্রথম দিনে চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ লকডাউনে কাজে বের হয়ে পুলিশের বাধার সম্মুখীন হয়েছে। এর মধ্যে একজন চিকিৎসককে তিন হাজার টাকা জরিমানা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর আজ এই নির্দেশনা দেওয়া হলো। সেই সঙ্গে ওই চিকিৎসকের জরিমানার টাকা ফেরত দেওয়া হবে বলেও জানা গেছে।
আজ সকালে পুলিশ সদরদপ্তরের অপারেশন্স শাখা থেকে ইউনিটগুলোতে সহকারী মহাপরিদর্শক অপারেশন্স স্বাক্ষরিত একটি চিঠি পাঠানো হয়।
মুভমেন্ট পাস প্রয়োজন নেই যাদের-
১) ডাক্তার
২) নার্স
৩) মেডিকেল স্টাফ
৪) কোভিড টিকা/চিকিৎসার সাথে জড়িত ব্যক্তি/স্টাফ
৫) ব্যাংকার
৬) ব্যাংকের অন্যান্য স্টাফ
৭) সাংবাদিক
৮) গণমাধ্যমের ক্যামেরাম্যান
৯) টেলিফোন/ইন্টারনেট সেবাকর্মী
১০) বেসরকারী নিরাপত্তাকর্মী
১১) জরুরি সেবার সাথে জড়িত কর্মকর্তা/কর্মচারী
১২) অফিসগামী সরকারী কর্মকর্তা
১৩) শিল্প কারখানা/গার্মেন্টস উৎপাদনে জড়িত কর্মী/কর্মকর্তা
১৪) আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য
১৫) ফায়ার সার্ভিস
১৬) ডাকসেবা
১৭) বিদ্যুৎ, পানি, গ্যাস ও জ্বালানির সাথে জড়িত ব্যক্তি/কর্মকর্তা
১৮) বন্দর সংশ্লিষ্ট ব্যক্তি/ কর্মকর্তা
এসব শ্রেণি-পেশার ব্যক্তিরা শুধু কর্মস্থলের পরিচয়পত্র প্রদর্শন করে চলাচল করতে পারবেন। চেকপোস্টে যেসব পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন তাদেরকে এ বিষয়ে জরুরি ভিত্তিতে ব্রিফিং করতে হবে।
পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (অপারেশন্স) সোহেল রানা আজকের পত্রিকাকে জানান, বৃহস্পতিবার ‘জরুরি অফিস’ খোলার দিন হওয়ায় অনেক চলাচল বাড়বে। তাই পুলিশ সদরদপ্তর চলাচল নির্বিঘ্ন করতে ১৮ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিধিনিষেধের আওতামুক্ত করেছে। শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানানো হবে।
আরও পড়ুন:
জরুরি মেরামত কাজের জন্য সিলেট নগরীর কয়েকটি এলাকায় শনিবার সাড়ে ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২৩ মিনিট আগেআমি ২৫-৩০ বছর ধরে ঢাকা যাই না। ঢাকার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। বাড়ির পাশের জমিতে আমি কৃষিকাজ করি। গ্রামের পাশে বাজারে আমার দুই ছেলে ব্যবসা করে। তাদের জন্য প্রতিদিন বাজারে খাবার নিয়ে যাই। আমি নাকি কার পায়ের মধ্যে গুলি মারছি! ঢাকার এক মামলায় তারা আমার এবং দুই ছেলের নাম দিয়েছে।
৩১ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদত্যাগ না করায় তাঁর কার্যালয়ে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ শেষে বেলা সোয়া ১টায় উপাচার্যর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তাঁরা।
৩৪ মিনিট আগেবরগুনায় মিথ্যা মামলা করায় বাদীকে হাজতবাস এবং দুই আসামিকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাকিবুল হাসান এ আদেশ দেন।
১ ঘণ্টা আগে