নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুরান ঢাকার প্রাচীন স্থাপনা রূপলাল হাউস। ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে তখনকার প্রশস্ত বুড়িগঙ্গা। রূপলাল হাউসের ভেতরের আঙিনার ফুলে ভরা জারুলগাছ। আছে লাল দোতলা বাস। ‘কমলা রকেট’ নামের যাত্রীবাহী জাহাজ। শিল্পীর আঁকা এ রকম একগুচ্ছ ছবিতে উঠে এসেছে ঢাকার নানা ঐতিহ্য। রাজধানীর ভূমি গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পকর্মগুলো।
হারিয়ে যাওয়া আর হারাতে বসা ঢাকা নিয়েই শিল্পী আল-আখির সরকারের এই দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। নাম দেওয়া হয়েছে ‘শতবর্ষের ঢাকা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ার ভূমি গ্যালারিতে উদ্বোধন হলো ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর। যৌথভাবে শিল্পাঙ্গন আর ভূমি গ্যালারি আয়োজন করেছে এর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ‘দেখছি দর্শকেরা অনেকেই একটু নস্টালজিক (স্মৃতিভারাতুর) হয়ে যাচ্ছেন। মনে হচ্ছিল, একটু ভিন্নভাবে ঢাকাকে দেখা হয়েছে ছবিগুলোতে। শিল্পীরা অনেকভাবে ঢাকাকে এঁকেছেন। ঢাকার সঙ্গে শিল্পীদের যে মিথস্ক্রিয়া, সেটা আর্ট স্কুলের যুগ থেকেই ছিল। তবে কলকাতা নিয়ে যত রকম শিল্পকলা দেখি, ঢাকা নিয়ে তা দেখি না।... ঢাকাকে আমরা নষ্ট করে ফেলেছি, আখিরের ছবিতে সে বেদনাটা আছে।’
বিশেষ অতিথি স্থপতি মুস্তাফা খালিদ পলাশ বলেন, ‘আজকে যে ঢাকা দেখি, সেটা স্বার্থের ফসল। এটা বাজার অর্থনীতির ফল। আখিরের ছবিতে যেগুলো উঠে এসেছে, সেগুলো এখনো কতটুকু টিকে আছে, জানি না। এখন সবকিছু অর্থনৈতিক দিক দিয়ে হিসাব করা হয়, যেন শিল্প-সংস্কৃতির কোনো দরকার নেই।’
শিল্পী আল আখির সরকার বলেন, তিনি তরুণ বয়সে ঢাকায় বসবাস শুরু করেছিলেন। তখন থেকেই তাঁর মনের পটে তৈরি হয়েছে এ শহরের এক নিজস্ব, বিবর্তনশীল ছায়াচিত্র। শিল্পী বলেন, ‘আমাদের যে ইতিহাস, সেটা তরুণেরা জানুক। আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করুক।’
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পী আখির সরকার ঢাকা শহর নিয়ে তাঁর চিত্রসম্ভার উৎসর্গ করেছেন শিল্পাঙ্গনের স্রষ্টা ফয়েজ আহমদের প্রতি।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাঙ্গনের পক্ষে রুমি নোমান এবং ভূমি গ্যালারির সাইফুর রহমান লেনিনসহ আরও উপস্থিত ছিলেন দেশের নবীন-তরুণ চিত্রশিল্পী ও শিল্পপ্রেমীরা। ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
পুরান ঢাকার প্রাচীন স্থাপনা রূপলাল হাউস। ছাদের ওপর থেকে দেখা যাচ্ছে তখনকার প্রশস্ত বুড়িগঙ্গা। রূপলাল হাউসের ভেতরের আঙিনার ফুলে ভরা জারুলগাছ। আছে লাল দোতলা বাস। ‘কমলা রকেট’ নামের যাত্রীবাহী জাহাজ। শিল্পীর আঁকা এ রকম একগুচ্ছ ছবিতে উঠে এসেছে ঢাকার নানা ঐতিহ্য। রাজধানীর ভূমি গ্যালারিতে আয়োজিত প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পকর্মগুলো।
হারিয়ে যাওয়া আর হারাতে বসা ঢাকা নিয়েই শিল্পী আল-আখির সরকারের এই দ্বিতীয় একক চিত্র প্রদর্শনী। নাম দেওয়া হয়েছে ‘শতবর্ষের ঢাকা’। গতকাল শুক্রবার সন্ধ্যায় লালমাটিয়ার ভূমি গ্যালারিতে উদ্বোধন হলো ১৫ দিনব্যাপী এ প্রদর্শনীর। যৌথভাবে শিল্পাঙ্গন আর ভূমি গ্যালারি আয়োজন করেছে এর।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি লেখক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক বলেন, ‘দেখছি দর্শকেরা অনেকেই একটু নস্টালজিক (স্মৃতিভারাতুর) হয়ে যাচ্ছেন। মনে হচ্ছিল, একটু ভিন্নভাবে ঢাকাকে দেখা হয়েছে ছবিগুলোতে। শিল্পীরা অনেকভাবে ঢাকাকে এঁকেছেন। ঢাকার সঙ্গে শিল্পীদের যে মিথস্ক্রিয়া, সেটা আর্ট স্কুলের যুগ থেকেই ছিল। তবে কলকাতা নিয়ে যত রকম শিল্পকলা দেখি, ঢাকা নিয়ে তা দেখি না।... ঢাকাকে আমরা নষ্ট করে ফেলেছি, আখিরের ছবিতে সে বেদনাটা আছে।’
বিশেষ অতিথি স্থপতি মুস্তাফা খালিদ পলাশ বলেন, ‘আজকে যে ঢাকা দেখি, সেটা স্বার্থের ফসল। এটা বাজার অর্থনীতির ফল। আখিরের ছবিতে যেগুলো উঠে এসেছে, সেগুলো এখনো কতটুকু টিকে আছে, জানি না। এখন সবকিছু অর্থনৈতিক দিক দিয়ে হিসাব করা হয়, যেন শিল্প-সংস্কৃতির কোনো দরকার নেই।’
শিল্পী আল আখির সরকার বলেন, তিনি তরুণ বয়সে ঢাকায় বসবাস শুরু করেছিলেন। তখন থেকেই তাঁর মনের পটে তৈরি হয়েছে এ শহরের এক নিজস্ব, বিবর্তনশীল ছায়াচিত্র। শিল্পী বলেন, ‘আমাদের যে ইতিহাস, সেটা তরুণেরা জানুক। আমাদের ঐতিহ্য নিয়ে গর্ব করুক।’
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, শিল্পী আখির সরকার ঢাকা শহর নিয়ে তাঁর চিত্রসম্ভার উৎসর্গ করেছেন শিল্পাঙ্গনের স্রষ্টা ফয়েজ আহমদের প্রতি।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পাঙ্গনের পক্ষে রুমি নোমান এবং ভূমি গ্যালারির সাইফুর রহমান লেনিনসহ আরও উপস্থিত ছিলেন দেশের নবীন-তরুণ চিত্রশিল্পী ও শিল্পপ্রেমীরা। ১৫ দিনব্যাপী এ প্রদর্শনী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।
ঢাকার আশুলিয়ার রেডিয়েন্স ফ্যাশন লিমিটেডের আমদানির করা অর্ধকোটি টাকার জিনসের কাপড় চুরি হওয়ার পর উদ্ধার করেছে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ। গাজীপুরের কোনাবাড়ী, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে এসব কাপড় জব্দ করা হয়। এ ঘটনায় মাসুম ওরফে বাবু (৩৪) নামের এক যুবককে কোনাবাড়ী থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
৫ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারত ও বাংলাদেশের গ্রামবাসীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ শনিবার দুপুরে ঘটনার সূত্রপাত হলেও বিকালেও সংঘর্ষ চলছিল। এই উত্তেজনা পরে কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে চৌকা সীমান্ত পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় দুই বাংলাদেশি আহত হয়েছেন।
১২ মিনিট আগেরাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নির্মাণাধীন একাডেমিক ভবনের ছাদ থেকে পড়ে মো. সালাম (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে এ ঘটনা ঘটে।
১৮ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে বাজিতা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজ পাঁচ বছরেও শেষ হয়নি। ভবনের কাজ ৬০ শতাংশ করে বন্ধ রাখার অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এতে পাঠদানসহ বিভিন্ন কার্যক্রমে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগে