নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এ কর্মসূচিতে অংশ নেন।
গেটকিপাররা জানিয়েছেন, সাত-আট মাস যাবৎ তাঁরা বেতন পান না। অসংখ্যবার তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন বিষয়টি। কিন্তু কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রকল্পের গেটকিপাররা। অবস্থান কর্মসূচিতে প্রায় ২৫০ জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন। কর্মসূচি থেকে তাঁরা নিয়োগ কমিটির সদস্যসচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবিও করেন।
গেটকিপার মনিরুল ইসলাম বলেন, ‘২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমরা বর্তমানে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এত দিন পেরিয়ে গেলেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। সাত-আট মাস ধরে আমাদের বেতন বন্ধ রয়েছে। গত আট মাসে জানিয়েছে আমাদের বেতন চলমান থাকবে। কিন্তু আমাদের বেতন চলমান হয় নাই। আমরা বেতনের দাবিতে এখানে এসেছি। এ ছাড়া আমাদের সরাসরি নিয়োগের মাধ্যমে ১ হাজার ৫০৫ জনের রাজস্ব চাই।’
অন্যরা বলছেন, ‘আমাদের রাজস্বতে নেওয়ার জন্য বারবার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বারবার তাদের কাছে এসেছি। কিন্তু তারা আমাদের কথা শুনছেন না। আট মাস যাবৎ আমাদের বেতন বন্ধ। একটা অসহায় পরিবার বেতন ছাড়া কীভাবে চলবে? এই বিষয়টি রেলভবনে আমাদের যারা অভিভাবক, তারা কখনো উপলব্ধি করে নাই।’
গেটকিপাররা অভিযোগ করেন, ‘কর্মস্থলে পানি, বিদ্যুৎ বা টয়লেটের কোনো ব্যবস্থা নেই। এমন অবস্থায় কাজ করা কঠিন। আমাদের কাজের পরিবেশ উন্নত করতে হবে।’
গেটকিপারদের দাবি, তাঁদের বেতন দ্রুত পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের পাশাপাশি কর্মপরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া হোক।
রেলওয়ে প্রকল্পের মাধ্যমে নিয়োগ পাওয়া গেটকিপাররা বকেয়া বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে প্রায় ২৫০ জন গেটকিপার এ কর্মসূচিতে অংশ নেন।
গেটকিপাররা জানিয়েছেন, সাত-আট মাস যাবৎ তাঁরা বেতন পান না। অসংখ্যবার তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে স্মারকলিপির মাধ্যমে জানিয়েছেন বিষয়টি। কিন্তু কর্তৃপক্ষের কোনো সাড়া না পেয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।
আজ রোববার সকাল ৯টা থেকে রেলপথ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নিয়েছেন প্রকল্পের গেটকিপাররা। অবস্থান কর্মসূচিতে প্রায় ২৫০ জনের মতো কর্মী অবস্থান নিয়েছেন। কর্মসূচি থেকে তাঁরা নিয়োগ কমিটির সদস্যসচিব মইনুল ইসলামের পদত্যাগ দাবিও করেন।
গেটকিপার মনিরুল ইসলাম বলেন, ‘২০১৮ সালে আমাদের নিয়োগ দেওয়া হয়। আমরা বর্তমানে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে দায়িত্ব পালন করছি। এত দিন পেরিয়ে গেলেও আমাদের চাকরি স্থায়ী করা হয়নি। সাত-আট মাস ধরে আমাদের বেতন বন্ধ রয়েছে। গত আট মাসে জানিয়েছে আমাদের বেতন চলমান থাকবে। কিন্তু আমাদের বেতন চলমান হয় নাই। আমরা বেতনের দাবিতে এখানে এসেছি। এ ছাড়া আমাদের সরাসরি নিয়োগের মাধ্যমে ১ হাজার ৫০৫ জনের রাজস্ব চাই।’
অন্যরা বলছেন, ‘আমাদের রাজস্বতে নেওয়ার জন্য বারবার আশ্বাস দেওয়া হয়েছে। আমরা বারবার তাদের কাছে এসেছি। কিন্তু তারা আমাদের কথা শুনছেন না। আট মাস যাবৎ আমাদের বেতন বন্ধ। একটা অসহায় পরিবার বেতন ছাড়া কীভাবে চলবে? এই বিষয়টি রেলভবনে আমাদের যারা অভিভাবক, তারা কখনো উপলব্ধি করে নাই।’
গেটকিপাররা অভিযোগ করেন, ‘কর্মস্থলে পানি, বিদ্যুৎ বা টয়লেটের কোনো ব্যবস্থা নেই। এমন অবস্থায় কাজ করা কঠিন। আমাদের কাজের পরিবেশ উন্নত করতে হবে।’
গেটকিপারদের দাবি, তাঁদের বেতন দ্রুত পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের পাশাপাশি কর্মপরিবেশ উন্নত করার উদ্যোগ নেওয়া হোক।
সুনামগঞ্জের জগন্নাথপুরে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। ঠান্ডা, শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়াসহ শীতজনিত নানান রোগে আক্রান্ত হচ্ছে সব বয়সী মানুষ। তবে আক্রান্ত রোগীদের তালিকায় শিশুদের সংখ্যাই বেশি।
২ ঘণ্টা আগে‘বাজারে যে ব্যবস্থা আছে, তাতে ইলিশসহ অন্যান্য মাছের দাম কমানো কঠিন। তবে আমরা প্রমাণ রাখতে চাই- মাছ ধরার উৎস থেকে সরাসরি বিক্রয়ের জায়গায় আনতে পারি, তাহলে এটার দাম কমানো সম্ভব। আমরা বাজারের মধ্যস্বত্বভোগী কমানোর প্রক্রিয়া শুরু করতে চাই...
২ ঘণ্টা আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা ছাত্রলীগের এক কর্মীকে পুলিশে দিয়েছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাঁকে আটক করা হয়। পরে আশুলিয়া থানা–পুলিশের কাছে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ থেকে গাজীপুরগামী পাওয়ার প্ল্যান্টের জ্বালানি তেল বহনকারী জাহাজ থেকে ৩৬০ মেট্রিক টন ফার্নেস ওয়েল ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তেল লুটে ব্যবহৃত এমভি ভূঁইয়া নামে একটি বাল্কহেড, তেল আনলোড করার শ্যালো মেশিনের দুটি পাইপ ও ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র
২ ঘণ্টা আগে