ভবন ও ফ্ল্যাটসহ সালমান এফ রহমানের ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
Thumbnail image
সালমান এফ রহমান। ফাইল ছবি

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে সিআইডি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, কাঁচপুর অ্যাপারেলস নামের দুটি প্রতিষ্ঠানের নামে ২১টি এলসি/সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইয়ে অর্থ পাচার করেছে। যে টাকার পরিমাণ ২ কোটি ৬০ লাখ ৯৮৪ টাকা।

২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুবাইয়ে অবস্থিত তাঁর পুত্রের মালিকানাধীন প্রতিষ্ঠান আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই, সাইফ লাউঞ্জে বিভিন্ন সময়ে এসব টাকা পাচার করা হয়। এসব ঘটনায় মানি লন্ডারিং মামলা হয়। সে মামলার তদন্ত চলছে। সেই তদন্তের অংশ হিসেবেই আদালতের অনুমতি নিয়ে তাঁদের ঢাকায় অবস্থিত বেশ কিছু সম্পদ জব্দ করা হয়েছে।

সিআইডি বলছে, সালমান এফ রহমান তাঁর ছেলে আহমেদ শাহরিয়ার রহমানসহ এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসদুদ্দেশ্যে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে।

তদন্তকারীরা বলছেন, আসামিদের নামে ঢাকা জেলার দোহার থানা এলাকায় থাকা প্রায় দুই হাজার শতাংশ জমি এবং ভূমির ওপর নির্মিত স্থাপনা, গুলশানের দ্য এনভয় ৮৪ নামের বিল্ডিং, গুলশানে ছয় হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার, ৩১ নম্বর প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামীয় ৬তলা বিল্ডিংসহ আরও একটি ফ্ল্যাট বিজ্ঞ আদালতের আদেশপূর্বক ক্রোক করা হয়। যার বর্তমান বাজারমূল্য ২৫০ কোটি।

সিআইডি বলছে, ট্রেড বেইসড মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশে টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের করেছে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা জটিলতায় ভ্রমণকর হারাচ্ছে সরকার

বাংলাদেশ ঘুরে গেলেন পাকিস্তানের আইএসআই প্রধান, দাবি ভারতীয় গণমাধ্যমের

গাড়িচালককে মারধর: কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসি সচিবের কক্ষের সামনে হট্টগোল

খোলাবাজারে বিক্রি বিনা মূল্যের দুই ট্রাক পাঠ্যবই উদ্ধার

৭ মাস না যেতেই যুক্তরাষ্ট্রে সন্তান প্রসবের হিড়িক ভারতীয় নারীদের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত