নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে সিআইডি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, কাঁচপুর অ্যাপারেলস নামের দুটি প্রতিষ্ঠানের নামে ২১টি এলসি/সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইয়ে অর্থ পাচার করেছে। যে টাকার পরিমাণ ২ কোটি ৬০ লাখ ৯৮৪ টাকা।
২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুবাইয়ে অবস্থিত তাঁর পুত্রের মালিকানাধীন প্রতিষ্ঠান আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই, সাইফ লাউঞ্জে বিভিন্ন সময়ে এসব টাকা পাচার করা হয়। এসব ঘটনায় মানি লন্ডারিং মামলা হয়। সে মামলার তদন্ত চলছে। সেই তদন্তের অংশ হিসেবেই আদালতের অনুমতি নিয়ে তাঁদের ঢাকায় অবস্থিত বেশ কিছু সম্পদ জব্দ করা হয়েছে।
সিআইডি বলছে, সালমান এফ রহমান তাঁর ছেলে আহমেদ শাহরিয়ার রহমানসহ এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসদুদ্দেশ্যে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে।
তদন্তকারীরা বলছেন, আসামিদের নামে ঢাকা জেলার দোহার থানা এলাকায় থাকা প্রায় দুই হাজার শতাংশ জমি এবং ভূমির ওপর নির্মিত স্থাপনা, গুলশানের দ্য এনভয় ৮৪ নামের বিল্ডিং, গুলশানে ছয় হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার, ৩১ নম্বর প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামীয় ৬তলা বিল্ডিংসহ আরও একটি ফ্ল্যাট বিজ্ঞ আদালতের আদেশপূর্বক ক্রোক করা হয়। যার বর্তমান বাজারমূল্য ২৫০ কোটি।
সিআইডি বলছে, ট্রেড বেইসড মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশে টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের করেছে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এবং তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা প্রায় ২৫০ কোটি টাকার সম্পত্তি জব্দ করেছে অপরাধ ও তদন্ত বিভাগের (সিআইডি) ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে সিআইডি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেক্সিমকো গ্রুপের মালিক সালমান এফ রহমান অ্যাপোলো অ্যাপারেলস লিমিটেড, কাঁচপুর অ্যাপারেলস নামের দুটি প্রতিষ্ঠানের নামে ২১টি এলসি/সেলস কন্ট্রাক্টের (বিক্রয় চুক্তি) মাধ্যমে দুবাইয়ে অর্থ পাচার করেছে। যে টাকার পরিমাণ ২ কোটি ৬০ লাখ ৯৮৪ টাকা।
২০২০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুবাইয়ে অবস্থিত তাঁর পুত্রের মালিকানাধীন প্রতিষ্ঠান আরআর গ্লোবাল ট্রেডিং এফজেডই, সাইফ লাউঞ্জে বিভিন্ন সময়ে এসব টাকা পাচার করা হয়। এসব ঘটনায় মানি লন্ডারিং মামলা হয়। সে মামলার তদন্ত চলছে। সেই তদন্তের অংশ হিসেবেই আদালতের অনুমতি নিয়ে তাঁদের ঢাকায় অবস্থিত বেশ কিছু সম্পদ জব্দ করা হয়েছে।
সিআইডি বলছে, সালমান এফ রহমান তাঁর ছেলে আহমেদ শাহরিয়ার রহমানসহ এজাহারনামীয় আসামিদের সহযোগিতায় সংঘবদ্ধভাবে বৈদেশিক বাণিজ্যের আড়ালে বিদেশে টাকা পাচারের অসদুদ্দেশ্যে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পণ্য রপ্তানি করে।
তদন্তকারীরা বলছেন, আসামিদের নামে ঢাকা জেলার দোহার থানা এলাকায় থাকা প্রায় দুই হাজার শতাংশ জমি এবং ভূমির ওপর নির্মিত স্থাপনা, গুলশানের দ্য এনভয় ৮৪ নামের বিল্ডিং, গুলশানে ছয় হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট এবং গুলশান আবাসিক এলাকার ৬৮/এ নম্বর রাস্তার, ৩১ নম্বর প্লটের ওপর নির্মিত ট্রিপ্লেটস নামীয় ৬তলা বিল্ডিংসহ আরও একটি ফ্ল্যাট বিজ্ঞ আদালতের আদেশপূর্বক ক্রোক করা হয়। যার বর্তমান বাজারমূল্য ২৫০ কোটি।
সিআইডি বলছে, ট্রেড বেইসড মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিভিন্ন দেশে টাকা পাচারের অভিযোগে সালমান এফ রহমান ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিবর্গের বিরুদ্ধে এখন পর্যন্ত ১৭টি মামলা দায়ের করেছে ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, মানুষের বাঁচার জন্য প্রয়োজন নির্মল বাতাস, পানি ও মাটি। শুধু চকচকে বাড়ি বা বিলাসবহুল গাড়ি দিয়ে টিকে থাকা সম্ভব নয়...
২ মিনিট আগেছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ঝালকাঠি কারাগারের কারারক্ষীদের বিরুদ্ধে। গতকাল বুধবার ঝালকাঠির জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কারাবন্দী ছাত্রলীগ নেতা মো. জুবায়ের হোসেনকে হাজির করা হয়। হাতে ব্যান্ডেজ লাগানো অবস্থায় হাজির করলে বিষয়টি বিচারকের দৃষ্টিগোচর করেন তাঁর আইনজী
৬ মিনিট আগেবরিশালের মুলাদীতে প্রতিষ্ঠাতা নিয়ে বিরোধের জেরে সংঘাতের শঙ্কায় একটি বিদ্যালয়ে তালা দেওয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছে ২ শতাধিক শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার পূর্ব নাজিরপুর গ্রামের জয়ন্তী আইডিয়াল ল্যাবরেটরি মাধ্যমিক বিদ্যালয়ে তালা দিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে চাবি জমা দেন প্রধান শিক্ষক মো
৯ মিনিট আগেবরগুনার আমতলীতে একটি গ্রামে আধা কিলোমিটারের মধ্যে ইট পোড়ানো হচ্ছে চারটি ভাটায়। উপজেলার কুকুয়া ইউনিয়নের রায়বালা গ্রামে তিন ফসলি কৃষিজমিতে ইটভাটাগুলো নির্মাণ করা হয়েছে। লোকালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানসংলগ্ন এলাকায় এভাবে ইট পোড়ানোয় পরিবেশের ক্ষতি হচ্ছে, স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা।
১২ মিনিট আগে